বৃত্তস্থ রম্বস একটি _________
A
সামন্তরিক
B
ত্রিভুজ
C
আয়তক্ষেত্র
D
বর্গক্ষেত্র
উত্তরের বিবরণ
প্রশ্ন: বৃত্তস্থ রম্বস একটি _________
সমাধান:
বৃত্তস্থ রম্বস বলতে আমরা বুঝি, এমন একটি রম্বস যেটি একটি বৃত্তের মধ্যে perfectly আঁকা যায়, অর্থাৎ রম্বসের সব চারটি কোণ এমন যে একটি বৃত্ত সেই চারটি বিন্দুতে স্পর্শ করতে পারে।
যদি রম্বসটি বৃত্তস্থ হয়, তাহলে এর চারটি কোণ সমান বা সব কোণ সমান হয় না, কিন্তু সব রম্বসের ক্ষেত্রেই বৃত্তস্থ হলে সব বাহু সমান হয় এবং কোণগুলো ৯০° হয়। অর্থাৎ এটি বর্গক্ষেত্র।
সঠিক উত্তর: ঘ) বর্গক্ষেত্র।

0
Updated: 1 day ago
একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 196π বর্গ সে.মি. হলে গোলকটির ব্যাসার্ধ কত?
Created: 1 week ago
A
5 সে.মি.
B
7 সে.মি.
C
9π সে.মি.
D
10 সে.মি.
সমাধান:
দেওয়া আছে, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল = 196π বর্গ সে.মি.
ধরি, গোলকের ব্যাসার্ধ = r
গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল = 4πr2
প্রশ্নমতে,
4πr2 = 196π
⇒ r2 = 196π/4π
⇒ r2 = 49
⇒ r = √49
∴ r = 7 সে.মি.
দেওয়া আছে, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল = 196π বর্গ সে.মি.
ধরি, গোলকের ব্যাসার্ধ = r
গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল = 4πr2
প্রশ্নমতে,
4πr2 = 196π
⇒ r2 = 196π/4π
⇒ r2 = 49
⇒ r = √49
∴ r = 7 সে.মি.

0
Updated: 1 week ago
একটি সুষম ষড়ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত?
Created: 1 month ago
A
18√3 বর্গ সে.মি.
B
42√3 বর্গ সে.মি.
C
30√3 বর্গ সে.মি.
D
24√3 বর্গ সে.মি.
প্রশ্ন: একটি সুষম ষড়ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত হবে?
সমাধান:
মনে করি,
সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য, a = 4 সে.মি.
এবং, বাহুর সংখ্যা, n = 6
আমরা জানি,
সুষম বহুভুজের ক্ষেত্রফল = (na2/4)cot(180°/n)
∴ সুষম ষড়ভুজের ক্ষেত্রফল = {(6 × 42)/4}Cot(180°/6) বর্গ সে.মি.
= {(6 × 16)/4}Cot(180°/6) বর্গ সে.মি.
= 24Cot30° বর্গ সে.মি.
= 24√3 বর্গ সে.মি.
∴ ক্ষেত্রফল = 24√3 বর্গ সে.মি.।

0
Updated: 1 month ago
10 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
Created: 1 month ago
A
190 বর্গ সে.মি.
B
200 বর্গ সে.মি.
C
160 বর্গ সে.মি.
D
220 বর্গ সে.মি.
প্রশ্ন: 10 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
সমাধান:
দেওয়া আছে,
ব্যাসার্ধ = 10 সে.মি.
∴ ব্যাস = (10 × 2) সে.মি.
= 20 [যা বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সমান]
আমরা জানি,
ক্ষেত্রফল = (1/2) × (কর্ণ)2
= (1/2) × (20)2
= 400/2
= 200 বর্গ সে.মি.।

0
Updated: 1 month ago