বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
A
কল্লোল
B
সবুজপত্র
C
বঙ্গদর্শন
D
কালিকলম
উত্তরের বিবরণ
বাংলা সাহিত্যে কথ্য গদ্যের প্রচলনে ‘সবুজপত্র’ পত্রিকার বিশেষ ভূমিকা রয়েছে।
‘সবুজপত্র’ পত্রিকা সম্পর্কে কিছু তথ্য:
-
এটি ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রথম মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
-
বাংলা বর্ষ ১৩২১ সালে পত্রিকাটি প্রকাশ শুরু করে।
-
বাংলা গদ্যের ধাঁচ বদলে চলিত গদ্যরীতি চালু করতে এই পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
এর আগে যেভাবে সাধু গদ্য লেখা হতো, ‘সবুজপত্র’ সেই ধাঁচ থেকে আলাদা হয়ে কথ্য ভাষার গদ্য প্রচলন করে।
-
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই পত্রিকায় লেখালেখির মাধ্যমে কথ্য গদ্যের স্বাচ্ছন্দ্য অনুভব করেন এবং পরবর্তীতে তা ব্যবহার করেন।
-
সাহিত্য জগতে ‘সবুজপত্র’ পত্রিকা ‘সবুজপত্র গোষ্ঠী’ নামে একটি সাহিত্য দল গঠনের পথ তৈরি করে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago
ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত দৈনিক সংবাদ পত্র কোনটি?
Created: 2 weeks ago
A
সংবাদ প্রভাকর
B
সাধনা
C
কালিকলম
D
বঙ্গদূত
সংবাদ প্রভাকর
-
সংবাদ প্রভাকর ছিল একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা।
-
প্রথম প্রকাশ: ১৮৩১ সালের ২৮ জানুয়ারি, শুক্রবার (১৬ মাঘ, ১২৩৭ বঙ্গাব্দ)।
-
সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত।
-
পত্রিকাটি প্রকাশে পাথুরিয়া ঘাটার যোগেন্দ্রমোহন ঠাকুরের সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
তাঁর মৃত্যুর কারণে ১৮৩২ সালের ২৫ মে প্রকাশিত ৬৯তম সংখ্যার পর পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়।
-
তাঁর মৃত্যুর চার বছর পর, ১৮৩৬ সালের ১০ আগস্ট থেকে ঈশ্বরচন্দ্র গুপ্ত পুনরায় সংবাদ প্রভাকর প্রকাশ শুরু করেন এবং এটি বারত্রয়িক পত্রিকা রূপে প্রকাশিত হতে থাকে।
-
পাথুরিয়াঘাটার ঠাকুর পরিবার আবারও সহযোগিতা করে।
-
অবশেষে, ১৮৩৯ সালের ১৪ জুন সংবাদ প্রভাকর বাংলায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে।
অন্যদিকে
-
সাধনা পত্রিকার সম্পাদক ছিলেন → সুধীন্দ্রনাথ দত্ত।
-
বঙ্গদূত → প্রকাশিত হয় নীলমণি হালদারের সম্পাদনায়, রামমোহন ও তাঁর অনুগামীদের দ্বারা পরিচালিত হয়ে।
-
কালিকলম পত্রিকা → সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
“সমাচার দর্পণ” সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন?
Created: 2 weeks ago
A
জেমস অগাস্টাস হিকি
B
জেমস সিল্ক বাকিংহাম
C
ভবানীচরণ ব্যানার্জি
D
জন ক্লার্ক মার্শম্যান
সমাচার দর্পণ:
-
এটি বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র।
-
প্রকাশ: শ্রীরামপুর মিশন থেকে, সম্পাদনা করেছেন জন ক্লার্ক মার্শম্যান।
-
প্রথম সংখ্যা প্রকাশ: ১৮১৮ সালের ২৩ মে (১০ জ্যৈষ্ঠ, ১২২৫) শনিবার।
-
পত্রিকাটির মূল্য ছিল মাসিক দেড় টাকা।
-
১৮২৯ সাল থেকে পত্রিকাটি দ্বিভাষিক (বাংলা ও ইংরেজি) করা হয়।
-
১৮৩২ সাল থেকে সপ্তাহে দুইবার প্রকাশের ব্যবস্থা করা হয়; প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১১ জানুয়ারি, বুধবার।
-
১৮৪০ সালের ১ জুলাই থেকে সম্পাদকের ওপর নতুন বাংলা সাপ্তাহিক পত্র গভর্নমেন্ট গেজেট সম্পাদনার ভার ন্যস্ত হওয়ায় ২৫ ডিসেম্বর ১৮৪১ তারিখে সমাচার দর্পণের শেষ সংখ্যা প্রকাশিত হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি?
Created: 6 hours ago
A
সাধনা
B
বঙ্গদর্শন
C
সংবাদ প্রভাকর
D
ভারতী
সংবাদ প্রভাকর:
-
সংবাদ প্রভাকর ছিল একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা।
-
প্রথম প্রকাশ: ১৮৩১ সালের ২৮ জানুয়ারি, শুক্রবার (১৬ মাঘ, ১২৩৭ বঙ্গাব্দ)।
-
প্রকাশক: ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২–১৮৫৯)।
-
পত্রিকা প্রকাশে পাথুরিয়া ঘাটার যোগেন্দ্রমোহন ঠাকুরের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
-
ঈশ্বরচন্দ্র গুপ্তের মৃত্যুর কারণে ১৮৩২ সালের ২৫ মে প্রকাশিত ৬৯তম সংখ্যার পর পত্রিকাটি বন্ধ হয়ে যায়।
-
মৃত্যুর চার বছর পর তিনি পুনরায় সংবাদ প্রভাকর প্রকাশের উদ্যোগ গ্রহণ করেন।
-
১৮৩৬ সালের ১০ আগস্ট থেকে পত্রিকাটি বারত্রয়িক রূপে প্রকাশিত হতে থাকে।
-
পুনরায় পত্রিকা প্রকাশে পাথুরিয়াঘাটার ঠাকুর পরিবার সহযোগিতা প্রদান করে।
-
১৮৩৯ সালের ১৪ জুন, ‘সংবাদ প্রভাকর’ বাংলায় প্রকাশিত সর্বপ্রথম দৈনিক পত্রিকা হিসেবে আবির্ভূত হয়।
অন্য পত্রিকা ও সম্পাদক:
-
সাধনা: সম্পাদক সুধীন্দ্রনাথ দত্ত
-
বঙ্গদর্শন: সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
ভারতী: সম্পাদক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

0
Updated: 6 hours ago