কবি আলাওলের জন্মস্থান কোনটি?
A
ফরিদপুরের সুরেশ্বর
B
চট্টগ্রামের জোব্রা
C
বার্মার আরাকান
D
চট্টগ্রামের পটিয়া
উত্তরের বিবরণ
আলাওল
-
আলাওল ছিলেন মধ্যযুগের বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি।
-
তিনি আনুমানিক ১৬০৭ সালে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান ছিল চট্টগ্রামের হাটহাজারির জোবরা গ্রাম এবং মতান্বরে (বর্তমানে ফরিদপুরের ফতেহাবাদ পরগনা)।
-
আলাওল ছিলেন সপ্তদশ শতকের আরাকান রাজ্যের রাজকবি এবং সেই সময়ের অন্যতম সেরা কবি।
-
তাঁর প্রথম ও সবচেয়ে বিখ্যাত মহাকাব্য হলো ‘পদ্মাবতী’, যা মাগন ঠাকুরের উৎসাহে রচিত।
আলাওলের কিছু বিখ্যাত সাহিত্যকর্ম:
-
পদ্মাবতী
-
হপ্তপয়কর
-
সিকান্দারনামা
-
তোহফা
-
সয়ফুলমুলুক বদিউজ্জামান
উৎস:
বাংলা সাহিত্যের ইতিহাস (মাহবুবুল আলম), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর), বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
আলাওল কোন শতকের কবি ছিলেন?
Created: 1 month ago
A
অষ্টাদশ
B
সপ্তদশ
C
ষোড়শ
D
পঞ্চদশ
আলাওল
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আলাওল আনুমানিক ১৬০৭ খ্রিষ্টাব্দে ফরিদপুর জেলার ফতেয়াবাদ পরগনার জালালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আরাকান রাজসভা তথা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি হিসেবে পরিচিত।
তাঁর প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য হলো ‘পদ্মাবতী’, যা তিনি মাগন ঠাকুরের উৎসাহে রচনা করেন।
সৈয়দ আলাওল রচিত বিখ্যাত সাহিত্যকর্মসমূহ—
-
পদ্মাবতী
-
হপ্তপয়কর
-
সিকান্দারনামা
-
তোহফা
-
সয়ফুলমুলুক বদিউজ্জামান ইত্যাদি

0
Updated: 1 month ago
মহাকবি আলাওল রচিত কাব্য-
Created: 4 days ago
A
চন্দ্রবতী
B
পদ্মাবতী
C
মধুমালতী
D
লাইলী মজনু
‘পদ্মাবতী’ কাব্যটি আলাওলের প্রথম ও শ্রেষ্ঠ কাব্য হিসেবে পরিচিত এবং এটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় প্রণয়কাব্য। কাব্যটি মূলত হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সির ‘পদুমাবৎ’ কাব্যের অনুবাদ।
আলাওল ১৬৫১ সালে আরাকান রাজ সাদ থদোমিন্তারের রাজত্বকালে মন্ত্রী মাগন ঠাকুরের আদেশে কাব্যটি রচনা করেন। কাব্যটি দুইটি পর্বে বিভক্ত: প্রথম পর্বে সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভ করার জন্য চিতোররাজ রত্নসেনের সফল অভিযান বর্ণিত এবং দ্বিতীয় পর্বে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি পদ্মাবতীকে লাভের জন্য ব্যর্থ সামরিক অভিযান চালানোর বিবরণ রয়েছে।
-
উল্লেখযোগ্য: মাইকেল মধুসূদন দত্তের রচিত পদ্মাবতী একটি নাটক।
-
'চন্দ্রাবতী' কাব্যের রচয়িতা কোরেশী মাগন ঠাকুর।
-
মুহম্মদ কবীর ১৫৮৮ সালে ‘মধুমালতী’ নামে রোমান্টিক প্রণয়কাব্য রচনা করেছেন।
-
'লাইলী-মজনু' কাব্যের রচয়িতা দৌলত উজির বাহরাম খাঁ।
আলাওল:
-
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি।
-
'পদ্মাবতী' তার প্রথম ও শ্রেষ্ঠ কাব্য।
-
এটি মূলত মালিক মুহাম্মদ জায়সীর 'পদুমাবত' কাব্যের অনুবাদ।
আলাওলের অন্যান্য বিখ্যাত গ্রন্থ:
-
পদ্মাবতী
-
তোহফা
-
সপ্তপয়কার
-
সিকান্দারনামা
-
সয়ফুল্মুলুক বদিউজ্জামাল
-
সতীময়না
-
রাগতালনামা

0
Updated: 4 days ago
আলাওলের 'পদ্মাবতী' কাব্যে কয়টি পর্ব রয়েছে?
Created: 1 week ago
A
এক
B
দুই
C
তিন
D
চার
পদ্মাবতী (কাব্য)
সাধারণ তথ্য:
রচয়িতা: আলাওল
প্রকাশকালে রচনা: ১৬৫১, আরাকান রাজ, মন্ত্রী মাগন ঠাকুর-এর আদেশে
ধরন: মধ্যযুগীয় বাংলা সাহিত্যের জনপ্রিয় প্রণয়কাব্য
উৎসকাব্য: হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সীর ‘পদুমাবৎ/পদুমাবত’
কাব্যের কাঠামো:
দুইটি পর্ব:
প্রথম পর্ব: সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভের জন্য চিতোররাজ রত্নসেনের সফল অভিযান
দ্বিতীয় পর্ব: রানি পদ্মাবতীকে লাভের জন্য দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির ব্যর্থ সামরিক অভিযান
আলাওল (কবি)
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি
বিখ্যাত গ্রন্থসমূহ:
পদ্মাবতী
তোহফা
সপ্তপয়কার
সিকান্দারনামা
উল্লেখযোগ্য তথ্য:
আধুনিক যুগের মাইকেল মধুসূদন দত্ত ১৮৬০ সালে পদ্মাবতী নাটক রচনা করেন
নাটকটি গ্রিক পুরাণের ‘অ্যাপেল অব ডিসকর্ড’ গল্প অবলম্বনে রচিত
উৎস:
লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago