A
সৌর বছর
B
কসমিক ইয়ার
C
আলোক বর্ষ
D
পলিসার
উত্তরের বিবরণ
ছায়াপথ:
- সৌরজগতের গ্রহসমূহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, আর সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যবিন্দুকে কেন্দ্র করে ঘুরছে।
- এই মধ্যবিন্দুর চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর ২২৫-২৫০ মিলিয়ন বছর সময় লাগে।
- এই সময়টাকেই কসমিক ইয়ার বা গ্যালাকটিক ইয়ার বলে।
- ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকালকে কসমিক ইয়ার বলে।
উৎস: Britannica.com

0
Updated: 6 days ago
টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
Created: 6 days ago
A
স্থায়ী চুম্বক
B
অস্থায়ী চুম্বক
C
সংকর চুম্বক
D
প্রাকৃতিক চুম্বক
টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় ব্যবহৃত চুম্বক হলো:
➡️ অস্থায়ী চুম্বক (Temporary Magnet)
কারণ:
-
এসব ফিতায় এমন বস্তু ব্যবহার করা হয় যা সহজে চুম্বকিত হয় এবং আবার সহজেই চুম্বকত্ব হারিয়ে ফেলে।
-
তথ্য সংরক্ষণের জন্য এগুলোকে বারবার চুম্বকিত ও বিচুম্বকিত করা যায় – যা অস্থায়ী চুম্বকের বৈশিষ্ট্য।
✅ সঠিক উত্তর: অস্থায়ী চুম্বক

0
Updated: 6 days ago
[প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক ছিলো] সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি করা হয়েছে কোন দেশে?
Created: 1 day ago
A
যুক্তরাষ্ট্র
B
ভারত
C
জাপান
D
নেপাল
ফ্রান্সে বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী সৌর রিঅ্যাক্টর, যার নাম ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর (আইটিইআর), তৈরি হচ্ছে।
এই প্রকল্পে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতসহ অনেক দেশ অংশ নিচ্ছে।
এর প্রধান উদ্দেশ্য হলো বড় পরিমাণে শক্তি উৎপাদনের জন্য নিউক্লিয়ার ফিউশনের সক্ষমতা পরীক্ষা করা।

0
Updated: 1 day ago
অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে?
Created: 1 day ago
A
চুন
B
সেভিং সোপ
C
ফিটকিরি
D
কস্টিক সোডা
ফিটকিরি (পটাশ অ্যালাম)
-
ফিটকিরি হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ, যার বৈজ্ঞানিক নাম পটাশ অ্যালাম।
-
এর রাসায়নিক সংকেত হলো: K₂SO₄.Al₂(SO₄)₃.24H₂O।
-
এটি একটি দ্বি-লবণ, অর্থাৎ দুটি লবণের মিশ্রণ – পটাসিয়াম সালফেট এবং অ্যালুমিনিয়াম সালফেট।
-
ফিটকিরিকে সাধারণত আমরা পানি পরিশোধনের (পরিষ্কার করার) কাজে ব্যবহার করি।
-
এটি শক্ত অবস্থায় একধরনের নির্দিষ্ট আকৃতির স্ফটিক বা কেলাস আকারে থাকে।
-
প্রতিটি কেলাসে ২৪টি পানির অণু থাকে, যাকে বলে কেলাস পানি।
উৎস: নবম-দশম শ্রেণির রসায়ন বই এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি রসায়ন প্রোগ্রাম।

0
Updated: 1 day ago