The Renaissance period was-
A
1066 - 1500
B
1660 - 1785
C
1798 - 1832
D
1500 - 1660
উত্তরের বিবরণ
The period from 1500 to 1660 in English literature is known as the Renaissance Period. This era marks the revival of classical learning, humanism, and artistic expression influenced by Greek and Roman ideals. It is often regarded as the age of literary brilliance, featuring writers like William Shakespeare, Edmund Spenser, Sir Philip Sidney, and Christopher Marlowe.
The major periods or ages of English literature are as follows:
-
450 – 1066: The Old English Period (Anglo-Saxon Age)
-
1066 – 1500: The Middle English Period
-
1500 – 1660: The Renaissance Period
-
1660 – 1785: The Neoclassical Period
-
1798 – 1832: The Romantic Period
-
1832 – 1901: The Victorian Period
-
1901 – 1939: The Modern Period
-
1939 – Till now: The Postmodern Period

0
Updated: 1 day ago
In the sentence, “During the famine, villagers began to hoard food supplies,” the word hoard most nearly implies:
Created: 2 weeks ago
A
Donate generously
B
Guard resources openly
C
Store selfishly or secretly
D
Celebrate abundance
• Word: Hoard
-
Meaning: Store selfishly or secretly.
Details:
-
Part of Speech: Noun, Verb
-
English Meaning: A collection of money, food, or valuable objects, especially kept in a secret place so others will not find or steal it.
-
Bangla Meaning: সযত্নে সঞ্চিত ও রক্ষিত অর্থ; খাদ্য বা অন্য মূল্যবান সম্পদ; সঞ্চিত ভাণ্ডার।
Example Sentences:
-
The squirrel had a hoard of nuts hidden under the tree roots.
-
During the crisis, some people began to hoard essentials like toilet paper and canned food.
-
They discovered a hoard of ancient gold coins buried in the field.

0
Updated: 1 week ago
What type of play is Arms and the Man?
Created: 2 weeks ago
A
Tragedy
B
Historical Drama
C
Romantic Comedy
D
None of above
Arms and the Man হলো জর্জ বার্নার্ড শ (George Bernard Shaw) রচিত একটি জনপ্রিয় romantic comedy নাটক। এটি প্রথম মঞ্চস্থ হয় ১৮৯৪ সালে এবং প্রকাশিত হয় ১৮৯৮ সালে। নাটকটির প্রেক্ষাপট হলো Bulgaria-এর Petkoff পরিবার। গল্পের কেন্দ্রবিন্দুতে একজন সৈনিক এবং একজন উচ্চশ্রেণীর মহিলা রয়েছে, যেখানে যুদ্ধ ও প্রেমের জটিলতা কৌতুকপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে। নাটকটি যুদ্ধের গৌরব বনাম বাস্তবতার বৈপরীত্য ফুটিয়ে তোলে এবং Shaw-এর নাট্যকর্মের একটি উল্লেখযোগ্য উদাহরণ।
প্রধান চরিত্রসমূহ:
-
Captain Bluntschli
-
Raina Petkoff
-
Major Sergius Saranoff
-
Major Petkoff
-
Catherine Petkoff
George Bernard Shaw (1856–1950)
-
পূর্ণ নাম: George Bernard Shaw
-
Irish নাট্যকার ও সাহিত্য সমালোচক, Modern period-এর অন্যতম প্রধান নাট্যকার
-
১৯২৫ সালে Nobel Prize in Literature লাভ করেন
-
Fabian Society-এর সক্রিয় সদস্য
-
উপাধি: The greatest modern English dramatist, Father of modern English literature
G.B. Shaw-এর প্রসিদ্ধ নাটকসমূহ:
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House (Comedy play)
-
Caesar and Cleopatra (Play/Tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama/play, Epilogue)
-
St. Joan of Arc
উৎস:

0
Updated: 2 weeks ago
The 'Poet Laureate' is -
Created: 1 month ago
A
A classical poet
B
The best poet of the country
C
A winner of the Nobel Prize in poetry
D
The Court Poet of England
সঠিক উত্তর: ঘ) the Court Poet of England.
• Poet Laureate:
- This title first granted in England in the 17th century for poetic excellence.
- যিনি এই উপাধি লাভ করেন, তিনি ব্রিটিশ রাজপরিবারের একজন বেতনভুক্ত সদস্য হন, যদিও বর্তমানে তাঁর নির্দিষ্ট কোনো কবিতা-সংক্রান্ত দায়িত্ব নেই।
- "Poet Laureate" হচ্ছেন একটি দেশের সরকার-নিযুক্ত সরকারি কবি। ব্রিটেনে, যিনি এই উপাধি পান, তিনি বাকি জীবনের জন্য সরকারের পক্ষ থেকে সম্মানসূচক বেতন পান।
- ব্রিটেনে Poet Laureate পদটি ধারাবাহিকতার দিক থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর সূচনা হয় ১৬১৬ সালে, যখন King James I, Ben Jonson কে একটি পেনশন প্রদান করেন।
• যুক্তরাষ্ট্রে ১৯৩৬ সালে এ ধরনের একটি পদ সৃষ্টি করা হয়, এবং বিশ্বের অনেক দেশেই একজন "Poet Laureate" বা জাতীয় কবির সমপর্যায়ের পদে কাউকে নিযুক্ত করা হয়।

0
Updated: 1 month ago