Which word is an antonym for Daunt?
A
Discourage
B
Intimidate
C
Embolden
D
Deter
উত্তরের বিবরণ
Correct Answer: Embolden
Daunt:
-
Bangla Meaning: নিরুৎসাহিত করা; দমন করা; ভয় দেখিয়ে মনোবল ভেঙে দেওয়া।
-
English Meaning: To lessen the courage of; to subdue or intimidate; to make someone lose confidence or determination.
-
Example: Nothing could daunt the brave soldier. → কোনো কিছুই সেই সাহসী সৈনিককে নিরুৎসাহিত করতে পারেনি।
গ) Embolden:
-
Bangla Meaning: সাহস দেওয়া; আত্মবিশ্বাস সঞ্চার করা; দৃঢ়তা জাগানো।
-
English Meaning: To impart boldness or courage to; to instill with confidence, bravery, or resolution enough to overcome fear or hesitation.
-
Explanation: “Embolden” হলো “Daunt”-এর বিপরীতার্থক শব্দ। যেখানে “daunt” কাউকে নিরুৎসাহিত বা ভয় দেখায়, সেখানে “embolden” কাউকে সাহস ও আত্মবিশ্বাস যোগায়।
-
Examples:
-
His success emboldened him to take greater risks. → তাঁর সাফল্য তাকে আরও সাহসী পদক্ষেপ নিতে উৎসাহিত করেছে।
-
The teacher’s praise emboldened the students to speak up. → শিক্ষকের প্রশংসা ছাত্রদের আত্মবিশ্বাসী করেছে।
-
Other Options:
-
ক) Discourage:
-
Bangla Meaning: নিরুৎসাহিত করা; আত্মবিশ্বাস কমিয়ে দেওয়া; দমিয়ে দেওয়া।
-
English Meaning: To deprive of courage or confidence; to dishearten or make less determined.
-
Example: Failure should not discourage you from trying again.
-
-
খ) Intimidate:
-
Bangla Meaning: ভয় দেখানো; ভীতিপ্রদর্শন করে বাধ্য করা।
-
English Meaning: To make timid or fearful; to frighten someone into doing something.
-
Example: The gang tried to intimidate the witnesses.
-
-
ঘ) Deter:
-
Bangla Meaning: নিরুৎসাহিত করা; বাধা দেওয়া।
-
English Meaning: To discourage or prevent someone from acting, often by instilling fear or doubt.
-
Example: Strict laws deter people from committing crimes.
-
অতএব, “Daunt” (নিরুৎসাহিত করা)-এর বিপরীত অর্থ বহন করে এমন শব্দ হলো “Embolden”, যার অর্থ সাহস দেওয়া বা আত্মবিশ্বাস সঞ্চার করা।

0
Updated: 1 day ago
Choose the correct antonym for 'Oblige'-
Created: 1 month ago
A
Bind
B
Require
C
Bother
D
Censure
Oblige
- (verb transitive) নীতিগত বা আইনগতভাবে বাধ্য বা বাধিত করা:
- (বিশেষত passive) কোনোকিছু করতে বাধ্য হওয়া:
- অনুগ্রহ করা।
- কাউকে খুশি করা বা সাহায্য করা, বিশেষ করে এমন কিছু করে যা তারা আপনাকে করতে বলেছে।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Bind
- বাঁধা; বন্ধন করা; গ্রন্থ/খাতা বাঁধাই করা: ছিন্ন বস্তুর প্রান্তভাগ জুড়ে দেওয়া: কোনো কিছু পেঁচিয়ে বাঁধা।
খ) Require (verb transitive)
- দরকার পড়া/হওয়া; চাওয়া (প্রায়ই passive) (আনুষ্ঠানিক) নির্দেশিত হওয়া; আবশ্যক হওয়া।
গ) Bother (verb transitive), (verb intransitive)
- বিরক্ত করা; বিব্রত করা; জ্বালাতন করা: (ভদ্রতাপূর্ণ বাক্যে) অসুবিধা ঘটানো।
ঘ) Censure (verb transitive) (noun) [uncountable noun] ; [countable noun]
- কাউকে (কোনো কিছুর জন্য) সমালোচনা করা: তিরস্কার; আপত্তি সমালোচনা বা আপত্তিজ্ঞাপক কথা।
- Oblige- accommodate, favor.
- Bother-annoyance, worry.
- শব্দটির বাংলায় বিভিন্ন রকম অর্থ হতে পারে, যেমন বাধ্য করা, অনুগ্রহ করা ইত্যাদি।
- অপশনে প্রদত্ত শব্দগুলোর মধ্যে একমাত্র Botherশব্দটির সাথেই এর কোন অর্থগত মিল নেই।
- সুতরাং সঠিক উত্তর: Bother
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago
Antonym of 'Sententious' is:
Created: 1 month ago
A
Grandiose
B
Redundant
C
Separate
D
Sheer
ChatGPT said:

0
Updated: 1 month ago
A fantasy is-
Created: 4 months ago
A
An imaginary story
B
A funny film
C
A history
D
A real life event
• Fantasy হলো একটি কল্পিত বা অলীক কাহিনি।
• Fantasy (noun)
ইংরেজি অর্থ: অসম্ভব বা অপ্রত্যাশিত কিছু কল্পনা করার ক্ষমতা বা তা করার কার্যকলাপ।
বাংলা অর্থ: অলীক বা বাঁধনহারা কল্পনা।
সমার্থক শব্দ: imagination, creativity, fancy, invention, originality, vision
উদাহরণ বাক্য: তাঁর গবেষণা এখন কল্পনার জগতে প্রবেশ করেছে।
তথ্যসূত্র: অক্সফোর্ড অভিধান, বাংলা একাডেমি অভিধান

0
Updated: 4 months ago