প্রবন্ধ-গবেষণা 'বাংলার কবি মধুসূদন' রচনা করেন কে?
A
নীলিমা ইব্রাহিম
B
বিজন ভট্টাচার্য
C
নবীনচন্দ্র সেন
D
গোবিন্দচন্দ্র দাস
উত্তরের বিবরণ
নীলিমা ইব্রাহিম ছিলেন একজন খ্যাতনামা শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী, যিনি নারীজাগরণ, সমাজসচেতনতা এবং সাহিত্যচর্চায় বিশেষ ভূমিকা রাখেন। তিনি ১৯২১ সালের ১১ অক্টোবর বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।
-
তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নারী-উন্নয়ন, সমাজকল্যাণ এবং বুদ্ধিবৃত্তিক সংগঠনগুলোর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
-
তাঁর লেখায় সমাজ, সাহিত্য ও নারীর অবস্থান সম্পর্কে গভীর চিন্তাধারা প্রতিফলিত হয়েছে।
-
বিশেষত ‘আমি বীরাঙ্গনা বলছি’ গ্রন্থটি মুক্তিযুদ্ধকালীন নারী নির্যাতন ও বীরাঙ্গনাদের বাস্তব জীবনের করুণ ইতিহাস তুলে ধরে তাঁকে সাহিত্য ও ইতিহাসে স্থায়ী স্থান দিয়েছে।
তাঁর রচিত প্রবন্ধ ও গবেষণাগ্রন্থ:
-
শরৎ প্রতিভা
-
বাংলার কবি মধুসূদন
-
ঊনবিংশ শতাব্দীর বাঙালী সমাজ ও বাংলার নাটক
-
বাঙালী মানস ও বাংলা সাহিত্য
-
আমি বীরাঙ্গনা বলছি
তাঁর রচিত উপন্যাসসমূহ:
-
বিশ শতকের মেয়ে
-
এক পথ দুই বাঁক
-
কেয়াবন সঞ্চারিণী
-
বহ্নিবলয়
নীলিমা ইব্রাহিমের সাহিত্যকর্ম কেবল নারীর সংগ্রাম ও আত্মপ্রকাশকেই প্রতিফলিত করেনি, বরং বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে এক শক্তিশালী সামাজিক দৃষ্টিভঙ্গিতে।

0
Updated: 21 hours ago
'বীরবলের হালখাতা' গ্রন্থটি কোন ধরনের রচনা?
Created: 2 months ago
A
কাব্য
B
নাটক
C
উপন্যাস
D
প্রবন্ধ
‘বীরবলের হালখাতা’:
- ‘বীরবলের হালখাতা’ তাঁর রচিত প্রথম চলিত রীতির গদ্য/প্রবন্ধ রচনা।
- প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- এ গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
---------------------------
প্রমথ চৌধুরী:
- বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী।
- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হলেন প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল’।
- বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন।
- তিনি মাসিক ‘সবুজপত্র’ (১৯১৪) পত্রিকা সম্পাদনা করতেন।
• প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ:
- নানা কথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- প্রবন্ধ সংগ্রহ,
- তেল-নুন-লকড়ি ইত্যাদি।
• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- চার ইয়ারী কথা,
- নীললোহিত ও
- আহুতি ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
বেগম রোকেয়া রচিত প্রবন্ধগ্রন্থ কোনটি?
Created: 4 weeks ago
A
পদ্মরাগ
B
মতিচূর
C
নারীর মূল্য
D
পদ্মগোখরা
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত প্রবন্ধগ্রন্থ 'মতিচূর', যা মূলত উদ্দেশ্যমূলক প্রবন্ধসংকলন।
-
'মতিচূর' গ্রন্থ:
-
গ্রন্থের রচনাগুলোকে ঘৃতপক্ক মিষ্টান্নের মতো সুস্বাদু বলা হয়।
-
গ্রন্থটি দুটি খণ্ডে বিভক্ত, মোট প্রবন্ধের সংখ্যা ১৭টি।
-
প্রথম খণ্ডের ৭টি প্রবন্ধ: পিপাসা, স্ত্রীজাতির অবনতি, নিরীহ বাঙালি, অর্ধাঙ্গী, সুগৃহিণী, বোরকা, গৃহ।
-
দ্বিতীয় খণ্ডে: ১০ প্রবন্ধ সংকলিত হয়েছে।
-
-
রোকেয়া সাখাওয়াত হোসেন:
-
জন্ম ৯ই ডিসেম্বর ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর।
-
নারী জাগরণের পথিকৃৎ হিসেবে খ্যাত।
-
মুসলিম মেয়েদের সচেতনতা ও অধিকার আদায়ের জন্য ১৯১৬ সালে আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম প্রতিষ্ঠা করেন।
-
'Sultana’s Dream' গ্রন্থটি তিনি বাংলায় অনুবাদ করেন 'সুলতানার স্বপ্ন' নামে।
-
এই রচনা প্রতীকী এবং Lady Land বা নারীস্থান রোকেয়ার স্বপ্নকল্পনার প্রতীক।
-
-
উল্লেখযোগ্য রচনা:
-
মতিচূর (প্রবন্ধ)
-
Sultana’s Dream (নকশাধর্মী রচনা)
-
পদ্মরাগ (উপন্যাস)
-
অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ)
-
-
অন্যান্য সম্পর্কিত তথ্য:
-
'পদ্মগোখরা' – কাজী নজরুল ইসলাম রচিত গল্প
-
'পদ্মরাগ' – বেগম রোকেয়া রচিত উপন্যাস
-
'নারীর মূল্য' – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রবন্ধ গ্রন্থ
-

0
Updated: 4 weeks ago
"শিক্ষার হেরফের" প্রবন্ধটি কোন গ্রন্থে সংকলিত আছে?
Created: 1 month ago
A
কালান্তর
B
শিক্ষা
C
ব্যক্তি ও বিশ্ব
D
সভ্যতার সংকট
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ ‘শিক্ষার হেরফের’
-
রচনাকাল: ১৮৯২ খ্রিস্টাব্দ।
-
প্রবন্ধগ্রন্থ: শিক্ষা গ্রন্থে অন্তর্ভুক্ত।
-
মূল বক্তব্য: রবীন্দ্রনাথ এই প্রবন্ধে বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যম করার প্রস্তাব দেন।
-
এখানে তিনি বিদেশি ভাষাভিত্তিক শিক্ষার সীমাবদ্ধতা তুলে ধরে মাতৃভাষাভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।
"শিক্ষা" প্রবন্ধগ্রন্থের উল্লেখযোগ্য প্রবন্ধ
-
শিক্ষার হেরফের
-
ছাত্রদের প্রতি সম্ভাষণ
-
শিক্ষাসংস্কার
-
শিক্ষাসমস্যা
-
জাতীয় বিদ্যালয়
উৎস: বাংলাপিডিয়া; রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা প্রবন্ধগ্রন্থ।

0
Updated: 1 month ago