Which of the following is the swan song of William Shakespeare?
A
As You Like It
B
Hamlet
C
The Tempest
D
Julius Caesar
উত্তরের বিবরণ
The Tempest হলো William Shakespeare-এর সর্বশেষ একক রচনা, যাকে প্রায়ই তাঁর “swan song” বা শেষ সৃষ্টিশীল বিদায়বার্তা হিসেবে বিবেচনা করা হয়। অনেক সাহিত্য সমালোচক মনে করেন, Shakespeare এই নাটকের মাধ্যমে থিয়েটার জগত থেকে তাঁর বিদায় ও আত্মসমর্পণের প্রতীকী অভিব্যক্তি প্রকাশ করেছেন। নাটকটির মূল সুরে বিদায়, ক্ষমা, পুনর্মিলন ও মানবতার জাগরণ ফুটে উঠেছে।
The Tempest একটি পাঁচ অঙ্কের নাটক, যা প্রথম লেখা ও অভিনীত হয় ১৬১১ সালের দিকে, এবং পরবর্তীতে ১৬২৩ সালের First Folio-তে প্রকাশিত হয়। এতে জাদু, প্রেম, বিশ্বাসঘাতকতা, ন্যায়বিচার ও পুনর্মিলনের বিষয়গুলো শিল্পিতভাবে প্রকাশ পেয়েছে।
Main Characters:
-
Prospero – Milan-এর Duke; নাটকের কেন্দ্রীয় চরিত্র।
-
Miranda – Prospero-র কন্যা ও নাটকের নায়িকা।
-
Ariel – অতিপ্রাকৃত সত্তা; শুভ চরিত্র।
-
Caliban – অতিপ্রাকৃত সত্তা; অসৎ বা দুষ্ট প্রকৃতির।
-
Antonio – Prospero-র ভাই ও নাটকের খলনায়ক।
-
Ferdinand – নায়ক; Miranda-র প্রেমিক।
-
Gonzalo – একজন বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ উপদেষ্টা।
Famous Quotes from The Tempest:
-
“Misery acquaints a man with strange bed-fellows.”
-
“What's past is prologue.”
-
“How beauteous mankind is! O brave new world,
That has such people in’t!” -
“We are such stuff
As dreams are made on, and our little life
Is rounded with a sleep.”
William Shakespeare (1564–1616):
-
তিনি একজন কবি, নাট্যকার ও অভিনেতা; ইংল্যান্ডের “জাতীয় কবি” এবং বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পরিচিত।
-
তাঁর রচনায় মানবজীবনের আবেগ, সংঘাত, প্রেম, বিশ্বাসঘাতকতা, ক্ষমতা ও মানবিক দুর্বলতা অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটে উঠেছে।
-
Shakespeare ছিলেন তীক্ষ্ণ বুদ্ধি, কাব্যিক কল্পনা ও দূরদর্শী দৃষ্টিভঙ্গির অধিকারী, যা তাঁর নাটককে যুগান্তকারী করে তুলেছে।
-
তাঁর ভাষা, রূপক ও চিত্রকল্প এমনভাবে গঠিত যে পাঠক ও দর্শক সহজেই আবেগে সম্পৃক্ত হন।
-
তাঁর সৃষ্ট চরিত্রগুলো মঞ্চে জীবন্ত হয়ে ওঠে, যা মানুষকে ভাবায়, সহানুভূতি জাগায় ও অংশগ্রহণে উদ্বুদ্ধ করে।
Notable Works of William Shakespeare:
-
A Midsummer Night’s Dream
-
All’s Well That Ends Well
-
Antony and Cleopatra
-
As You Like It
-
Hamlet
-
Henry IV, Part 1 & 2
-
Henry V
-
Henry VI, Part 1–3
-
Julius Caesar
-
King John
-
King Lear
-
Love’s Labour’s Lost

