বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?
A
প্রভু যিশুর বাণী
B
কৃপার শাস্ত্রের অর্থভেদ
C
ফুলমণি ও করুণার বিবরণ
D
মিশনারি জীবন
উত্তরের বিবরণ
• ‘কৃপার শাস্ত্রের অর্থ ভেদ’ গ্রন্থ
রোমান ক্যাথলিক ধর্মযাজক মানোএল দা আসসুম্পসাঁও ১৭৩৪ সালে ‘কৃপার শাস্ত্রের অর্থ ভেদ’ নামের একটি গ্রন্থ লেখেন এবং ১৭৪৩ সালে এটি পর্তুগালের লিসবনে রোমান হরফে মুদ্রিত হয়। এই গ্রন্থটিকে বাংলা গদ্যের প্রাথমিক রূপ হিসেবে ধরা হয়।
এই বইটি লেখা হয়েছিল ঢাকার ভাওয়াল এলাকার ‘নাগরী’ নামক স্থানে। এতে এক দিকে বাংলা ভাষায় এবং অন্য দিকে পর্তুগিজ ভাষায় গুরু ও শিষ্যের কথোপকথনের মাধ্যমে খ্রিস্টধর্ম ও খ্রিস্টানদের আচার-অনুষ্ঠান বোঝানো হয়েছে।
• মনোএল দা আসসুম্পসাঁও
তিনি একজন পর্তুগিজ খ্রিস্টান যাজক ছিলেন। বাংলা ভাষার ব্যাকরণ রচনায় তিনিই প্রথম উদ্যোগ নেন।
১৭৪৩ সালে তিনি দুটি বাংলা বই লেখেন ও মুদ্রণ করেন। বই দুটি হলো:
-
কৃপার শাস্ত্রের অর্থ ভেদ
-
ভোকাবুলিরও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ (যার অর্থ: বাংলা ও পর্তুগিজ ভাষার শব্দকোষ ও বাক্যপ্রয়োগ)
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)
-
বাংলাপিডিয়া
-
বাংলা সাহিত্যের ইতিহাস (মাহবুবুল আলম)

0
Updated: 1 month ago
সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
Created: 2 weeks ago
A
রহু চণ্ডালের হাড়
B
কৈবর্ত খণ্ড
C
ফুল বউ
D
অলীক মানুষ
“অলীক মানুষ” উপন্যাস
-
লেখক: সৈয়দ মুস্তাফা সিরাজ
-
পটভূমি: উনিশ–বিশ শতকের সময়ের একটি মুসলিম পীর পরিবারের জীবন
-
বিষয়বস্তু: উপন্যাসে বাস্তব ও অলৌকিক ঘটনার মিশ্রণ দেখা যায়। এটি বাঙালি হিন্দু-মুসলিম জীবনের অজানা দিকগুলোও তুলে ধরেছে।
-
রচনাশৈলী: কোলাজ পদ্ধতিতে লেখা; বিভিন্ন ঘটনা, মিথ, কিংবদন্তী, ব্যক্তিগত ডায়েরি এবং সংবাদপত্রের কাটিং সংযোজিত।
-
প্রাপ্ত পুরস্কার:
-
ভুয়ালকা পুরস্কার, ১৯৯০
-
বঙ্কিম স্মৃতি পুরস্কার, ১৯৯৪
-
সাহিত্য অকাদেমি পুরস্কার, ১৯৯৪
-
সুরমা চৌধুরী মেমোরিয়াল আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার, ২০০৮
-
উৎস: “অলীক মানুষ” উপন্যাস

0
Updated: 2 weeks ago
'আনোয়ারা' গ্রন্থটি কার রচনা?
Created: 4 weeks ago
A
কাজী এমদাদুল হক
B
মীর মশাররফ হোসেন
C
মোহাম্মদ নজিবর রহমান
D
ইসমাইল হোসেন সিরাজী
‘আনোয়ারা’ উপন্যাস
-
লেখক: মোহাম্মদ নজিবর রহমান
-
প্রকাশ: প্রথম প্রকাশ ১৯১৪ সালের ১৫ জুলাই, কলকাতা (১৩২১ বঙ্গাব্দে)
-
ধরন: সামাজিক উপন্যাস
-
প্রধান থিম: ধর্ম ও সত্যের জয়, অধর্মের পরাজয়, আনোয়ারার স্বামীনিষ্ঠা।
-
মূল বক্তব্য: “সতীর সর্বস্ব পতি, সতী শুধু পতিময়, বিধাতার প্রেমরাজ্যে সতত সতীর জয়।” উপন্যাসে নারীর ইচ্ছার পৃথক কোনো মূল্য নেই।
উল্লেখযোগ্য চরিত্র:
-
আনোয়ারা
-
নুরুল এসলাম
-
খাদেম
-
আজিমুল্লাহ
-
গোলাপজান
মোহাম্মদ নজিবর রহমান
-
পেশা: মূলত ঔপন্যাসিক
-
জন্ম ও মৃত্যু: ১৮ অক্টোবর ১৯২৩ সালে রায়গঞ্জের হাটি কুমরুল গ্রামে মৃত্যু।
-
সাহিত্য জীবন: ইসমাইল হোসেন সিরাজীর অনুপ্রেরণায় সাহিত্যকর্মে ব্রত।
-
সাফল্য: প্রথম সামাজিক উপন্যাস আনোয়ারা লিখে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
-
বিশেষতা: গ্রামীণ মুসলিম পরিবারের জীবনচিত্র উপন্যাসে বাস্তবভাবে উপস্থাপন।
-
উপাধি: সাহিত্যে অবদানের জন্য ‘সাহিত্যরত্ন’।
অন্যান্য উপন্যাস:
-
চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমনি
-
পরিণাম
-
গরীবের মেয়ে
-
দুনিয়া আর চাই না
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 4 weeks ago
’রূপজালাল’ গ্রন্থটির রচয়িতা কে?
Created: 4 weeks ago
A
সেলিনা হোসেন
B
নওয়াব ফয়জুন্নেসা
C
সুফিয়া কামাল
D
জাহানারা ইমাম
নওয়াব ফয়জুন্নেসা
-
তিনি একজন জমিদার, নারীশিক্ষার প্রবর্তক, সমাজসেবক ও কবি।
-
কুমিল্লা জেলার লাকসাম উপজেলাধীন পশ্চিমগাঁও গ্রামে এক জমিদার বংশে তিনি জন্মগ্রহণ করেন।
-
পিতা: আহমদ আলী চৌধুরি, হোমনাবাদ-পশ্চিমগাঁও-এর জমিদার।
-
পারিবারিক পরিবেশে গৃহশিক্ষকের তত্ত্বাবধানে বাড়িতেই তিনি শিক্ষালাভ করেন।
-
মুসলমানদের কঠিন পর্দাপ্রথার মধ্যেও ফয়জুন্নেসা আরবি, ফারসি ও উর্দুর পাশাপাশি বাংলা ও সংস্কৃত ভাষা ও ব্যুৎপত্তি অর্জন করেন।
-
রূপজালাল (১৮৭৬) গ্রন্থটি গদ্যে-পদ্যে রচিত, রূপকের আশ্রয়ে একটি আত্মজীবনীমূলক রচনা।
-
এতে তাঁর বিড়ম্বিত দাম্পত্য জীবনের করুণ কাহিনি স্থান পেয়েছে।
-
এছাড়া সঙ্গীতসার ও সঙ্গীতলহরী নামে তাঁর দু’খানি কাব্য রচনা রয়েছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 4 weeks ago