সেমিকোলন (;) হলো একটি বিরামচিহ্ন যা স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করতে বা একই ধরনের বর্গকে পাশাপাশি সাজাতে ব্যবহৃত হয়।
• ব্যবহার উদাহরণ:
-
সোহাগ ক্রিকেট পছন্দ করে; আমি ফুটবল পছন্দ করি।
-
কোনো বইয়ের সমালোচনা করা সহজ; কিন্তু বই লেখা অত সহজ নয়।
-
তিনি পড়েছেন বিজ্ঞান; পেশা ব্যাংকার; আর নেশা সাহিত্যচর্চা।