A
10/3
B
5/3
C
11/3
D
12/5
উত্তরের বিবরণ
প্রশ্ন:
সমাধান:

0
Updated: 1 day ago
পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৫ বছর পর পিতার বয়স হবে পুত্রের বয়সের ৩ গুণ। পিতার বর্তমান বয়স কত?
Created: 2 weeks ago
A
৩০ বছর
B
৪০ বছর
C
৪৫ বছর
D
৬০ বছর
প্রশ্ন: পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৫ বছর পর পিতার বয়স হবে পুত্রের বয়সের ৩ গুণ। পিতার বর্তমান বয়স কত?
সমাধান:
ধরি, পুত্রের বর্তমান বয়স = ক বছর।
∴ পিতার বর্তমান বয়স = ৪ক বছর।
৫ বছর পরে,
পুত্রের বয়স = ক + ৫
পিতার বয়স = ৪ক + ৫
প্রশ্নমতে,
৪ক + ৫ = ৩(ক + ৫)
⇒ ৪ক + ৫ = ৩ক + ১৫
⇒ ৪ক - ৩ক = ১৫ - ৫
⇒ ক = ১০
∴ পিতার বর্তমান বয়স = ৪ × ১০ = ৪০ বছর

0
Updated: 2 weeks ago

Created: 1 month ago
A
3/2
B
4/5
C
9/4
D
2/3
প্রশ্ন: 
সমাধান:
xx√x = (x√x)x
= (xx)√x = (x.x1/2)x
= (x3/2)x = (xx)3/2
= (xx)√x = (xx)3/2
=√x = 3/2
= x = (3/2)2
∴ x = 9/4

0
Updated: 1 month ago
|1 - 2x| < 7 এর সমাধান নিচের কোনটি?
Created: 4 months ago
A
- 3 < x < 4
B
3 < x < 2
C
4 < x < - 3
D
- 3 < x < 7
প্রশ্ন: |1 - 2x| < 7 এর সমাধান-
সমাধান:
|1 - 2x| < 7
⇒ - 7 < 1 - 2x < 7
⇒ - 7 - 1 < 1 - 1 - 2x < 7 - 1
⇒ - 8 < - 2x < 6
⇒ - 4 < - x < 3
⇒ 4 > x > - 3
∴ - 3 < x < 4

0
Updated: 4 months ago