ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী?
A
সাত সাগরের মাঝি
B
পাখির বাসা
C
হাতেমতাই
D
নৌফেল ও হাতেম
উত্তরের বিবরণ
● ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থ
-
‘সাত সাগরের মাঝি’ হলো ফররুখ আহমদের লেখা প্রথম ও সবচেয়ে জনপ্রিয় কাব্যগ্রন্থ। এটি ১৯৪৪ সালে প্রকাশিত হয়।
-
এই বইটিতে মোট ১৯টি কবিতা রয়েছে।
-
বইটির শেষ কবিতার নাম ‘সাত সাগরের মাঝি’, যেটি বইয়ের নামের সঙ্গে মিল রেখে লেখা।
-
এই গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু কবিতা হলো: সিন্দাবাদ, পাঞ্জেরি, লাশ, আউলাদ, দরিয়ার শেষরাত্রি ইত্যাদি।
● ফররুখ আহমদ
-
তিনি ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তিনি ছিলেন একজন মুসলিম জাগরণের কবি, যিনি ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী আদর্শকে কবিতায় তুলে ধরেছেন।
-
১৯৪৪ সালে কলকাতায় দুর্ভিক্ষের প্রেক্ষাপটে লেখা তাঁর ‘লাশ’ কবিতাটি তাঁকে প্রথমবারের মতো সাহিত্যিক খ্যাতি এনে দেয়।
-
তাঁর জনপ্রিয় কাহিনিভিত্তিক কাব্য ‘হাতেমতায়ী’ এর জন্য তিনি ১৯৬৬ সালে আদমজী পুরস্কার পান।
-
ওই একই বছরে তিনি ‘পাখির বাসা’ নামক শিশুতোষ রচনার জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
● ফররুখ আহমদের কাব্যগ্রন্থসমূহ:
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী
-
নতুন লেখা
-
হাবেদা মরুর কাহিনী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর), বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
ফররুখ আহমদের কোন গ্রন্থটি শিশুতোষ রচনা?
Created: 2 days ago
A
নৌফেল ও হাতেম
B
হাতেমতায়ী
C
পাখির বাসা
D
হাবেদা মরুর কাহিনী
ফররুখ আহমদ রচিত শিশুতোষ গ্রন্থ হলো পাখির বাসা। ১৯৬৬ সালে এই গ্রন্থটির জন্য তিনি ইউনেস্কো পুরস্কার লাভ করেন। বাংলা সাহিত্যে শিশুতোষ রচনায় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
ফররুখ আহমদ
-
জন্ম: ১৯১৮ সালের ১০ জুন, মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে।
-
তিনি মুসলিম পুনর্জাগরণবাদী কবি হিসেবে খ্যাত।
-
তাঁর প্রথম প্রকাশিত এবং শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হলো সাত সাগরের মাঝি।
-
মুহূর্তের কবিতা তাঁর রচিত একটি সনেট সংকলন।
কাব্যগ্রন্থসমূহ
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী
-
নতুন লেখা
-
হাবেদা মরুরকাহিনী

0
Updated: 2 days ago
কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থে ‘বিদ্রোহী’ কবিতা সংকলিত আছে?
Created: 1 week ago
A
দোলনচাঁপা
B
বিষের বাঁশি
C
অগ্নি-বীণা
D
সঞ্চিতা
কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা ও অগ্নিবীণা কাব্য
-
‘বিদ্রোহী’ কবিতা কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের অন্তর্গত।
কাজী নজরুল ইসলাম ও অগ্নিবীণা
-
অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
-
এই কাব্যের সবচেয়ে জনপ্রিয় কবিতা হলো ‘বিদ্রোহী’।
-
‘বিদ্রোহী’ কবিতার জন্যই নজরুল বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি পান।
-
অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হলো ‘প্রলয়োল্লাস’।
অগ্নিবীণা কাব্যের মোট ১২টি কবিতা
১। প্রলয়োল্লাস
২। বিদ্রোহী
৩। রক্তাম্বর-ধারিণী মা
৪। আগমণী
৫। ধূমকেতু
৬। কামাল পাশা
৭। আনোয়ার
৮। রণভেরী
৯। শাত-ইল-আরব
১০। খেয়াপারের তরণী
১১। কোরবানী
১২। মোহররম
‘বিদ্রোহী’ কবিতা
-
বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা।
-
রচনাকাল: ১৯২১ সাল।
-
এটি প্রথম প্রকাশিত হয় ২২ পৌষ ১৩২৮ বঙ্গাব্দ (৬ জানুয়ারি ১৯২২ খ্রি.) সাপ্তাহিক বিজলী পত্রিকায়।
-
নজরুল বহু দ্রোহাত্মক কবিতা লিখলেও কেবলমাত্র এই এক ‘বিদ্রোহী’ কবিতার কারণেই তিনি বাংলার চিরকালীন বিদ্রোহী কবি।
-
এর মূলসুর হলো— বিদ্রোহ ও বিপ্লবের আবেগ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 week ago
ফররুখ আহমদের 'সাত সাগরের মাঝি' কত সালে প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
১৯০৫
B
১৯৪০
C
১৯৪৪
D
১৯৫৫
সঠিক উত্তর: গ) ১৯৪৪ সাল।
‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থ
-
‘সাত সাগরের মাঝি’ ফররুখ আহমদের লেখা প্রথম এবং সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ।
-
এটি ১৯৪৪ সালে প্রকাশিত হয়।
-
এই কাব্যগ্রন্থে মোট ১৯টি কবিতা রয়েছে।
-
গ্রন্থের শেষে ‘সাত সাগরের মাঝি’ নামের একটি কবিতাও আছে।
-
এতে ‘সিন্দাবাদ’, ‘পাঞ্জেরি’, ‘লাশ’, ‘আউলাদ’, ‘দরিয়ার শেষরাত্রি’—এমন অনেক গুরুত্বপূর্ণ কবিতা অন্তর্ভুক্ত রয়েছে।
-
‘পাঞ্জেরি’ কবিতাটি এই কাব্যগ্রন্থের অন্যতম কবিতা।
ফররুখ আহমদ
-
কবি ফররুখ আহমদ জন্মগ্রহণ করেন ১৯১৮ সালের ১০ জুন, মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে।
-
তিনি ছিলেন একজন মুসলিম জাগরণের কবি।
-
১৯৪৪ সালে কলকাতায় দুর্ভিক্ষের পটভূমিতে লেখা ‘লাশ’ কবিতার মাধ্যমে তিনি প্রথম পরিচিতি পান।
-
তিনি বিখ্যাত কাব্য ‘হাতেমতায়ী’-র জন্য ১৯৬৬ সালে আদমজি পুরস্কার পান।
-
একই বছর, শিশুদের জন্য লেখা ‘পাখির বাসা’ গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
-
এছাড়া, ‘মুহূর্তের কবিতা’ নামে তার একটি সনেট সংকলনও রয়েছে।
ফররুখ আহমদের লেখা কাব্যগ্রন্থের তালিকা:
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী
-
নতুন লেখা
-
হাবেদা মরুর কাহিনী
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago