সঠিক উত্তর - ক) Volatile
কম্পিউটারে Random Access Memory (RAM) হলো এমন একটি অস্থায়ী মেমোরি, যেখানে ডেটা দ্রুত পড়া ও লেখা যায়। এই মেমোরিতে তথ্য সংরক্ষণ করা হয় যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকে। বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ হলে এতে সংরক্ষিত তথ্য মুছে যায়।
-
RAM হলো এমন এক ধরনের মেমোরি, যেখানে পুরনো তথ্য মুছে নতুন তথ্য লেখা যায় এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায়।
-
এটি Volatile Memory, কারণ বিদ্যুৎ বন্ধ হলে এর তথ্য স্থায়ীভাবে থাকে না।
-
RAM কে Primary Storage বলা হয়, যেহেতু এটি সরাসরি ডেটা ও কম্পিউটারের নির্দেশ (Instruction) সংরক্ষণ এবং পুনরুদ্ধারে ব্যবহৃত হয়।
-
RAM-এর প্রতিটি মেমোরি লোকেশন আলাদা এবং যেকোনো লোকেশনে সমান গতিতে অ্যাক্সেস করা যায়।
-
এটি একটি Read/Write Memory, অর্থাৎ এতে তথ্য লেখা (Write) ও পড়া (Read) — উভয়ই সম্ভব।