২০২৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে?
A
৭৮তম
B
৭৯তম
C
৮০তম
D
৮১তম
উত্তরের বিবরণ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন:
সেপ্টেম্বর ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এ অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আনালেনা বায়ারবোক (Annalena Baerbock), যিনি জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী। তিনি ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
জাতিসংঘের সাধারণ পরিষদ (UN General Assembly):
-
সাধারণ পরিষদ হলো জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা।
-
জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রই এই পরিষদের সদস্য।
-
বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা ১৯৩টি।
-
সাধারণ পরিষদ প্রতি বছর একটি অধিবেশন আয়োজন করে, যা “সাধারণ অধিবেশন (Regular Session)” নামে পরিচিত।
-
জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (অনুচ্ছেদ ৯–২২)-এ সাধারণ পরিষদের গঠন, কার্যাবলি ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে।

0
Updated: 1 day ago
'ডেজার্ট ফক্স' নামে পরিচিত ছিলেন কে?
Created: 2 weeks ago
A
ফিল্ড মার্শাল রোমেল
B
ফিল্ড মার্শাল উইলহেম কেইটেল
C
ফিল্ড মার্শাল বার্নার্ড রোমেল
D
ফিল্ড মার্শাল ভন লিস্ট
ডেজার্ট ফক্স (Desert Fox)
-
নাম: ফিল্ড মার্শাল এরউইন রোমেল
-
উপাধি: ডেজার্ট ফক্স বা মরুভূমির শিয়াল
-
জাতীয়তা: জার্মান
-
বিশেষত্ব: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আফ্রিকা কর্পস (Afrika Korps) এর নেতৃত্ব দেন
-
কৃতিত্ব: দ্রুত গতিতে আফ্রিকার বিভিন্ন অঞ্চল জার্মান নাৎসি বাহিনীর নিয়ন্ত্রণে আনার জন্য পরিচিত
-
সূত্র:

0
Updated: 2 weeks ago
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' এর মেয়াদ কত বছর?
Created: 1 month ago
A
২ বছর
B
৩ বছর
C
৪ বছর
D
৫ বছর
মার্কিন কংগ্রেস সম্পর্কিত তথ্য
-
সংজ্ঞা:
-
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনসভা কংগ্রেস নামে পরিচিত।
-
প্রধান কাজ: আইন প্রণয়ন।
-
কংগ্রেস দ্বি-কক্ষ বিশিষ্ট (bicameral)।
-
-
নিম্নকক্ষ (House of Representatives / প্রতিনিধি সভা):
-
আসন সংখ্যা: ৪৩৫টি
-
মেয়াদ: ২ বছর
-
সদস্য নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স: ২৫ বছর
-
জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ
-
-
উচ্চকক্ষ (Senate / সিনেট):
-
আসন সংখ্যা: ১০০টি
-
মেয়াদ: ৬ বছর
-
সদস্য নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স: ৩০ বছর
-
অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ
-
-
নির্বাচন ও দল:
-
হাউস ও সিনেটের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন।
-
বর্তমানে মার্কিন কংগ্রেসে প্রধান দুটি দল: ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি।
-
তথ্যসূত্র: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট

0
Updated: 1 month ago
ফ্রান্স ও জার্মানির মধ্যে সীমারেখা-
Created: 2 weeks ago
A
সনোরা লাইন
B
ম্যাজিনো লাইন
C
লাইন অব ডিমারকেশন
D
হিন্ডারবার্গ লাইন
ম্যাজিনো লাইন হলো ফ্রান্স ও জার্মানির মধ্যে স্থাপনকৃত একটি প্রতিরক্ষা সীমারেখা, যা প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে নির্মিত হয়েছিল। এটি সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিবেচিত হতো, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনী এই লাইনকে পাশ কাটিয়ে প্রবেশ করতে সক্ষম হয়।
-
অবস্থান: ফ্রান্স ও জার্মানির সীমান্ত
-
উদ্দেশ্য: আগ্রাসন প্রতিহত করা
-
গঠন: শক্তিশালী কেল্লা, স্যান্ডব্যাগ, বাঙ্কার ও ট্যাঙ্ক বাধা
-
ফলাফল: দ্বিতীয় বিশ্বযুদ্ধে কার্যকরতা হারায়
অন্যান্য উল্লেখযোগ্য প্রতিরক্ষা লাইনসমূহ:
-
ম্যানারহেম রেখা: রাশিয়া ও ফিনল্যান্ড
-
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেন
-
ওডারনিস লাইন: জার্মানি ও পোল্যান্ড
-
সিগফ্রিড লাইন: জার্মানি ও ফ্রান্স
-
হিন্ডারবার্গ লাইন: জার্মানি ও ফ্রান্স
-
সনোরা লাইন: যুক্তরাষ্ট্র ও মেক্সিকো

0
Updated: 1 week ago