What figure of speech is found in the expression "O Wild West Wind"?
A
Simile
B
Metaphor
C
Apostrophe
D
Hyperbole
উত্তরের বিবরণ
এই পঙক্তিতে কবি "O Wild West Wind" বলে পশ্চিমা বাতাসকে সরাসরি সম্বোধন করেছেন, যেন সেটি কোনো জীবন্ত সত্তা বা ব্যক্তি। এই ধরনের প্রকাশভঙ্গিকে Apostrophe বলা হয়।
-
প্রথমত, Apostrophe হলো এমন এক figure of speech যেখানে বক্তা বা কবি কোনো জড় বস্তু, অনুপস্থিত ব্যক্তি বা বিমূর্ত ধারণাকে সরাসরি সম্বোধন করেন যেন তারা উপস্থিত এবং সচেতন।
-
দ্বিতীয়ত, এখানে কবি বাতাসকে শুধু প্রাকৃতিক শক্তি হিসেবে নয়, বরং একজন শক্তিশালী প্রাণবন্ত সত্তা হিসেবে কল্পনা করেছেন — যাকে তিনি “O” শব্দ দিয়ে আহ্বান করছেন।
-
তৃতীয়ত, এই আহ্বান বা সরাসরি সম্বোধনের মধ্য দিয়ে কবি প্রকৃতির সঙ্গে এক আত্মিক যোগাযোগ স্থাপন করেছেন, যা Romantic কবিতার একটি বৈশিষ্ট্য।
অতএব, "O Wild West Wind" লাইনে ব্যবহৃত অলঙ্কারটি Apostrophe, কারণ এখানে কবি প্রকৃতির একটি উপাদানকে জীবন্ত সত্তা হিসেবে ডেকে কথা বলেছেন।

0
Updated: 1 day ago
The line "I met a traveller from an antique land" is taken from which poem?
Created: 1 month ago
A
Ozymandias
B
Ode to the West Wind
C
The Rime of the Ancient Mariner
D
Ode on a Grecian Urn
• The line "I met a traveller from an antique land" is from Ozymandias.
• Ozymandias
-
A famous sonnet written by P. B. Shelley, first published in 1818.
-
The poem reflects on the impermanence of human power and glory.
-
Ozymandias refers to Pharaoh Ramses II, using his Greek name.
-
Theme: No matter how mighty a ruler or empire, time ultimately erases all traces.
-
The poem is a classic meditation on pride, power, and the inevitability of decay.
• Percy Bysshe Shelley
-
A prominent Romantic poet, known as a Revolutionary and Lyrical Poet.
-
Notable works: Adonais, Mont Blanc, Ode to the West Wind, Ozymandias, Peter Bell the Third, Prometheus Unbound, Queen Mab, Rosalind and Helen, The Cenci, The Cloud, The Masque of Anarchy.
Source: Britannica

0
Updated: 1 month ago
Who wrote To a Skylark?
Created: 1 month ago
A
John Keats
B
Percy Bysshe Shelley
C
William Wordsworth
D
Samuel Taylor Coleridge

0
Updated: 1 month ago
What is meant by “dirge of the dying year”?
Created: 1 month ago
A
Spring’s song
B
The autumn wind
C
Funeral song of the year
D
Winter’s silence
Shelley পশ্চিম বাতাসকে বলেছেন “dirge of the dying year।” “Dirge” মানে শোকগীতি বা মৃতের জন্য গান। শরৎ হলো বছরের শেষ অধ্যায়, যেখানে প্রকৃতি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোয়। মৃত পাতার পতন, দিন ছোট হয়ে আসা, শীতের আগমন—সব মিলিয়ে এটি বছরের মৃত্যুর প্রতীক।
পশ্চিম বাতাসের গর্জন যেন শোকসংগীতের মতো শোনায়, যা সময়ের অস্থিরতা ও মৃত্যুর অবধারিত সত্যকে প্রকাশ করে। তবে এই মৃত্যু আসলে নতুন জন্মের প্রস্তুতি, তাই এতে লুকানো আছে পুনর্জন্মের সম্ভাবনা।

3
Updated: 1 month ago