বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
A
১৩ টি
B
১০ টি
C
১২ টি
D
১১ টি
উত্তরের বিবরণ
বর্ণ প্রকরণ (বর্ণের শ্রেণিবিন্যাস)
ধ্বনির প্রতীককে "বর্ণ" বলা হয়।
আমরা যেটা কানে শুনি, সেটিকে লিখে বা চোখে দেখা যায় — এই রূপটিকেই বর্ণ বলে।
একটি ভাষায় যত রকম বর্ণ থাকে, সবগুলো মিলে গঠিত হয় বর্ণমালা।
▸ বাংলা বর্ণমালা
-
বাংলা ভাষায় মোট ৫০টি বর্ণ আছে।
এর মধ্যে:-
১১টি হলো স্বরবর্ণ
-
৩৯টি হলো ব্যঞ্জনবর্ণ
-
▸ মাত্রাহীন বর্ণ
যে বর্ণগুলো লেখার সময় নিচে কোন মাত্রা ব্যবহার হয় না, সেগুলোকে মাত্রাহীন বর্ণ বলে।
বাংলায় মোট ১০টি মাত্রাহীন বর্ণ আছে।
-
এর মধ্যে:
-
স্বরবর্ণ: ৪টি → এ, ঐ, ও, ঔ
-
ব্যঞ্জনবর্ণ: ৬টি → ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ
-
▸ পূর্ণমাত্রা বর্ণ
যে বর্ণগুলোর নিচে পূর্ণ মাত্রা (যেমন: -া) ব্যবহার হয়, সেগুলো পূর্ণমাত্রা বর্ণ।
মোট ৩২টি পূর্ণমাত্রা বর্ণ আছে।
-
এর মধ্যে:
-
স্বরবর্ণ: ৬টি
-
ব্যঞ্জনবর্ণ: ২৬টি
-
▸ অর্ধমাত্রা বর্ণ
কিছু বর্ণ আছে যেগুলোর মাত্রা অনেকটাই ছোট বা অর্ধেক হয়, সেগুলো অর্ধমাত্রা বর্ণ।
মোট ৮টি অর্ধমাত্রা বর্ণ আছে।
-
এর মধ্যে:
-
স্বরবর্ণ: ১টি → ঋ
-
ব্যঞ্জনবর্ণ: ৭টি → খ, গ, ণ, থ, ধ, প, শ
-
উৎস: বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 3 months ago
নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ বর্ণ?
Created: 1 month ago
A
ট
B
থ
C
ড
D
ভ
যে বর্ণগুলো উচ্চারণ করতে ফুসফুস থেকে অপেক্ষাকৃত অধিক বাতাস প্রবাহিত হয় এবং উচ্চারণ নিনাদিত হয় তাদের ঘোষ বর্ণ বলে। বর্গের ৩য় - ৪র্থ বর্ণ ঘোষ বর্ণঃ গ - ঘ - জ - ঝ - ড - ঢ - দ - ধ - ব - ভ .
0
Updated: 1 month ago
বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি?
Created: 4 months ago
A
এগারটি
B
নয়টি
C
দশটি
D
আটটি
ভাষার শ্রুতিধ্বনিকে লিখিত প্রতীকে প্রকাশ করার মাধ্যমই হলো বর্ণ। অর্থাৎ, শ্রবণযোগ্য ধ্বনিকে দৃশ্যমান প্রতীকে রূপান্তরিত করাই বর্ণের কাজ। সব বর্ণ মিলিয়ে যে গঠিত হয়, তাকেই বলা হয় বর্ণমালা।
বাংলা ভাষার বর্ণমালা মূলত তিন ভাগে বিভক্ত:
স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ ও যুক্তবর্ণ। তবে বর্ণ প্রকরণের দৃষ্টিকোণ থেকে তা নিচেরভাবে শ্রেণিবদ্ধ করা যায়:
বাংলা বর্ণমালার মোট বর্ণ সংখ্যা:
-
মোট বর্ণ: ৫০টি
-
স্বরবর্ণ: ১১টি
-
ব্যঞ্জনবর্ণ: ৩৯টি
-
মাত্রার ভিত্তিতে বর্ণের শ্রেণিবিন্যাস:
মাত্রাহীন বর্ণ – মোট ১০টি
-
স্বরবর্ণ: ৪টি → এ, ঐ, ও, ঔ
-
ব্যঞ্জনবর্ণ: ৬টি → ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ
পূর্ণমাত্রা বর্ণ – মোট ৩২টি
-
স্বরবর্ণ: ৬টি
-
ব্যঞ্জনবর্ণ: ২৬টি
অর্ধমাত্রা বর্ণ – মোট ৮টি
-
স্বরবর্ণ: ১টি → ঋ
-
ব্যঞ্জনবর্ণ: ৭টি → খ, গ, ণ, থ, ধ, প, শ
এই শ্রেণিবিন্যাস বাংলা ভাষার বর্ণ ব্যবস্থার গঠন ও বৈচিত্র্য সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। শব্দ রচনার সময় এসব বর্ণের প্রকরণ অনুযায়ী ব্যবহার ভাষার উচ্চারণ ও বানান উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উৎস: বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
1
Updated: 4 months ago
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
Created: 2 months ago
A
৭টি
B
৯টি
C
১০টি
D
৮টি
বাংলা বর্ণমালা
-
বর্ণ: ধ্বনিকে প্রতীক আকারে প্রকাশ করা হয় বর্ণের মাধ্যমে। সহজভাবে বলতে গেলে, বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার উপায় করে তোলে।
-
বর্ণমালা: ভাষার সমস্ত বর্ণকে একত্রে বর্ণমালা বলা হয়।
বাংলা বর্ণমালার সংক্ষিপ্ত বিবরণ:
-
মোট বর্ণ: ৫০টি
-
স্বরবর্ণ: ১১টি
-
ব্যঞ্জনবর্ণ: ৩৯টি
-
বর্ণের ধরণ:
-
মাত্রাহীন বর্ণ: ১০টি
-
স্বরবর্ণ: ৪টি (এ, ঐ, ও, ঔ)
-
ব্যঞ্জনবর্ণ: ৬টি (ঙ্, ঞ, ৎ, ং, ঃ, ঁ)
-
-
অর্ধমাত্রা বর্ণ: ৮টি
-
স্বরবর্ণ: ১টি (ঋ)
-
ব্যঞ্জনবর্ণ: ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)
-
-
পূর্ণমাত্রা বর্ণ: ৩২টি
-
স্বরবর্ণ: ৬টি
-
ব্যঞ্জনবর্ণ: ২৬টি
-
উৎস: বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 2 months ago