Each sentence has one or two blanks. Choose the word or set of words that best completes the sentence meaningfully.
The scammer cleverly tricked several ______ and unsuspecting foreign tourists into paying for fake tickets at the busy railway station.
A
gullible
B
cautious
C
suspicious
D
wise
উত্তরের বিবরণ
Complete Sentence:
The scammer cleverly tricked several gullible and unsuspecting foreign tourists into paying for fake tickets at the busy railway station.
বাংলা অর্থ:
চতুর প্রতারক কয়েকজন সহজ বিশ্বাসী বিদেশি পর্যটককে প্রতারণা করে ব্যস্ত রেলস্টেশনে নকল টিকিটের জন্য টাকা দিতে বাধ্য করল।
শব্দের ব্যাখ্যা:
-
Gullible: সহজে প্রতারণাযোগ্য, অন্যদের কথায় সহজেই বিশ্বাসী হওয়া।
-
Cautious: সতর্কতা অবলম্বন করা, যা বলা বা করা হচ্ছে তা নিয়ে সচেতন থাকা।
-
Suspicious: সন্দেহজনক, সন্দেহভাজন, যা সন্দেহ প্রকাশ করে।
-
Wise: জ্ঞানী, প্রাজ্ঞ, অভিজ্ঞ বা বিচক্ষণ, যা বুদ্ধিমত্তা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদর্শন করে।
উপসংহার:
শূন্যস্থানে অর্থানুযায়ী সঠিক শব্দ হবে Gullible।

0
Updated: 22 hours ago
He's finished reading the book, ______?
Created: 2 weeks ago
A
has he
B
hasn’t he
C
didn’t he
D
does he
Complete sentence: He's finished reading the book, hasn’t he?
-
এখানে "He's" মানে He has, অর্থাৎ He has finished reading the book।
-
যখন Subject He এবং Verb present perfect tense-এ থাকে এবং sentenceটি affirmative হয়, তখন negative question tag বসে।
-
Question tag-এর জন্য has-এর negative form hasn't এবং Subject হিসেবে Pronoun He ব্যবহৃত হয়।
Other options:
-
has he – ভুল, কারণ affirmative sentence-এর question tag negative হবে।
-
didn’t he – ভুল, এটি Past Simple tense-এর জন্য।
-
does he – ভুল, এটি Present Simple tense-এর জন্য।

0
Updated: 2 weeks ago
We didn’t expect you to carry that ________ luggage for such a short trip.
Created: 1 month ago
A
many
B
few
C
little
D
much
• Complete Sentence: We didn’t expect you to carry that much luggage for such a short trip.
-
Bangla Meaning: আমরা আশা করিনি যে তুমি এত বেশি লাগেজ নিয়ে এত ছোট সফরে যাবে।
• Explanation:
-
Much/Many হলো Determiner, অর্থাৎ noun/pronoun-এর পরিমাণ, সংখ্যা বা নির্দিষ্টতা নির্দেশ করে।
-
Countable noun এর ক্ষেত্রে many এবং uncountable noun এর ক্ষেত্রে much ব্যবহৃত হয়।
-
Luggage (মালামাল) হলো uncountable noun, তাই এর পূর্বে uncountable determiner হিসাবে much ব্যবহার সঠিক।
-
সুতরাং সঠিক উত্তর: much

0
Updated: 1 month ago
She has been working at this company _____ March.
Created: 2 weeks ago
A
since
B
after
C
till
D
from
Complete Sentence:
-
She has been working at this company since March.
‘Since’ এর ব্যবহার:
-
Since বসে point of time-এর আগে।
-
Point of time হলো সেই সময়কাল যা গণনার একক দ্বারা মাপা যায় না, বরং একটি নির্দিষ্ট মুহূর্ত বা সময়কে নির্দেশ করে।
-
উদাহরণ: গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।
-
More Examples:
-
It has been raining since morning.
-
He has been studying since morning.
-
‘For’ এর ব্যবহার:
-
For বসে period of time-এর আগে।
-
Period of time হলো সেই সময়কাল যা গণনার একক (সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি) দ্বারা মাপা যায়।
-
উদাহরণ: এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, এক সপ্তাহ, এক মাস, এক বছর, দুই বছর ইত্যাদি।
-
Examples:
-
We have been reading in this school for four years.
-
He said nothing for a long time.
-
Rima has been working here for eight months.
-

0
Updated: 2 weeks ago