মুসলমান নারী জাগরণের কবি-
A
ফজিলাতুন্নেছা
B
ফয়জুন্নেছা
C
বেগম রোকেয়া
D
শামসুন্নাহার
উত্তরের বিবরণ
বিতর্কিত প্রশ্ন
-
বেগম রোকেয়া কে বলা হয় মুসলিম নারী জাগরণের অগ্রদূত।
-
আর নারী জাগরণের কবি হিসেবে পরিচিত শামসুন্নাহার মাহমুদ।
কারণ, বেগম রোকেয়ার কোনো কবিতার বই নেই, তাই তাকে কবি বলা যায় না।
শামসুন্নাহার মাহমুদ
শামসুন্নাহার মাহমুদ (১৯০৮–১৯৬৪) ছিলেন একজন শিক্ষাবিদ, লেখক ও নারী আন্দোলনের কর্মী।
-
তিনি ডায়েসিমন কলেজ থেকে আইএ (১৯২৮), পরে প্রাইভেটে বিএ (১৯৩২) ও এমএ (১৯৪২) পাস করেন।
-
বিএ পাশ করার পর বেগম রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল হাইস্কুল থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
-
এরপর তিনি বেগম রোকেয়ার নারীশিক্ষা ও নারীমুক্তি আন্দোলনে অংশ নেন।
-
তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয় ‘আঙ্গুর’ নামে কিশোরদের একটি পত্রিকায়।
-
আই.এ পড়ার সময় তিনি নওরোজ ও আত্মশক্তি পত্রিকার মহিলা বিভাগ সম্পাদনা করতেন।
-
১৯৩৩ সালে কলকাতা থেকে প্রকাশিত বুলবুল পত্রিকাটি তিনি ও হবীবুল্লাহ বাহার যৌথভাবে সম্পাদনা করেন।
-
তার লেখায় সমাজ ও সংস্কৃতির প্রতি ভালোবাসা প্রকাশ পায়।
-
কবি কাজী নজরুল ইসলাম তাঁর কাব্যগ্রন্থ ‘সিন্ধু-হিন্দোল’ শামসুন্নাহার ও তার বোনকে উৎসর্গ করেন।
-
নারী শিক্ষা ও সমাজসেবায় অবদানের জন্য তাকে ১৯৮১ সালে মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কার এবং ১৯৯৬ সালে বেগম রোকেয়া পদক দেওয়া হয়।
তার উল্লেখযোগ্য বইগুলো হলো:
-
পুণ্যময়ী
-
ফুলবাগিচা
-
বেগম মহল
-
রোকেয়া জীবনী
-
শিশুর শিক্ষা
-
আমার দেখা তুরস্ক
-
নজরুলকে যেমন দেখেছি
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
চারণকবি হিসেবে বিখ্যাত কে?
Created: 1 week ago
A
আলাওল
B
চন্দ্রাবতী
C
মুকুন্দদাস
D
মুক্তারাম চক্রবর্তী
মুকুন্দদাস – ‘চারণকবি’
-
মুকুন্দদাসের জন্ম ঢাকার বিক্রমপুরে। তার পিতৃদত্ত নাম ছিল যজ্ঞেশ্বর।
-
তিনি রামানন্দ নামে এক সাধকের কাছে দীক্ষা গ্রহণের পর মুকুন্দদাস নামে পরিচিত হন।
-
১৯২২ সালের অসহযোগ আন্দোলন এবং ১৯৩০ সালের আইন অমান্য আন্দোলন–এ তিনি স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ গান ও যাত্রাপালা লিখে ও পরিবেশন করেন, যা সাধারণ মানুষকে জাগ্রত করে।
-
রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম তাঁকে ‘চারণকবি’ উপাধিতে ভূষিত করেছেন।
-
তাঁর উল্লেখযোগ্য রচনাসমূহের মধ্যে রয়েছে: সাধনসঙ্গীত, পল্লীসেবা, ব্রহ্মচারিণী, পথ, সাথী, সমাজ, কর্মক্ষেত্র।
-
মুকুন্দদাস সারাজীবনে সাতশো মেডেল ও অসংখ্য পুরস্কার লাভ করেন, তবে আজও তিনি মূলত ‘চারণকবি’ হিসেবেই স্মরণীয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কি?
Created: 1 month ago
A
বিজয়গুপ্ত
B
ভারতচন্দ্র রায়গুণাকর
C
মুকুন্দরাম চক্রবর্তী
D
কানাহরি দত্ত
ভারতচন্দ্র রায়গুণাকর
- মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায়গুণাকর।
- তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
- রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে ‘অন্নদামঙ্গল’ কাব্য রচনা করেন।
- ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের ৩টি খণ্ড ছিল।
- এ কাব্যের জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র তাঁকে ‘রায়গুণাকর’ উপাধি দেন।
- ভারতচন্দ্রের প্রথম কাব্য ছিল বিমিশ্র দেবতা সত্যনারায়ণের সম্মানে রচিত একটি পাঁচালি।
- ভারতচন্দ্র রায়গুণাকরকে মধ্যযুগের/মঙ্গলযুগের শেষ বড় কবি বা নাগরিক কবিও বলা হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
ফররুখ আহমদ কী হিসেবে পরিচিত?
Created: 4 weeks ago
A
বিদ্রোহী কবি
B
মুসলিম রেনেসাঁর কবি
C
মার্ক্সবাদী কবি
D
পল্লি কবি
ফররুখ আহমদ
-
তিনি একজন প্রখ্যাত বাংলাদেশি কবি।
-
জন্ম: ১৯১৮ সালের ১০ জুন, মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে।
-
পরিচিতি: ‘মুসলিম রেনেসাঁর কবি’ বা ‘মুসলিম পুনর্জাগরণবাদী কবি’।
-
কাব্যের মূল প্রবণতা: মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন ও জাতীয় চেতনার পুনর্জাগরণ।
-
কবিতায় ফুটে ওঠে: পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ ও আরব-ইরানের ঐতিহ্য।
-
পুরস্কার: হাতেমতায়ী কাহিনিকাব্যের জন্যে আদমজি পুরস্কার, পাখির বাসা গ্রন্থের জন্যে ইউনেস্কো পুরস্কার।
উল্লেখযোগ্য কাব্য
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনিরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
হাতেমতায়ী
-
হাবেদা মরুর কাহিনী ইত্যাদি
শিশুতোষ রচনা
-
পাখির বাসা
-
হরফের ছড়া
-
ছড়ার আসর ইত্যাদি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 4 weeks ago