Among the Romantic poets, John Keats is the most-
A
Manuspective
B
Reflective
C
Subjective
D
Objective
উত্তরের বিবরণ
জন কিটস (John Keats) রোমান্টিক কবিদের মধ্যে অন্যতম যিনি তাঁর কবিতায় গভীরভাবে ব্যক্তিগত অনুভূতি (personal sensation), আবেগ (emotion) এবং কল্পনাশক্তি (imagination)-এর প্রকাশ ঘটিয়েছেন।
-
কিটসের কবিতার প্রধান বৈশিষ্ট্য হলো subjectivity, অর্থাৎ তিনি বাইরের জগতের চেয়ে নিজের ভেতরের অনুভূতি, ভাবনা ও অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিয়েছেন।
-
তাঁর “Negative Capability” ধারণাটি এই বিষয়টিই বোঝায়—একজন কবি তখনই মহান, যখন সে অনিশ্চয়তা ও রহস্যকে মেনে নিয়ে নিজের ব্যক্তিগত অনুভূতির মাধ্যমে তা প্রকাশ করতে পারে।
-
তাই কিটসের কবিতায় প্রকৃতি বা সৌন্দর্যের বর্ণনা থাকলেও, প্রতিটি চিত্রই মূলত তাঁর নিজের মনের গভীর ভাবনা ও সংবেদনশীলতার প্রতিফলন।
এই কারণেই বলা হয়, রোমান্টিক কবিদের মধ্যে John Keats সবচেয়ে বেশি Subjective কবি, যিনি নিজের আত্মজগতের অনুভূতিকে শিল্পে রূপ দিয়েছেন।

0
Updated: 23 hours ago
Who is the main villain in 'Othello'?
Created: 2 weeks ago
A
Brabantio
B
Cassio
C
Iago
D
Emilia
Othello
-
লেখক: William Shakespeare
-
ধরণ: Tragedy
-
অঙ্ক: পাঁচ
-
লেখা: ১৬০৩–০৪, প্রকাশ: ১৬২২
মুখ্য চরিত্রসমূহ:
-
Othello (প্রধান চরিত্র, Venice এর Moorish সেনাপতি)
-
Desdemona (Othello এর স্ত্রী)
-
Brabantio (Desdemona এর পিতা)
-
Iago (প্রতারক, খলনায়ক)
-
Cassio (Lieutenant)
-
Emilia
সংক্ষিপ্ত বিবরণ:
-
Othello গোপনে Desdemona কে বিয়ে করে, যা Brabantio মেনে নেননি।
-
সেনাবাহিনীতে Cassio কে নিয়োগ দেওয়ায় Iago ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে Othello এর মনে সন্দেহের বীজ বপন করে।
-
Iago, Desdemona এর রুমাল Cassio এর কাছে রেখে প্রমাণ তৈরি করে যে Desdemona বিশ্বাসঘাতকতা করছে।
-
ঈর্ষার অন্ধ Othello Desdemona কে হত্যা করে। পরে সত্য জানতে পেরে অনুশোচনায় Othello আত্মহত্যা করে।
-
Iago ধরা পড়ে এবং শাস্তি ভোগ করে।
William Shakespeare (1564–1616)
-
জন্ম: April 26, 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: April 23, 1616, Stratford-upon-Avon
-
Byname: Bard of Avon বা Swan of Avon
-
পরিচিত: English poet, dramatist, actor, English national poet
-
রচনা: 37 Plays
উৎস:

0
Updated: 2 weeks ago
Shelley's "Ozymandias" is a/an -
Created: 3 weeks ago
A
sonnet
B
elegy
C
dramatic monologue
D
novel
Ozymandias হলো P.B. Shelley রচিত একটি বিখ্যাত কবিতা। এটি একটি Sonnet, যা প্রথম প্রকাশিত হয় ১৮১৮ সালে। কবিতার শিরোনামে ব্যবহৃত Ozymandias আসলে ফারাও রামেসেস দ্বিতীয়ের (Ramesses II) গ্রিক নাম। মূলত এটি প্রাচীন মিশরের এক শক্তিশালী শাসককে নির্দেশ করে। কবিতার মূল বক্তব্য হলো— একচ্ছত্র ক্ষমতা ক্ষণস্থায়ী; যতই শাসক ক্ষমতাধর ও শক্তিশালী হোক না কেন, তার প্রভাব-প্রতাপ সময়ের সাথে সাথে বিলীন হয়ে যায়।
P.B. Shelley:
-
তিনি একজন English Romantic poet।
-
ব্যক্তিগত ভালোবাসা ও সামাজিক ন্যায়বিচারের প্রতি তাঁর উচ্ছ্বসিত অন্বেষণ ধীরে ধীরে প্রকাশ্য কর্মকাণ্ড থেকে সরে এসে কবিতার মাধ্যমে প্রকাশিত হয়, যা ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ রচনার অন্তর্ভুক্ত।
Shelley-এর উল্লেখযোগ্য রচনা
Poem:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
Drama:
-
Prometheus Unbound
-
The Cenci
উৎস:

0
Updated: 3 weeks ago
Which is the most important part of a letter?
Created: 1 month ago
A
The address of the receiver
B
Body of the Letter
C
Heading
D
The signature of the writer
Parts of a Letter
-
Heading (শিরোনাম)
-
লেখকের পূর্ণ ঠিকানা ও তারিখ চিঠির ডানদিকে, উপরের অংশে লেখা হয়।
-
-
Salutation (সম্ভাষণ/সম্বোধন)
-
যে ব্যক্তিকে চিঠি লেখা হচ্ছে তাকে সম্বোধন করে লেখা হয়।
-
অবস্থান: বামদিকে, Heading থেকে নিচে, Capital Letter দিয়ে শুরু, শেষে কমা।
-
উদাহরণ:
-
আত্মীয়: My dear Father,
-
বন্ধু: My dear Karim,
-
অপরিচিত: Sir, Madam,
-
ব্যবসায়ী/সরকারি: Dear Sir, Gentlemen,
-
-
-
Subject (চিঠির মূল বিষয়)
-
সম্ভাষণের নিচে, সাধারণত মার্জিনে সংক্ষেপে মূল বক্তব্য উল্লেখ করতে হয়।
-
-
Body of the Letter (মূল অংশ)
-
চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
-
বিস্তারিত বক্তব্য থাকে; একটি বা একাধিক Paragraph-এ লেখা হয়।
-
প্রতিটি Paragraph Capital Letter দিয়ে শুরু হয়।
-
সম্ভাষণের নিচে সামান্য ডানদিকে সরিয়ে শুরু করতে হয়।
-
-
Subscription (বিদায় বক্তব্য)
-
মূল চিঠি শেষ হওয়ার পরে, শেষ লাইনের ঠিক নিচে এবং ডানদিকে লেখকের দস্তখতের উপরে লেখা হয়।
-
উদাহরণ:
-
আত্মীয়: Your affectionate son,
-
বন্ধু: Yours sincerely,
-
অপরিচিত: Yours truly, Yours faithfully,
-
শিক্ষক: Your most obedient pupil,
-
-
-
Signature (দস্তখত/স্বাক্ষর)
-
Subscription-এর নিচে, ডানদিকে লেখকের স্বাক্ষর করা হয়।
-
-
Superscription (প্রাপকের ঠিকানা)
-
প্রাপকের পূর্ণ নাম, উপাধি এবং ঠিকানা লেখা হয়।
-
Source: BBS Program, Bangladesh Open University

0
Updated: 1 month ago