বাংলা ভাষার নিজস্ব লিপিকে বাংলা লিপি বলা হয়। এটি বাংলা ভাষার লিখন ব্যবস্থার মূল ভিত্তি।
• বর্ণ সংখ্যা:
-
মূল বর্ণ ৫০টি
-
স্বরবর্ণ ১১টি
-
ব্যঞ্জনবর্ণ ৩৯টি
• ঐতিহাসিক বিবরণ:
-
প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপি জন্ম নেয়।
-
ব্রাহ্মী লিপির পূর্ব-ভারতীয় শাখা দশম শতকের দিকে কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে।
-
বাংলা লিপি এই কুটিল লিপির পরিবর্তিত রূপ।
-
অহমিয়া, বোড়ো, মণিপুর প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়।
-
এক সময় সংস্কৃত ও মৈথিলি ভাষাও এই লিপিতে লেখা হত।