"Every Man in His Humour" is written by:
A
Edmund Spenser
B
Francis Bacon
C
Ben Jonson
D
Thomas Kyd
উত্তরের বিবরণ
Every Man in His Humour হলো Ben Jonson রচিত একটি বিখ্যাত comic drama। এটি Jacobean Period-এর অন্যতম গুরুত্বপূর্ণ নাটক এবং Jonson-এর সাহিত্যিক খ্যাতির সূচনা ঘটায়। নাটকটি প্রথম মঞ্চস্থ হয় ১৫৯৮ সালে, Lord Chamberlain’s Men নামের নাট্যদলের মাধ্যমে (যে দলে William Shakespeare-ও অভিনেতা ছিলেন)। পরবর্তীতে নাটকটি ১৬১৬ সালে সংশোধিত সংস্করণে প্রকাশিত হয়।
নাটকটির মূল কাঠামো গঠিত পাঁচ অঙ্কে (five acts)। এর চরিত্রগুলো গঠিত হয়েছে medieval physiology-এর four humours ধারণার ওপর ভিত্তি করে—যেমন, মানুষের শরীরের চার ধরনের তরল বা রস (blood, phlegm, yellow bile, black bile) ব্যক্তিত্ব ও মেজাজ নির্ধারণ করে বলে মধ্যযুগীয় বিশ্বাস ছিল। নাটকের প্রতিটি চরিত্র একেকটি নির্দিষ্ট “humour”-এর প্রভাবাধীন, যার ফলে তারা অপরিবর্তনীয় স্বভাবের অধিকারী এবং অন্যদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে অনীহা প্রকাশ করে।
Ben Jonson:
-
তিনি ছিলেন একজন বিশিষ্ট English Stuart dramatist, lyric poet, এবং literary critic।
-
সাহিত্য ইতিহাসে তিনি পরিচিত “Father of Comedy of Humours” নামে।
-
William Shakespeare-এর পর তিনিই ইংরেজি নাট্য সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে স্বীকৃত।
তার শ্রেষ্ঠ নাটকসমূহ:
-
Every Man in His Humour (1598)
-
Volpone (1605)
-
Epicoene; or, The Silent Woman (1609)
-
The Alchemist (1610)
-
Bartholomew Fair (1614)

0
Updated: 1 day ago
Guy de Maupassant is an author from -
Created: 3 weeks ago
A
France
B
Germany
C
America
D
Scotland
Guy de Maupassant ছিলেন একজন ফরাসি সাহিত্যিক, যিনি মূলত ছোটগল্প (short story) রচনার জন্য খ্যাত। তার সাহিত্যকর্ম ফরাসি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য।
-
জন্ম ও মৃত্যু: জন্ম 5 আগস্ট 1850; মৃত্যু 6 জুলাই 1893।
-
তিনি একজন French naturalist writer, যিনি ছোটগল্প ও উপন্যাস রচনার জন্য প্রসিদ্ধ এবং সাধারণভাবে সর্বশ্রেষ্ঠ ফরাসি ছোটগল্প লেখক হিসেবে বিবেচিত।
উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
-
A Woman’s Life
-
Bel-Ami
-
Boule de Suif
-
L’Inutile Beauté
-
La Maison Tellier
-
Le Rosier de Madame Husson
-
Mont-Oriol
-
Notre coeur
-
Pierre et Jean
-
The Horla
-
Toine
উৎস:

0
Updated: 3 weeks ago
The famous quote "If winter comes, can spring be far behind?" belongs to which poem?
Created: 2 weeks ago
A
Ode to the West Wind
B
The Prelude
C
Prometheus Unbound
D
To Autumn
‘Ode to the West Wind’ একটি বিখ্যাত কবিতা, যা Percy Bysshe Shelley রচিত। কবিতায় পশ্চিম বাতাসকে destroyer এবং preserver উভয় হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এটি ২৫ অক্টোবর ১৮১৯ সালে Cascine Wood, Florence, Italy-তে লেখা হয় এবং ১৮২০ সালে প্রকাশিত হয়। কবিতার ভাষা আবেগপ্রবণ এবং এতে প্রতীকী চিত্রকল্পের উৎকৃষ্ট উদাহরণ পাওয়া যায়। বিখ্যাত লাইন "If winter comes, can spring be far behind?" কবিতার শেষ অংশে ব্যবহৃত হয়েছে এবং এটি Metaphor-এর উদাহরণ।
-
Poet: Percy Bysshe Shelley (1792–1822), Romantic Period-এর একজন প্রধান ইংরেজ কবি।
-
Notable Works:
-
A Defence of Poetry (essay)
-
A Philosophical View of Reform (book)
-
Adonais (poem)
-
Alastor; or The Spirit of Solitude (poem)
-
The Necessity of Atheism (essay)
-
Prometheus Unbound (play)
-
The Cenci (tragedy play)
-
Ode to the West Wind (poem)
-

0
Updated: 2 weeks ago
He studies _____ French and wants to visit ______ France someday.
Created: 1 month ago
A
the, the
B
no article, the
C
no article, no article
D
the, no article
Article (নিবন্ধক)
সংজ্ঞা:
-
Article হলো শব্দ যা Noun বা Pronoun-এর আগে বসে তাদের সংখ্যা, নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করে।
প্রধান দুই ধরণ:
-
Indefinite Articles:
A
,An
-
Definite Article:
The
নিয়মাবলী:
-
ভাষার নামের আগে Article ব্যবহার হয় না।
-
উদাহরণ:
French
→ No article
-
-
দেশের নাম সাধারণত নির্দিষ্ট proper noun, তাই এর আগে Article লাগে না।
-
উদাহরণ:
France
→ No article
-
-
জাতির নামের আগে সাধারণত
the
ব্যবহার হয়।
উদাহরণপূর্ণ বাক্য:
He studies French and wants to visit France someday.
তথ্যসূত্র: Advanced Learner's Communicative English Grammar & Composition – Chowdhury & Hossain

0
Updated: 1 month ago