0
Updated: 1 day ago
What does a geologist study?
Created: 1 month ago
A
The Earth
B
The Stars
C
The Oceans
D
The Weather
English
English Grammar
English Literature
Jurisprudence was the first of the social sciences to be born-Wurzel
Explanation:
-
A geologist studies the Earth, its structure, composition, and processes.
-
The primary object of a geologist’s study is the Earth.
Example Sentences:
-
The geologist found fossils while digging in the soil.
-
Geologists use special tools to examine the Earth's layers.
Sources:
-
Oxford Learner's Dictionaries
-
Accessible Dictionary

0
Updated: 1 month ago
Which is the most important part of a letter?
Created: 1 month ago
A
The address of the receiver
B
Body of the Letter
C
Heading
D
The signature of the writer
Parts of a Letter
-
Heading (শিরোনাম)
-
লেখকের পূর্ণ ঠিকানা ও তারিখ চিঠির ডানদিকে, উপরের অংশে লেখা হয়।
-
-
Salutation (সম্ভাষণ/সম্বোধন)
-
যে ব্যক্তিকে চিঠি লেখা হচ্ছে তাকে সম্বোধন করে লেখা হয়।
-
অবস্থান: বামদিকে, Heading থেকে নিচে, Capital Letter দিয়ে শুরু, শেষে কমা।
-
উদাহরণ:
-
আত্মীয়: My dear Father,
-
বন্ধু: My dear Karim,
-
অপরিচিত: Sir, Madam,
-
ব্যবসায়ী/সরকারি: Dear Sir, Gentlemen,
-
-
-
Subject (চিঠির মূল বিষয়)
-
সম্ভাষণের নিচে, সাধারণত মার্জিনে সংক্ষেপে মূল বক্তব্য উল্লেখ করতে হয়।
-
-
Body of the Letter (মূল অংশ)
-
চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
-
বিস্তারিত বক্তব্য থাকে; একটি বা একাধিক Paragraph-এ লেখা হয়।
-
প্রতিটি Paragraph Capital Letter দিয়ে শুরু হয়।
-
সম্ভাষণের নিচে সামান্য ডানদিকে সরিয়ে শুরু করতে হয়।
-
-
Subscription (বিদায় বক্তব্য)
-
মূল চিঠি শেষ হওয়ার পরে, শেষ লাইনের ঠিক নিচে এবং ডানদিকে লেখকের দস্তখতের উপরে লেখা হয়।
-
উদাহরণ:
-
আত্মীয়: Your affectionate son,
-
বন্ধু: Yours sincerely,
-
অপরিচিত: Yours truly, Yours faithfully,
-
শিক্ষক: Your most obedient pupil,
-
-
-
Signature (দস্তখত/স্বাক্ষর)
-
Subscription-এর নিচে, ডানদিকে লেখকের স্বাক্ষর করা হয়।
-
-
Superscription (প্রাপকের ঠিকানা)
-
প্রাপকের পূর্ণ নাম, উপাধি এবং ঠিকানা লেখা হয়।
-
Source: BBS Program, Bangladesh Open University

0
Updated: 1 month ago
“Fortuitous” is best replaced by:
Created: 1 week ago
A
Serendipitous
B
Premeditated
C
Unlucky
D
Planned
The closest in meaning to 'Fortuitous' is – Serendipitous।
-
Fortuitous (adjective)
-
English Meaning: happening by chance, often in a lucky or beneficial way
-
Bangla Meaning: আকস্মিক; সৌভাগ্যজনক
-
-
Option Analysis:
-
Serendipitous: সৌভাগ্যজনক; আকস্মিকভাবে শুভ ফলপ্রসূ
-
Premeditated: পূর্বপরিকল্পিত; আগেভাগে চিন্তা করা
-
Unlucky: দুর্ভাগ্যপূর্ণ; অমঙ্গলজনক
-
Planned: পরিকল্পিত; সুশৃঙ্খলভাবে সাজানো
-

0
Updated: 1 week ago