কায়কোবাদের প্রকৃত নাম কী?
A
মোহাম্মদ রওশন আলী
B
শাহামতউল্লাহ আল কোরেশী
C
কাজেম আল কোরেশী
D
আবদুল হামিদ
উত্তরের বিবরণ
কায়কোবাদ ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম যুগের অন্যতম মুসলিম কবি, যিনি বাংলা কাব্যে ধর্মীয় ভাব, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয় ঘটিয়েছিলেন। তাঁর প্রকৃত নাম কাজেম আল কোরেশী, এবং ‘কায়কোবাদ’ ছিল তাঁর সাহিত্যিক ছদ্মনাম।
-
কায়কোবাদ জন্মগ্রহণ করেন ১৮৫৭ সালে এবং মৃত্যুবরণ করেন ১৯৫১ সালে।
-
তিনি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম দিকের মুসলিম কবি হিসেবে বিশেষভাবে খ্যাত।
-
বাংলা সাহিত্যে সনেট ও মহাকাব্য রচনায় মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রথম।
-
তাঁর সর্বাধিক বিখ্যাত কাব্য ‘মহাশ্মশান’, যা ১৯০৪ সালে প্রকাশিত হয়।
-
‘মহাশ্মশান’-এ ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটে দেশপ্রেম, ত্যাগ ও বিপ্লবের চেতনা ফুটে উঠেছে।
-
অতি অল্প বয়স থেকেই তাঁর সাহিত্য প্রতিভা প্রকাশ পায়; মাত্র তেরো বছর বয়সে ‘বিরহবিলাপ’ (১৮৭০) নামের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ করেন।
-
তাঁর রচনায় ধর্মীয় ভাব, মানবতাবোধ, বেদনাবোধ ও সৌন্দর্যচেতনার মেলবন্ধন লক্ষ করা যায়।
-
কায়কোবাদের সাহিত্যধারা মুসলিম সমাজে আধুনিক কাব্যরীতির বিকাশে পথিকৃৎ ভূমিকা পালন করে।
প্রধান কাব্যগ্রন্থসমূহ:
১. অশ্রুমালা (গীতিকাব্য)
২. কুসুমকানন
৩. শিবমন্দির
৪. অমিয়ধারা
৫. বিরহবিলাপ
৬. শ্মশানভষ্ম
৭. মহররম শরীফ
৮. প্রেম পারিজাত
৯. মন্দাকিনী ধারা
কায়কোবাদের কবিতা কেবল সাহিত্যিক নন্দনতত্ত্বে নয়, বরং জাতি ও সমাজজাগরণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাঁর রচনাসমূহ বাংলা কাব্যের ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসেবে চিহ্নিত।

0
Updated: 1 day ago
ভুসুকুপা কোথাকার রাজপুত্র ছিলেন?
Created: 1 month ago
A
গৌড়
B
মগধ
C
সৌরাষ্ট্র
D
বিহার
ভুসুকুপা
-
স্থান: চর্যাগীতি রচনার ক্ষেত্রে দ্বিতীয় স্থান অধিকারী
-
উৎস: সৌরাষ্ট্রের ক্ষত্রিয় রাজপুত্র (সম্ভাব্য)
-
রচনাসমূহ: চর্যাপদ গ্রন্থে তাঁর আটটি পদ সংরক্ষিত
-
নাম ও পরিচিতি:
-
ছন্দ নাম: ভুসুকুপা
-
প্রকৃত নাম: শান্তিদেব
-
-
জীবনকাল: সপ্তম শতকের দ্বিতীয়ার্ধে (ড. মুহাম্মদ শহীদুল্লাহ অনুযায়ী); ধর্মপালের রাজত্বকালে (৭৭০–৮০৬ সাল) জীবিত ছিলেন; জীবনাবধি শেষ সীমা ৮০০ খ্রিঃ
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 month ago
মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী?
Created: 1 week ago
A
প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
B
শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়
C
শান্তিনাথ বন্দ্যোপাধ্যায়
D
রবীন্দ্রকুমার বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বাংলা ত্রিশোত্তর যুগের একজন প্রভাবশালী কথাসাহিত্যিক ছিলেন।
-
জন্ম: ১৯০৮ সালে তাঁর পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে।
-
পৈতৃক নিবাস: ঢাকা জেলার বিক্রমপুরের নিকটস্থ মালবদিয়া গ্রাম।
-
মূলত একজন কথাসাহিত্যিক।
-
ডাকনাম: মানিক।
-
প্রথম প্রকাশিত উপন্যাস: জননী (১৯৩৫)।
-
প্রথম প্রকাশিত গল্প: অতসী মামী, যা বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়।
-
মৃত্যু: ১৯৫৬ সালের ৩ ডিসেম্বর, কলকাতা।

0
Updated: 1 week ago
কবি সুকান্ত ভট্টাচার্য কত সালে মৃত্যুবরণ করেন?
Created: 3 weeks ago
A
১৯৩৬ সালে
B
১৯৪২ সালে
C
১৯৪৬ সালে
D
১৯৪৭ সালে
সুকান্ত ভট্টাচার্য
-
জন্ম: ১৫ আগস্ট ১৯২৬, কলকাতা (পৈতৃক নিবাস: গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া)
-
দৃষ্টি ও ভাবধারা: মার্কসবাদী, প্রগতিশীল চেতনার অধিকারী
-
পেশা: কবি, সম্পাদক (দৈনিক স্বাধীনতা, ১৯৪৫, ‘কিশোর সভা’ বিভাগ)
-
মৃত্যু: ২৯ বৈশাখ ১৩৫৪ / ১৩ মে ১৯৪৭
সাহিত্য ও বৈশিষ্ট্য:
-
সাধারণ মানুষের জীবনসংগ্রাম, যন্ত্রণা ও বিক্ষোভ কবিতার প্রধান বিষয়বস্তু
-
গণমানুষের আশা-আকাঙ্ক্ষার বাণী ও শোষণহীন সমাজ গঠনের প্রতিশ্রুতি প্রকাশ
-
বিখ্যাত উক্তি: “এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি”
রচিত গ্রন্থসমূহ:
-
ছাড়পত্র
-
ঘুম নেই
-
পূর্বাভাস
-
মিঠে কড়া
-
অভিযান
-
হরতাল
-
গীতিগুচ্ছ

0
Updated: 3 weeks ago