How does Arnold suggest human beings should respond to the uncertain world?
A
By seeking wealth
B
By pursuing knowledge
C
By abandoning society
D
By clinging to love and human connection
উত্তরের বিবরণ
আর্নল্ড তাঁর কবিতা “Dover Beach”-এ দেখিয়েছেন যে পৃথিবী অনিশ্চয়তা, বিভ্রান্তি এবং বিশ্বাসের অবক্ষয়ে পরিপূর্ণ। ধর্মীয় বিশ্বাস, নৈতিকতা ও স্থিরতার যে শক্তি একসময় মানবজীবনে দৃঢ় ছিল, তা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। এই অবস্থায় মানুষ একপ্রকার শূন্যতায় ভুগছে — কোথাও যেন কোনো নিশ্চয়তা বা ভিত্তি নেই।
১. এই অনিশ্চিত পৃথিবীতে আর্নল্ড মনে করেন, ভালোবাসা (love) ও মানবিক সংযোগ (human connection)-ই একমাত্র আশ্রয়। তিনি বলেন, যখন বাইরের জগতে কোনো স্থায়িত্ব বা বিশ্বাস পাওয়া যায় না, তখন আমাদের একে অপরের প্রতি সত্যনিষ্ঠ থাকা জরুরি।
২. কবিতার শেষাংশে তাঁর বিখ্যাত আহ্বান — “we must be true to one another” — বোঝায় যে মানবিক সম্পর্ক ও পারস্পরিক ভালোবাসাই জীবনের প্রকৃত শক্তি। অর্থ, ক্ষমতা বা জ্ঞানের চেয়ে মানুষের পাশে থাকা ও একে অপরকে বোঝার ক্ষমতাই এই অনিশ্চিত পৃথিবীতে টিকে থাকার মূল উপায়।
৩. সুতরাং, আর্নল্ডের মতে, যখন পৃথিবী সন্দেহ ও বিভ্রান্তিতে আচ্ছন্ন, তখন মানুষকে উচিত ভালোবাসা ও মানবিক বন্ধনে দৃঢ় থাকা, কারণ এই সম্পর্কই একমাত্র সত্য ও নিরাপদ আশ্রয়।

0
Updated: 1 day ago
Where is Dover Beach set?
Created: 2 months ago
A
On the English coast
B
In a city
C
In a castle
D
In a forest

0
Updated: 2 months ago
What does the poet hope for Thyrsis in the afterlife?
Created: 1 week ago
A
To find peace in eternal rest
B
To achieve fame and recognition in the afterlife
C
To live on through the poet’s work
D
To return to the world of the living
Thyrsis কবিতায়, কবি থিরসিসের মৃত্যুর পর তাকে নিজের কাজের মাধ্যমে চিরকাল বেঁচে থাকার আশা প্রকাশ করেছেন। কবি জানেন যে, থিরসিসের প্রতিভা এবং শিল্প কেবল জীবিত থাকলে পূর্ণ মূল্য পায়নি, কিন্তু কবির কবিতার মাধ্যমে সে চিরকাল বেঁচে থাকবে।
কবি তার মৃত্যুর পরও থিরসিসের কাজের স্মৃতি এবং অবদানকে জীবিত রাখার চেষ্টা করেন, যা থিরসিসকে সময়ের মধ্যে অমর করে তুলবে। কবি বিশ্বাস করেন যে, সত্যিকারের শিল্প এবং প্রতিভা কখনো শেষ হয় না, তারা অনন্তকাল জীবিত থাকে।

1
Updated: 1 week ago
What is the central metaphor in Dover Beach?
Created: 2 months ago
A
The sea of faith
B
The sky
C
The forest
D
The river

0
Updated: 2 months ago