Out of four alternatives, choose the best one that can be substituted for the given words/ sentences.
The act of not allowing yourself to have something that you want.
A
Countenance
B
Ruse
C
Grieve
D
Abnegation
উত্তরের বিবরণ
Abnegation (Noun)
১. অর্থ:
-
ইংরেজি: The act of not allowing yourself to have something that you want; the act of rejecting.
-
বাংলা: (আনুষ্ঠানিক) আত্মবিলোপ, আত্মদান, আত্মোৎসর্গ, পরিত্যাগ।
২. অন্যান্য শব্দ ও অর্থ:
-
Countenance: একজন ব্যক্তির মুখ বা মুখভঙ্গি; প্রসন্ন/অপ্রসন্ন মুখভাব; আনুষ্ঠানিকভাবে সমর্থন।
-
Ruse: কারো প্রতারণার মাধ্যমে কিছু করার বা পাওয়ার উপায়; চাতুরী, ধোঁকাবাজি, চালাকি, শঠতা, কূটচাল।
-
Grieve: খুব দুঃখ বা শোক করা, বিশেষ করে কারো মৃত্যুর কারণে।

0
Updated: 21 hours ago
An expert in writing an ornamental line in drawing or painting by hand is known as:
Created: 1 week ago
A
Cartographer
B
Lexicographer
C
Lithography
D
Chirographer
An expert in writing an ornamental line in drawing or painting by hand is called a Chirographer.
Chirographer
-
Bangla Meaning: যে ব্যক্তি সুন্দর হাতের লেখায় পারদর্শী।
-
English Meaning: a person skilled in handwriting or penmanship, especially in creating ornamental lines in drawing or painting.
Other options:
-
(ক) Cartographer – যিনি মানচিত্র আঁকেন।
-
(খ) Lexicographer – একজন ব্যক্তি যিনি অভিধান লেখেন।
-
(গ) Lithography – একটি প্লেট থেকে মুদ্রণের একটি প্রক্রিয়া।

0
Updated: 1 week ago
A person who is voluntarily absent from home or country is known as:
Created: 1 week ago
A
Native
B
Expatriate
C
Nonimmigrant
D
Alien
The correct answer is Expatriate, which means a person who is voluntarily absent from home or country.
Expatriate
-
Bangla Meaning: বিদেশে বসবাসের উদ্দেশ্যে নিজ দেশ ত্যাগ করা; নাগরিকত্ব ত্যাগ করা।
-
English Meaning: to withdraw oneself from residence in or allegiance to one’s native country.
বিশ্লেষণ:
-
“Expatriate” শব্দটি মূলত এমন ব্যক্তিকে বোঝায়, যিনি নিজের দেশ ছেড়ে ইচ্ছাকৃতভাবে অন্য দেশে বসবাস করেন, কিন্তু স্থায়ীভাবে নাগরিকত্ব পরিবর্তনের প্রয়োজন নেই।
-
এটি সাধারণত professionals, students, বা migrants-দের ক্ষেত্রেও ব্যবহৃত হয় যারা দীর্ঘ সময় বিদেশে বসবাস করেন।
ভুল অপশনগুলো:
-
(ক) Native: জন্মসূত্রে কোনো নির্দিষ্ট স্থানের বাসিন্দা।
-
(গ) Nonimmigrant: যিনি অভিবাসী নন, অর্থাৎ বিদেশে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যাননি।
-
(ঘ) Alien/Foreigner: বিদেশে বসবাসকারী বা অন্য দেশের নাগরিক, তবে “expatriate” এর মতো ইচ্ছাকৃতভাবে দেশ ত্যাগের ধারণা এখানে নেই।

0
Updated: 1 week ago
A person containing traits of different types of people or from different countries, and influenced by their culture.
Created: 21 hours ago
A
Tourist
B
Cosmopolitan
C
Malingerer
D
Curator
Cosmopolitan (Noun, Adjective)
১. অর্থ:
-
ইংরেজি: Containing people of different types or from different countries, and influenced by their culture.
-
বাংলা: বিশ্বের সব বা বহু অঞ্চল থেকে আগত; বিভিন্ন জাতি ও সংস্কৃতির প্রভাবে গঠিত।
২. অন্যান্য শব্দ ও অর্থ:
-
Tourist: যে ব্যক্তি আনন্দের জন্য ভ্রমণ বা দর্শন করছে; পর্যটক।
-
Malingerer: যে ব্যক্তি অসুস্থতার ভান করে, বিশেষ করে কাজ এড়ানোর জন্য; কর্তব্য এড়াতে অসুস্থতার ভান করা।
-
Curator: যে ব্যক্তি জাদুঘর বা শিল্পকর্মের দায়িত্বে থাকে; জাদুঘর-পরিচালক।

0
Updated: 21 hours ago