Who wrote "The Canterbury Tales"?
A
John Milton
B
William Wordsworth
C
Geoffrey Chaucer
D
Samuel Taylor Coleridge
উত্তরের বিবরণ
The Canterbury Tales হলো Geoffrey Chaucer-এর রচিত এক বিখ্যাত সাহিত্যকর্ম, যা ইংরেজি সাহিত্যের ইতিহাসে একটি যুগান্তকারী সৃষ্টি হিসেবে বিবেচিত। এটি একটি frame story, অর্থাৎ—একটি মূল গল্পের ভেতরে বহু গল্পের সংকলন।
গল্পের সূচনা হয় লন্ডনের Tabard Inn-এ, যেখানে ৩০ জন তীর্থযাত্রী একত্রিত হন। তারা একসঙ্গে রওনা দেন Canterbury শহরের St. Thomas Becket-এর মাজারে তীর্থযাত্রার উদ্দেশ্যে। যাত্রাপথে তারা ঠিক করেন যে, প্রত্যেকে চারটি করে গল্প বলবে—দুটি যাওয়ার পথে এবং দুটি ফেরার পথে। এই গল্প বলার প্রতিযোগিতার আয়োজক ছিলেন Harry Bailly, যিনি সরাইখানার মালিক।
তবে বাস্তবে Chaucer কেবল ২৪টি গল্পই সম্পূর্ণ করতে পেরেছিলেন, এবং বাকি গল্পগুলো অসম্পূর্ণ থেকে যায়। গল্পগুলোতে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের জীবন, চরিত্র, হাস্যরস, নৈতিকতা ও মানব প্রকৃতির বাস্তব চিত্র প্রকাশ পেয়েছে।
Geoffrey Chaucer:
-
জন্ম: ১৩৪২/৪৩ খ্রিষ্টাব্দে, মৃত্যু: ২৫ অক্টোবর ১৪০০, লন্ডনে।
-
তিনি ছিলেন একজন ইংরেজ কবি, লেখক, নাগরিক কর্মকর্তা, কূটনীতিবিদ ও সরকারি সচিব।
-
Chaucer-কে বলা হয় “Father of English Literature”।
-
তিনি Middle English-কে সাহিত্য ভাষা হিসেবে প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে ইংরেজি সাহিত্যের মূল ভিত্তি হয়ে ওঠে।
-
তিনি প্রথম iambic pentameter ও rhyme royal-এর মতো ছন্দ ব্যবহার করে কবিতার আধুনিক কাঠামো নির্মাণ করেন।
Famous Works of Geoffrey Chaucer:
-
The Canterbury Tales
-
The Book of the Duchess
-
The House of Fame
-
Troilus and Criseyde
-
Parlement of Foules
-
The Legend of Good Women

0
Updated: 1 day ago
What’s the adjectival form of "Economy"?
Created: 2 weeks ago
A
Economic
B
Economics
C
Economize
D
Economically
Economy শব্দের adjective রূপ হলো Economic।
-
Economic (Adjective)
-
English meaning: [Only before noun] Connected with the trade, industry, and development of wealth of a country, an area, or a society.
-
Bangla meaning: অর্থনীতি সম্পর্কিত।
-
-
অপশন বিশ্লেষণ:
-
Economics (Noun) – অর্থবিদ্যা
-
Economize (Verb) – ব্যয় সংকোচ করা
-
Economic (Adjective) – অর্থনীতি সম্পর্কিত
-
Economically (Adverb) – অর্থনৈতিকভাবে / অর্থনীতির দিক থেকে
-

0
Updated: 1 week ago
The manager made the employees _______ (work) late last night.
Created: 1 month ago
A
work
B
working
C
to working
D
to be worked
Causative Verb
সংজ্ঞা:
যখন subject নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, তখন Causative Verb ব্যবহার করা হয়।
সাধারণ Causative Verbs:
-
Have, Get, Help, Let, Make ইত্যাদি।
Make ব্যবহার
-
Make + ব্যক্তি/বস্তু + verb-এর base form
-
অর্থ: কাউকে কোনো কাজ করতে বাধ্য করা, Have বা Get-এর চেয়ে বেশি জোর/নির্দেশ প্রদান।
উদাহরণ:
-
The manager made the employees work late last night. ✅
-
She makes her kids brush their teeth before bed.
-
My boss makes me stay late at work sometimes.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain

0
Updated: 1 month ago
"A little learning is a dangerous thing."
Who quoted this?
Created: 4 weeks ago
A
Thomas Gray
B
Francis Bacon
C
John Milton
D
Alexander Pope
Alexander Pope – “A little learning is a dangerous thing”
-
Quote:
-
“A little learning is a dangerous thing.”
-
উক্তিটি Alexander Pope-এর An Essay on Criticism থেকে নেওয়া।
-
-
An Essay on Criticism:
-
এটি একটি didactic (শিক্ষামূলক) কবিতা।
-
লেখা হয়েছে heroic couplets (দ্বিপদী ছন্দে)।
-
কবিতার মূল প্রেরণা এসেছে Horace-এর Ars Poetica থেকে।
-
কবিতার মাধ্যমে Pope সাহিত্যের সমালোচনা এবং শৃঙ্খলাপূর্ণ লেখা নিয়ে শিক্ষামূলক উপদেশ দিয়েছেন।
-
-
Alexander Pope (1688–1744):
-
ইংরেজি Augustan Age-এর সর্বাধিক প্রভাবশালী কবি।
-
Mock Heroic Poet হিসেবেও পরিচিত।
-
Pope-এর কবিতা জটিল বিষয়বস্তু এবং সুরুচিপূর্ণ ভাষার জন্য বিখ্যাত।
-
-
Famous Quotes:
-
“A little learning is a dangerous thing.”
-
“To err is human, to forgive, divine.”
-
“Fools rush in where angels fear to tread.”
-
“Blessed is the man who expects nothing, for he shall never be disappointed.”
-
“Hope springs eternal in the human breast.”
-
“The proper study of mankind is man.”
-
-
Notable Works:
-
An Essay on Criticism
-
The Rape of the Lock
-
The Dunciad
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
Windsor-Forest
-

0
Updated: 4 weeks ago