In which of the odes is the tension between mortality and immortality most profoundly dramatised?
A
Ode on Melancholy and Ode on Indolence
B
To Autumn and Ode on Indolence
C
Ode to a Nightingale and Ode on a Grecian Urn
D
Ode to Psyche and Ode on Melancholy
উত্তরের বিবরণ
এই দুটি Ode-এ John Keats মানুষের নশ্বরতা (mortality) ও শিল্পের অমরতা (immortality)-র মধ্যকার গভীর টানাপোড়েনকে সবচেয়ে স্পষ্টভাবে উপস্থাপন করেছেন।
‘Ode to a Nightingale’-এ কবি নিজের পার্থিব দুঃখ, ব্যথা ও মৃত্যুবোধের সঙ্গে নাইটিঙ্গেলের চিরন্তন, অমর সঙ্গীতের তুলনা করেছেন। পাখির গান মানুষের জীবনের সীমাবদ্ধতার বাইরে গিয়ে এক অমর জগতে পৌঁছে যায়, যেখানে মৃত্যু বা বেদনার কোনো স্থান নেই।
অপরদিকে, ‘Ode on a Grecian Urn’-এ কবি শিল্পের চিরস্থায়ী সৌন্দর্যকে মানবজীবনের ক্ষণস্থায়ী বাস্তবতার সঙ্গে তুলনা করেছেন। এখানে Urn-এর স্থির চিত্রসমূহ সময়ের গতিকে অতিক্রম করে চিরন্তন সৌন্দর্যের প্রতীক হয়ে ওঠে, অথচ মানুষ সেই সৌন্দর্যকে কেবল দূর থেকে দেখে যায়, কখনো স্পর্শ করতে পারে না।
দুই কবিতাই তাই মানুষের মৃত্যুশীলতা ও শিল্পের অমরত্বের মধ্যে চিরন্তন দ্বন্দ্বকে অনবদ্যভাবে প্রকাশ করে, যা Keats-এর রোমান্টিক দর্শনের মূল সুর।

0
Updated: 23 hours ago
"A thing of beauty is a joy forever." — This famous quotation is taken from -
Created: 5 days ago
A
Ode to Psyche
B
To Autumn
C
Hyperion
D
Endymion
"A thing of beauty is a joy forever." হলো John Keats-এর Endymion কবিতার প্রথম লাইন। এই কবিতায় Keats সৌন্দর্যের চিরস্থায়ী প্রকৃতি এবং তার অন্তরে আনা আনন্দের প্রতিফলন করেছেন। কবিতার মাধ্যমে তিনি truth of beauty অনুসন্ধান করেছেন এবং দেখিয়েছেন যে সৌন্দর্য আমাদের জীবনকে আলোকিত রাখে।
-
Endymion একটি long poem, যা প্রথম প্রকাশিত হয়েছিল John Keats-এর লেখা হিসাবে।
-
গল্পটি গ্রীক মিথ অনুসারে, Endymion একজন অনিন্দ্য সুন্দর যুবক এবং রাখাল, যিনি তার প্রেমিকা Cynthia-র সন্ধান করেন।
-
কবিতাটি poetic epic হিসেবে বিবেচিত।
-
কাজটি চারটি অংশে বিভক্ত, প্রতিটি প্রায় 1,000 লাইনের, এবং loose rhymed couplets-এ লেখা।
-
কবিতার মূল ভাব: সৌন্দর্য চিরস্থায়ী এবং এটি মানুষের অন্তরকে আলোকিত রাখে।
-
John Keats ছিলেন একজন English Romantic lyric poet, যিনি জীবনের স্বল্প সময়ে vivid imagery, sensuous appeal এবং classical legend-এর মাধ্যমে দর্শন তুলে ধরার চেষ্টা করেছিলেন।
-
তাঁকে প্রায়শই ‘Poet of Beauty’ বলা হয়।
-
John Keats-এর বিখ্যাত কবিতা:
Ode to Psyche
Ode on Melancholy
To Autumn
Bright Star
On First Looking into Chapman’s Homer
Lamia
Hyperion
The Eve of St. Agnes
La Belle Dame Sans Merci

0
Updated: 5 days ago
In “To Autumn,” what activity is described in the first stanza?
Created: 1 month ago
A
Harvesting and ripening of fruits
B
Singing of birds at dawn
C
Children playing in fields
D
Priests offering sacrifice
প্রথম স্তবকে কিটস দেখান কিভাবে শরৎ সূর্যের সঙ্গে মিলে ফল পাকায়, লাউ বড় করে তোলে, ফুলে মৌমাছির গুঞ্জন ভরে ওঠে। এটি ঋতুর প্রাচুর্য ও পূর্ণতার প্রতীক।

0
Updated: 1 month ago
What role do natural images like “flowers” and “morning” play in Ode on Melancholy?
Created: 1 week ago
A
They symbolise transient beauty and ephemeral joy
B
They describe the poet’s favourite garden only
C
They show the dominance of nature over humans
D
They indicate the passing of seasons literally
কবিতায় ফুল, সকাল এবং অন্যান্য প্রকৃতির চিত্রের মাধ্যমে Keats জীবনের অস্থায়ী আনন্দ এবং সৌন্দর্য প্রকাশ করেছেন। ফুল যেমন দ্রুত মরে যায়, তেমনি সুখও অল্প সময়ের জন্য থাকে।
এই উপমার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে, দুঃখ এবং আনন্দ একসঙ্গে থাকা জীবনের স্বাভাবিক চক্র। প্রকৃতির এই চিত্র আমাদের শেখায় যে সুখকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করতে হবে, কারণ তা স্থায়ী নয়।

0
Updated: 1 week ago