What does the idiom "Cut to the chase" mean?
A
To avoid a dangerous situation
B
To get to the point without wasting time
C
To work late into the night
D
To keep someone informed
উত্তরের বিবরণ
Correct Answer: To get to the point without wasting time
Cut to the chase:
-
Bangla Meaning: মূল কথায় আসা; অপ্রয়োজনীয় বিষয় এড়িয়ে সরাসরি মূল বিষয়ে চলে আসা।
-
English Meaning: To talk about or deal with the important parts of a subject without wasting time on unnecessary details; to focus directly on the main point.
-
Explanation: “Cut to the chase” একটি idiomatic expression, যা বোঝায়—অপ্রয়োজনীয় বা সময়ক্ষেপণমূলক আলোচনার পরিবর্তে সরাসরি মূল বিষয় বা গুরুত্বপূর্ণ অংশে চলে আসা।
-
Example Sentence: Let’s cut to the chase — what exactly do you want from me? → চল, ঘুরিয়ে না বলে সরাসরি মূল কথায় আসো—তুমি আসলে আমার কাছ থেকে কী চাও?
Other Options:
-
ক) To avoid a dangerous situation
-
Translation: ভয়ানক পরিস্থিতি এড়িয়ে চলা।
-
এটি “dodge a bullet” বা “escape danger”-এর অর্থের কাছাকাছি।
-
-
গ) To work late into the night
-
Translation: গভীর রাত পর্যন্ত কাজ করা।
-
এটি “burn the midnight oil” এর সমার্থক।
-
-
ঘ) To keep someone informed
-
Translation: কাউকে কোনো বিষয় জানিয়ে রাখা।
-
এটি “keep someone posted” বা “keep someone updated” এর সমার্থক।
-
সুতরাং, “Cut to the chase” অর্থ হলো অপ্রয়োজনীয় ঘোরাঘুরি না করে সরাসরি মূল বিষয়ে চলে আসা, অর্থাৎ “To get to the point without wasting time.”

0
Updated: 1 day ago
A synonym of the word 'vituperative' is:
Created: 3 weeks ago
A
Eclectic
B
Erudite
C
Mannerly
D
Disparaging
Vituperative একটি Adjective। এটি বোঝায় এমন কথা বা লেখা যা রাগপূর্ণ সমালোচনা বা কটূক্তিতে ভরা।
-
বাংলা অর্থ: গালিগালাজপূর্ণ; কটূক্তিপূর্ণ
-
সমার্থক শব্দ: Slighting (অবজ্ঞাসূচক), Disparaging (মর্যাদাহানিকর), Abusive (গালিগালাজপূর্ণ), Coruscating (অপমান ও নিন্দাসূচক), Deprecative (অবজ্ঞামূলক)
-
বিপরীতার্থক শব্দ: Respectful (সশ্রদ্ধ), Civil (ভদ্র), Mannerly (ভদ্র; বিনয়ী), Polite (বিনয়ী), Reverential (ভক্তি বা সম্ভ্রমপূর্ণ)
-
অন্য রূপ:
-
Vituperate (Verb, Transitive): গালিগালাজ/কটূকাটব্য করা
-
Vituperation (Noun, Uncountable): গালিগালাজ; কটূক্তি; তিরস্কার
-
-
উদাহরণ বাক্য:
১. The criticism soon turned into a vituperative attack.
২. Her vituperative railing was somewhat unbearable to me.

0
Updated: 3 weeks ago
What is the meaning of "Voracious"?
Created: 1 month ago
A
Very hungry or greedy
B
Very shy or timid
C
Very slow or lazy
D
Very kind and gentle
• The meaning of "Voracious" is very hungry or greedy.
Voracious (Adj)
-
Bangla Meaning: অত্যন্ত ক্ষুধার্ত বা লোভী; উদগ্র; রাক্ষুসে; সর্বগ্রাসী; সর্বনাশী
-
English Meaning: having a huge appetite : ravenous
• Other options:
খ) Very shy or timid
-
Bangla Meaning: খুব লাজুক বা ভীতু।
গ) Very slow or lazy
-
Bangla Meaning: খুব ধীরগতির বা অলস।
ঘ) Very kind and gentle
-
Bangla Meaning: খুব দয়ালু এবং নম্র।
Sources: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary

0
Updated: 1 month ago
"A market in which securities or commodities are persistently declining in value" is called-
Created: 2 weeks ago
A
A bear market
B
A bull market
C
A seller's market
D
An inflated market
Correct Term: Bear Market
Bear Market (Noun)
-
English Meaning: A market in which securities or commodities are persistently declining in value.
-
Bangla Meaning: এমন বাজার যেখানে সিকিউরিটিজ বা পণ্যের মূল্য ক্রমাগত হ্রাস পায়।
Other Related Market Terms:
-
Bull Market (Noun)
-
English Meaning: A market in which share prices are rising, encouraging buying.
-
Bangla Meaning: শেয়ার বাজার যেখানে মূল্যবৃদ্ধি হতে থাকে বা মূল্যবৃদ্ধির পরিস্থিতি তৈরি হয়।
-
-
A Seller's Market
-
English Meaning: A market in which goods are scarce, buyers have a limited range of choice, and prices are high.
-
Bangla Meaning: এমন বাজার যেখানে পণ্যের অভাব, ক্রেতাদের সীমিত পছন্দের পরিসর, এবং দাম বেশি থাকে।
-
-
An Inflated Market
-
English Meaning: A market where prices for goods, services, or assets are significantly higher than they should be.
-
Bangla Meaning: অস্বাভাবিক বা অযৌক্তিক উচ্চ মূল্যে প্রসারিত বাজার।
-

0
Updated: 2 weeks ago