What does Aurora best symbolise in the poem Tithonus?
A
Eternal love
B
Beauty and youth
C
The cycle of life and death
D
Power of gods
উত্তরের বিবরণ
Aurora, যিনি ভোরের দেবী (goddess of the dawn), এই কবিতায় চিরন্তন সৌন্দর্য ও যৌবনের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছেন। তিনি প্রতিদিন সূর্যের আলো নিয়ে পৃথিবীতে নতুন দিনের সূচনা ঘটান, যা চিরনবীনতা ও পুনর্জন্মের প্রতীকী রূপ।
-
Aurora’র নিজস্ব সৌন্দর্য ও অমর যৌবন (eternal beauty and youth) তাঁর দেবত্বের অংশ, কিন্তু সেই একই উপহার তিনি তাঁর মানবপ্রেমিক Tithonus-কে দিতে পারেন না।
-
এর মাধ্যমে কবি মানুষের সীমাবদ্ধতা ও দেবতার চিরস্থায়ী সত্তার পার্থক্য তুলে ধরেছেন।
-
তাই Aurora এখানে একদিকে নবজাগরণের প্রতীক হলেও, অন্যদিকে তিনি মানুষের অপূর্ণ আকাঙ্ক্ষা ও মৃত্যুহীন সৌন্দর্যের প্রতীক হিসেবেও ধরা দেয়।
অতএব, কবিতায় Aurora Beauty and Youth–এরই শ্রেষ্ঠ প্রতীক।

0
Updated: 1 day ago
How does the theme of ambition feature in Ulysses?
Created: 1 week ago
A
It shows the destructive nature of ambition
B
It highlights the desire for rest and tranquillity
C
It emphasises the importance of ambition in achieving greatness
D
It suggests that ambition leads to unhappiness
Ulysses কবিতায়, উলিসিসের উচ্চাকাঙ্ক্ষা এবং তার জীবনের প্রতি মনোভাব সবার থেকে আলাদা। তিনি বিশ্বাস করেন যে, তার জীবনের উদ্দেশ্য শুধুমাত্র শান্তি বা পরিপূর্ণতা নয়, বরং একটি চিরস্থায়ী অনুসন্ধান—একটি অবিরাম প্রচেষ্টা যা তাকে মহানতা অর্জনে সাহায্য করবে। তার উচ্চাকাঙ্ক্ষা কখনো থামতে চায় না, এবং সে জীবনের শেষদিন পর্যন্ত সেই অনুসন্ধান অব্যাহত রাখতে চায়।
কবি এই মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষার শক্তি এবং তার মহত্বের প্রতি উলিসিসের অটল বিশ্বাসের চিত্র তুলে ধরেছেন, যা তাকে প্রতিনিয়ত নতুন গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যায়।

0
Updated: 1 week ago
How does Tithonus's relationship with Aurora reflect the poem’s message about time and mortality?
Created: 1 week ago
A
It shows that love transcends time and death
B
It highlights the tension between love and ageing
C
It illustrates how time weakens love over the years
D
It emphasizes that immortality is irrelevant to love
Tithonus কবিতায়, তিথোনাসের সম্পর্ক অরোরা (প্রভাতের দেবী) সাথে মৃত্যুর অনিবার্যতা এবং বৃদ্ধির বিরুদ্ধে তার যন্ত্রণা প্রকাশ করে। যদিও অরোরা প্রতি সকালে তাকে জীবিত দেখতে পান, তিথোনাসের শরীর ও মন ধীরে ধীরে বয়সের কারণে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তার অমরত্ব, যদিও তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে, তাকে এক ধরনের পাথরের মতো অবস্থানে ফেলেছে, যেখানে তার ভালোবাসার অনুভূতি ও তার শারীরিক অস্তিত্বের মধ্যে বিরোধ তৈরি হচ্ছে।
অরোরা তিথোনাসকে সজীব রাখলেও, তিথোনাসের হৃদয়ে উজ্জ্বলতা এবং যুবক অবস্থায় তাঁর অন্তর্নিহিত আনন্দ আর থাকছে না। এই সম্পর্কটি সময়ের অব্যাহত প্রবাহ এবং তার অমোঘ পরিবর্তনের প্রতি কবির চিন্তাভাবনা তুলে ধরে।

1
Updated: 1 week ago
Why does Ulysses call himself “an idle king”?
Created: 1 month ago
A
Because he is powerless
B
Because he dislikes passive rule
C
Because he has lost his throne
D
Because he is too old to rule
কবিতার শুরুতেই ইউলিসিস নিজেকে “an idle king” বলে উল্লেখ করেন। এর মানে, তিনি রাজা হলেও শুধু ঘরে বসে আইন তৈরি করা এবং শাসন করা তার কাছে নিষ্ক্রিয়তা। তাঁর প্রজারা তাকে বোঝে না; তারা শুধু খায়, ঘুমায় আর সম্পদ জমায়।
ইউলিসিসের মন চায় অভিযান, ভ্রমণ, যুদ্ধ এবং জ্ঞানান্বেষণ। তাই তিনি রাজত্বকে অকর্মণ্যতা হিসেবে দেখেন। এই অভিব্যক্তির মাধ্যমে টেনিসন ইউলিসিসকে এমন এক চরিত্র হিসেবে ফুটিয়ে তুলেছেন, যিনি সাধারণ কর্তব্যের বাইরে গিয়ে জীবনকে পূর্ণতা দিতে চান।

0
Updated: 1 month ago