জাতিসংঘ সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কয়টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিল?
A
৪৪টি
B
৪৮টি
C
৫০টি
D
৫১টি
উত্তরের বিবরণ
জাতিসংঘ সনদ (UN Charter):
জাতিসংঘ সনদ হলো জাতিসংঘের (United Nations) মূল ভিত্তি ও সংবিধানস্বরূপ দলিল। এর মাধ্যমেই ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
রচয়িতা: আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald MacLeish) — যিনি ছিলেন একজন মার্কিন কবি, লেখক ও কূটনীতিক।
গঠন: জাতিসংঘ সনদে মোট ১৯টি অধ্যায় ও ১১১টি অনুচ্ছেদ রয়েছে, যা জাতিসংঘের কাঠামো, উদ্দেশ্য, নীতিমালা ও কার্যক্রম নির্ধারণ করে।
সানফ্রান্সিসকো সম্মেলন (San Francisco Conference):
-
এই সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত, যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে।
-
এতে ৫০টি দেশের প্রতিনিধিদল অংশগ্রহণ করে এবং জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
-
যদিও পোল্যান্ড সেই সম্মেলনে উপস্থিত ছিল না, তবে পরবর্তীতে ১৯৪৫ সালের ১৫ অক্টোবর সনদে স্বাক্ষর করে।
-
তাই পোল্যান্ডকে ৫১তম স্বাক্ষরকারী দেশ হিসেবে গণ্য করা হলেও, প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবেই বিবেচনা করা হয়।
মূল তথ্যাবলি:
-
সনদ কার্যকর হয়: ২৪ অক্টোবর ১৯৪৫ (জাতিসংঘ দিবস)
-
স্বাক্ষরিত হয়: ২৬ জুন ১৯৪৫
-
স্বাক্ষরকারী দেশ: প্রাথমিকভাবে ৫০টি (পরবর্তীতে পোল্যান্ডসহ ৫১টি)
-
বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা: ১৯৩টি
তাৎপর্য:
জাতিসংঘ সনদ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, সহযোগিতা ও মানবাধিকারের ভিত্তিতে বিশ্ব সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রণীত। এটি আজও আন্তর্জাতিক সম্পর্ক ও আইনের অন্যতম প্রধান দলিল হিসেবে বিবেচিত।

0
Updated: 1 day ago
আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 weeks ago
A
নাইরোবি, কেনিয়া
B
আদ্দিস আবাবা, ইথিওপিয়া
C
আবুজা, নাইজেরিয়া
D
আলজিয়ার্স, আলজেরিয়া
আফ্রিকান ইউনিয়ন (AU) হলো আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি আঞ্চলিক সংগঠন, যা মহাদেশের একতা, সহযোগিতা ও উন্নয়নে কাজ করে।
আফ্রিকান ইউনিয়ন সম্পর্কিত তথ্য:
-
পূর্ণরূপ: African Union
-
পূর্ব নাম: Organization of African Unity
-
নামকরণ: জুলাই, ২০০২
-
সদর দপ্তর: আद्दিস আবাবা, ইথিওপিয়া
-
বর্তমান সদস্য সংখ্যা: ৫৫টি (সেপ্টেম্বর, ২০২৫)
-
সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান (সেপ্টেম্বর, ২০২৫)
-
মরক্কো ২০১৭ সালের জানুয়ারি মাসে পুনরায় AU-এ যোগদান করে

0
Updated: 2 weeks ago
রামসার কনভেনশনের প্রধান উদ্দেশ্য কী?
Created: 1 month ago
A
পারমাণবিক বর্জ্য নিষ্কাশন
B
জলাভূমি সংরক্ষণ করা
C
বৈশ্বিক অর্থনীতি উন্নয়ন করা
D
পর্যটন উন্নয়ন করা
রামসার সাইট
-
কনভেনশন: রামসার কনভেনশন একটি আন্তর্জাতিক চুক্তি
-
স্বাক্ষর: ১৯৭১, ইরানের রামসার শহরে
-
উদ্দেশ্য:
-
জলাভূমি সংরক্ষণ
-
সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা
-
বাংলাদেশের অংশগ্রহণ:
-
রামসার সনদ কার্যকর: ২১ সেপ্টেম্বর, ১৯৯২
-
রামসার সাইট সংখ্যা: ২টি
-
বাংলাদেশের রামসার সাইট: সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর
উৎস: Ramsar Convention ওয়েবসাইট

0
Updated: 1 month ago
জাতিসংঘের অফিশিয়াল বা দাপ্তরিক ভাষা কয়টি?
Created: 1 month ago
A
৪টি
B
৫টি
C
৬টি
D
৭টি
জাতিসংঘ (United Nations)
• প্রতিষ্ঠা: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর, জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মাধ্যমে
• সনদ স্বাক্ষরিত: ২৬ জুন, ১৯৪৫, সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
• প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি দেশ
• বর্তমান সদস্য: ১৯৩টি দেশ
• সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষা:
• ইংরেজি
• ফরাসি (French)
• রাশিয়ান (Russian)
• চীনা (Chinese)
• স্প্যানিশ (Spanish)
• আরবি (Arabic)
সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট

0
Updated: 1 month ago