Who is Miss Havisham's half-brother, who conspires against her?
A
Arthur Compeyson
B
Bentley Drummle
C
Herbert Pocket
D
Wemmick
উত্তরের বিবরণ
Miss Havisham-এর সৎভাই Arthur Havisham তার প্রতি গভীর হিংসা ও বিদ্বেষ পোষণ করত। তাদের পরিবারের সম্পত্তি বণ্টন নিয়ে সে অসন্তুষ্ট ছিল। এই ঈর্ষা থেকেই সে অপরাধী Compeyson-এর সঙ্গে মিলে এক ষড়যন্ত্র করে Miss Havisham-কে প্রতারণার ফাঁদে ফেলে। ফলে Miss Havisham জীবনের সবচেয়ে বড় ধাক্কা খায় এবং তার মানসিক ভাঙন শুরু হয়।
-
Arthur Havisham হল Miss Havisham-এর সৎভাই, যিনি তার পিতার অন্য সম্পর্কের সন্তান।
-
সে Compeyson-এর সঙ্গে মিলে Miss Havisham-এর ধনসম্পদ হাতিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা করে।
-
এই ষড়যন্ত্রের ফলেই Miss Havisham জীবনে প্রেম ও বিশ্বাস হারিয়ে একা হয়ে পড়ে।

0
Updated: 23 hours ago
What is the full name of the protagonist "Pip" in Charles Dickens' novel "Great Expectations"?
Created: 1 month ago
A
Philip Pirrip
B
Peter Philip
C
Percy Pirrip
D
Philip Parker
• The full name of the protagonist "Pip" in Charles Dickens' novel Great Expectations is Philip Pirrip.
• Great Expectations:
-
A novel written by Charles Dickens, published in 1860.
-
Pip is the main character and also the narrator of the story.
• Main Characters:
-
Pip (Philip Pirrip)
-
Estella
-
Miss Havisham
-
Abel Magwitch
-
Joe Gargery
-
Mrs. Joe
• Summary:
-
Pip, an orphan, grows up in the marshes of Kent, England.
-
As a child, he helps a fugitive convict named Abel Magwitch.
-
Later, Pip is invited to Miss Havisham's house, where he falls in love with Estella.
-
An unknown benefactor provides Pip the opportunity to become a gentleman, which he initially assumes is Miss Havisham, but later learns it is Magwitch.
-
Pip declares his love to Estella but is rejected.
-
Eventually, Magwitch dies, Pip goes bankrupt, returns to a simple life, and meets Estella years later.
• About Charles Dickens (1812–1870):
-
Full name: Charles John Huffam Dickens
-
Pen name: Boz
-
Regarded as the greatest novelist of the Victorian Period
• Notable Works:
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times

0
Updated: 1 month ago
A Christmas Carol, a famous novella, was written by -
Created: 2 weeks ago
A
William Thackeray
B
Charles Dickens
C
Thomas Hardy
D
George Eliot
"এ ক্রিসমাস ক্যারল" (A Christmas Carol) একটি বিখ্যাত নভেলা, যা লিখেছেন চার্লস ডিকেন্স।
"এ ক্রিসমাস ক্যারল" চার্লস ডিকেন্সের লেখা একটি ছোট উপন্যাস বা নভেলা। এটি ১৮৪৩ সালে প্রকাশিত হয়েছিল। নভেলা হলো একটি ছোট উপন্যাস যা ছোট গল্পের চেয়ে বড় কিন্তু পূর্ণাঙ্গ উপন্যাসের চেয়ে ছোট হয়।
"এ ক্রিসমাস ক্যারল"-এর প্রধান চরিত্র হলেন এবিনেজার স্ক্রুজ (Ebenezer Scrooge)। তিনি স্বভাবগতভাবে একজন কৃপণ ব্যক্তি, যাকে "ক্রিসমাসের ভূত" (A Ghost of Christmas) বিভিন্ন অদ্ভুত স্বপ্ন দেখায়। স্বপ্নে তাকে এই বার্তা দেওয়া হয় যে, জীবনে সুখের চাবিকাঠি কেবল অর্থ বা সম্পদ নয়; বরং সুখের জন্য মানুষকে উদার মানসিকতার এবং মানবিক হতে হবে।
চার্লস ডিকেন্সকে ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে বিবেচনা করা হয়। 'বোজ' (Boz) ছিল চার্লস ডিকেন্সের একটি ছদ্মনাম।
তার সেরা কিছু কাজ (উপন্যাস) হলো:
এ ক্রিসমাস ক্যারল (A Christmas Carol)
ডেভিড কপারফিল্ড (David Copperfield)
ব্লিক হাউস (Bleak House)
এ টেল অফ টু সিটিজ (A Tale of Two Cities)
গ্রেট এক্সপেকটেশনস (Great Expectations)
আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড (Our Mutual Friend)
হার্ড টাইমস (Hard Times)
দ্য পিকউইক পেপার্স (The Pickwick Papers)

0
Updated: 2 weeks ago
What lesson does Miss Havisham learn before death?
Created: 1 month ago
A
Money brings happiness
B
Revenge destroys life
C
Estella is perfect
D
Pip is dishonest
বাংলা ব্যাখ্যা: Miss Havisham মৃত্যুর আগে Pip-এর কাছে ক্ষমা চায়। সে স্বীকার করে, প্রতিশোধের শিক্ষা দিয়ে Estella ও Pip দুজনকেই কষ্ট দিয়েছে। Dickens প্রতিশোধের ভয়াবহতা তুলে ধরেছেন।

0
Updated: 1 month ago