What is the difference between simple and compound interest at 8% per annum on a sum of Tk. 5000 at the end of 2 years?
A
Tk. 32
B
Tk. 54
C
Tk. 60
D
Tk. 72
উত্তরের বিবরণ
Solution:
এখানে,
মূলধন (P) = 5000 টাকা
সুদের হার (r) = 8%
সময় (n) = 2 বছর
সরল সুদ (SI):
SI = (P × r × n)/100
= (5000 × 8 × 2)/100
= 800 টাকা
চক্রবৃদ্ধি সুদ (CI):
A = P(1 + r/100)n
= 5000(1 + 8/100)2
= 5000(108/100)2
= 5000 × (108/100) × (108/100)
= 5832 টাকা
চক্রবৃদ্ধি সুদ (CI) = A - P
= 5832 - 5000
= 832 টাকা
∴ সুদের পার্থক্য = CI - SI
= 832 - 800
= 32 টাকা
এখানে,
মূলধন (P) = 5000 টাকা
সুদের হার (r) = 8%
সময় (n) = 2 বছর
সরল সুদ (SI):
SI = (P × r × n)/100
= (5000 × 8 × 2)/100
= 800 টাকা
চক্রবৃদ্ধি সুদ (CI):
A = P(1 + r/100)n
= 5000(1 + 8/100)2
= 5000(108/100)2
= 5000 × (108/100) × (108/100)
= 5832 টাকা
চক্রবৃদ্ধি সুদ (CI) = A - P
= 5832 - 5000
= 832 টাকা
∴ সুদের পার্থক্য = CI - SI
= 832 - 800
= 32 টাকা

0
Updated: 21 hours ago
The number n yields a remainder p when divided by 15 and a remainder q when divided by 5. If p = q + 10, then which one of the following could be the value of n?
Created: 2 weeks ago
A
24
B
32
C
43
D
50
Question: The number n yields a remainder p when divided by 15 and a remainder q when divided by 5. If p = q+10, then which one of the following could be the value of n?
Solution:
প্রদত্ত শর্ত অনুযায়ী, আমাদের এমন একটি সংখ্যা n খুঁজে বের করতে হবে, যাকে 15 দ্বারা ভাগ করলে ভাগশেষ p এবং 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ q পাওয়া যায়, যেখানে p = q + 10।
• অপশন (ক):
ধরা যাক n = 24
24 ÷ 15 = 1 এবং ভাগশেষ p = 9।
24 ÷ 5 = 4 এবং ভাগশেষ q = 4।
শর্ত অনুযায়ী, p = q + 10। এখানে 9 ≠ 4 + 10 ; সুতরাং, এই অপশনটি সঠিক নয়।
• অপশন (খ):
ধরা যাক n = 32
32 ÷ 15 = 2 এবং ভাগশেষ p = 2।
32 ÷ 5 = 6 এবং ভাগশেষ q = 2।
শর্ত অনুযায়ী, p = q + 10। এখানে 2 ≠ 2 + 10 ; সুতরাং, এই অপশনটি সঠিক নয়।
• অপশন (গ):
ধরা যাক n = 43
43 ÷ 15 = 2 এবং ভাগশেষ p = 13।
43 ÷ 5 = 8 এবং ভাগশেষ q = 3।
শর্ত অনুযায়ী, p = q + 10। এখানে 13 = 3 + 10 = 13, যা সত্য। সুতরাং, এই অপশনটি সঠিক।
• অপশন (ঘ):
ধরা যাক n = 50
50 ÷ 15 = 3 এবং ভাগশেষ p = 5।
50 ÷ 5 = 10 এবং ভাগশেষ q = 0।
শর্ত অনুযায়ী p = q + 10। এখানে 5 ≠ 0 + 10 ; সুতরাং, এই অপশনটি সঠিক নয়।

0
Updated: 2 weeks ago
যদি ১৫টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ পোশাক শার্ট হয় তবে ১৫টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়?
Created: 2 months ago
A
৬
B
৯
C
১২
D
১০
প্রশ্ন: যদি ১৫টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ পোশাক শার্ট হয় তবে ১৫টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়?
সমাধান:
১০০টি পোষাকের মধ্যে শার্ট ৪০টি
∴১৫টি পোষাকের মধ্যে শার্ট (৪০ × ১৫)/১০০টি
= ৬টি
∴ শার্ট নয় = (১৫ - ৬)টি
= ৯টি

0
Updated: 2 months ago
কাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি ২৫০ টাকায় ৩ কেজি সন্দেশ ক্রয় করল। যদি ভ্যাটের হার ১২% হয়, তবে সন্দেশ ক্রয়ের জন্য সে মোট কত টাকা দেবে?
Created: 3 weeks ago
A
৮৪০ টাকা
B
৭২০ টাকা
C
৭৮০ টাকা
D
৯৮০ টাকা
প্রশ্ন: কাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি ২৫০ টাকায় ৩ কেজি সন্দেশ ক্রয় করল। যদি ভ্যাটের হার ১২% হয়, তবে সন্দেশ ক্রয়ের জন্য সে মোট কত টাকা দেবে?
সমাধান:
১ কেজি সন্দেশের দাম = ২৫০ টাকা
∴ ৩ কেজি সন্দেশের দাম = (২৫০ × ৩) টাকা
= ৭৫০ টাকা
১০০ টাকায় ভ্যাট দেয় = ১২ টাকা
∴ ১ টাকায় ভ্যাট দেয় = ১২/১০০ টাকা
∴ ৭৫০ টাকায় ভ্যাট দেয় = (১২ × ৭৫০)/১০০ টাকা
= ৯০ টাকা
∴ কাবিল সন্দেশ ক্রয় বাবদ দোকানিকে দেবে = (৭৫০ + ৯০) টাকা
= ৮৪০ টাকা।

0
Updated: 3 weeks ago