What does the reference to "Potter's Wheel" used by browning primarily function as?
A
A biblical metaphor for divine creation and human malleability
B
A critique of mechanical determinism
C
An example of artistic creativity
D
A stoic emblem of resigned fate
উত্তরের বিবরণ
“Potter’s Wheel” বা “কুমোরের চাকা”-এর উল্লেখ ব্রাউনিং মূলত বাইবেলিক প্রতীকের (Biblical metaphor) মাধ্যমে ব্যবহার করেছেন, যা মানুষের ওপর ঈশ্বরের (Divine) নিয়ন্ত্রণ ও গঠনক্ষমতাকে প্রকাশ করে।
-
এই প্রতীকটির উৎস Book of Isaiah-এ, যেখানে বলা হয়েছে — যেমন কাদামাটি কুমোরের হাতে, তেমনি মানুষও ঈশ্বরের হাতে। অর্থাৎ মানুষ সম্পূর্ণভাবে ঈশ্বরের ইচ্ছানুসারে গঠিত ও পরিবর্তনশীল (malleable)।
-
এই ইঙ্গিতের মাধ্যমে বোঝানো হয় যে, মানবজীবন ঈশ্বরের সৃষ্টিকর্মের অংশ, এবং ঈশ্বর ইচ্ছেমতো সেই সৃষ্টিকে রূপ দেন, বিচার করেন ও পরিচালনা করেন।
-
ফলে “Potter’s Wheel”-এর চিত্রকল্পটি কেবল কাব্যিক নয়, বরং divine creation-এর প্রতীক হিসেবে মানুষের নির্ভরতা ও ঈশ্বরীয় নিয়ন্ত্রণের ধারণাকে গভীরভাবে ফুটিয়ে তোলে।

0
Updated: 23 hours ago
What is the role of Lucrezia’s cousin in the poem “Andrea Del Sarto”?
Created: 1 month ago
A
He supports Andrea
B
He distracts Lucrezia with debts and gambling
C
He teaches Andrea
D
He praises Andrea’s art
কবিতার শেষের দিকে Andrea বলে Lucrezia-র cousin প্রায়ই ঋণ বা জুয়ার অজুহাতে আসে, আর Lucrezia তাকে নিয়ে ব্যস্ত থাকে। ফলে Andrea আরও অবহেলিত হয়।

0
Updated: 1 month ago
Who is the subject of My Last Duchess?
Created: 2 months ago
A
The Duke’s wife
B
The Duke’s daughter
C
The Duke himself
D
The painter

0
Updated: 2 months ago
The famous poem Rabbi Ben Ezra was written by -
Created: 2 weeks ago
A
John Keats
B
Robert Browning
C
Alfred Tennyson
D
John Donne
Rabbi Ben Ezra হলো Robert Browning রচিত একটি কবিতা, যা dramatic monologue শৈলীতে লেখা। কবিতায় একজন ইহুদী পণ্ডিত Rabbi Ben Ezra-র মাধ্যমে ধর্মীয় দর্শন এবং জীবন দর্শন প্রকাশ করা হয়েছে।
• Rabbi Ben Ezra:
-
রচয়িতা: Robert Browning
-
শৈলী: Dramatic monologue
-
মূল বিষয়: ধর্মীয় দর্শন এবং জীবন দর্শন
-
প্রথম স্তবক:
"Grow old along with me! The best is yet to be,
The last of life, for which the first was made:
Our times are in His hand
Who saith, 'A whole I planned,
Youth shows but half; trust God: see all, nor be afraid!'"
• Robert Browning:
-
একজন British poet, Victorian age-এর গুরুত্বপূর্ণ সাহিত্যিক।
-
Dramatic monologue-এর ক্ষেত্রে তার দক্ষতার জন্য বিখ্যাত।
• Notable Works:
-
Poems: My Last Duchess, The Pied Piper of Hamelin, Fra Lippo Lippi, Andrea del Sarto
-
Plays: প্রথম নাটক Strafford (1837), যা মাত্র পাঁচটি প্রদর্শনের পর বন্ধ হয়েছিল।

0
Updated: 2 weeks ago