সমাস ভাষাকে কী করে?
A
সংক্ষেপ করে
B
বিস্তৃত করে
C
অর্থপূর্ণ করে
D
অর্থের রূপান্তর ঘটায়
উত্তরের বিবরণ
● সমাস কী?
-
সমাস হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে একাধিক শব্দকে মিলিয়ে একটি নতুন, ছোট অথচ অর্থপূর্ণ শব্দ তৈরি করা হয়।
-
‘সমাস’ শব্দের মানে হলো সংক্ষেপ বা একত্রে মিলন।
-
সমাসের মূল কাজ হলো ভাষাকে ছোট করে সহজ করা এবং নতুন অর্থ তৈরি করা।
-
সমাস নিয়ে আলোচনা করা হয় ব্যাকরণে, বিশেষ করে শব্দ ও রূপতত্ত্ব অংশে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
0
Updated: 3 months ago
সাধারণত ণ-ত্ব বিধান খাটে না কোন ক্ষেত্রে?
Created: 1 month ago
A
উপসর্গজাত শব্দে
B
সন্ধিজাত শব্দে
C
তৎসম শব্দে
D
সমাসবদ্ধ শব্দে
• সমাসবদ্ধ শব্দে ণ-ত্ব বিধান:
-
সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান প্রযোজ্য হয় না।
-
এরূপ ক্ষেত্রে 'ণ' এর পরিবর্তে 'ন' ব্যবহৃত হয়।
-
উদাহরণ: ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক।
• ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন:
-
ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনো ণ হয় না, সবসময় 'ন' হয়।
-
উদাহরণ: অন্ত, গ্রন্থ, ক্রন্দন।
অন্যান্য তথ্য:
-
তৎসম শব্দে ণ-ত্ব বিধান প্রযোজ্য।
-
সন্ধিজাত এবং উপসর্গজাত শব্দে ণ-ত্ব বিধানের কোনো বিশেষ নিয়ম নেই।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
0
Updated: 1 month ago
'দুধে-ভাতে' - কোন সমাস?
Created: 2 months ago
A
একশেষ দ্বন্দ্ব
B
বহুপদী দ্বন্দ্ব
C
অলুক দ্বন্দ
D
মিলনার্থক দ্বন্দ্ব
অলুক দ্বন্দ্ব:
যে দ্বন্দ্বে সমাসে কোনো সমস্যাজনক পদের বিভক্তি ঘটে না, তাকে অলুক দ্বন্দ্ব বলা হয়।
উদাহরণ:
-
দুধে ও ভাতে → দুধে-ভাতে
-
জলে ও স্থলে → জলে-স্থলে
-
দেশে ও বিদেশে → দেশে-বিদেশে
-
হাতে ও কলমে → হাতে-কলমে
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
0
Updated: 2 months ago
কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে?
Created: 3 months ago
A
অব্যয়ীভাব
B
বহুব্রীহি
C
দ্বন্দ্ব
D
কর্মধারয়
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন - নীল যে পদ্ম = নীলপদ্ম, যিনি জজ তিনিই সাহেব = জজ সাহেব, মহান যে নবি = মহানবি।
0
Updated: 3 months ago