ক্যান্সার রোগের কারণ কি?
A
কোষের অস্বাভাবিক মৃত্যু
B
কোষের অস্বাভাবিক বৃদ্ধি
C
কোষের অস্বাভাবিক জমাট বাঁধা
D
উপরের সবগুলো
উত্তরের বিবরণ
ক্যান্সার হয় যখন কোষগুলো অস্বাভাবিকভাবে বেড়ে যেতে শুরু করে।
-
ক্ষতিগ্রস্ত কোষের ভেতরের DNA থেকে এমন কোষ তৈরি হয় যা নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে ওঠে।
-
শরীরে প্রদাহ, সংক্রমণ বা ক্ষতিকর রাসায়নিকের প্রভাব পড়লে কোষ ক্ষতিগ্রস্ত হয়। তখন সেই মৃত কোষের DNA থেকে এমন কোষ তৈরি হয় যেগুলো দ্রুত ও অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
উৎস: ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
সর্বাপেক্ষা হালকা গ্যাস-
Created: 4 weeks ago
A
অক্সিজেন
B
হাইড্রোজেন
C
র্যাডন
D
নাইট্রোজেন
হাইড্রোজেন গ্যাস
-
হাইড্রোজেন হচ্ছে বিশ্বের সবচেয়ে হালকা গ্যাস।
-
এটি একটি গ্রিন এনার্জি (পরিষ্কার জ্বালানি), কারণ এটি পোড়ালে শুধু পানি উৎপন্ন হয়—অন্য কোনো ক্ষতিকর পদার্থ হয় না।
-
যদিও হাইড্রোজেন দাহ্য (জ্বলে), কিন্তু এটি অন্য কিছু জ্বালাতে সাহায্য করে না।
হাইড্রোজেন গ্যাসের প্রধান বৈশিষ্ট্য
১. খাঁটি হাইড্রোজেন বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন।
২. এটি পানিতে খুব সামান্য দ্রবীভূত হয়।
৩. সব মৌলের মধ্যে এটি সবচেয়ে হালকা।
৪. বাতাস হাইড্রোজেনের তুলনায় প্রায় ১৪.৪ গুণ ভারী।
উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা

0
Updated: 4 weeks ago
সুনামির কারণ হলো-
Created: 3 weeks ago
A
ঘূর্ণিঝড়
B
চন্দ্র ও সূর্যের আকর্ষণ
C
সমুদ্রের তলদেশে ভূমিকম্পন
D
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
সুনামি
-
‘Tsunami’ শব্দটি জাপানি ভাষা থেকে এসেছে। এখানে ‘সু’ মানে বন্দর এবং ‘নামি’ মানে ঢেউ, অর্থাৎ ‘বন্দরের ঢেউ’।
-
এটি একটি প্রাকৃতিক দুর্যোগ, যা সমুদ্র বা মহাসাগরে ঘটে।
-
সুনামি সাধারণত সমুদ্রের তলদেশে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিধস বা নভোজাগতিক ঘটনা ঘটলে তৈরি হয়।
-
পৃথিবীতে এটি তৃতীয় প্রধান প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত।
-
যখন সুনামি গভীর সমুদ্রে থাকে, তখন এটি খুব দ্রুত এবং শক্তিশালী হয়, কিন্তু অগভীর পানিতে এলে এর শক্তি কমে যায়।
-
উদাহরণস্বরূপ, ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে ভারত মহাসাগরের তলদেশে ভূমিকম্পের কারণে সুনামি সৃষ্টি হয়, যা অনেক ক্ষয়ক্ষতি এবং মৃত্যুর কারণ হয়।
-
বাংলাদেশের বঙ্গোপসাগরে প্রায় ১৬০ কিলোমিটার পর্যন্ত অগভীর পানির উপস্থিতি আমাদের দেশে সুনামির ধ্বংসাত্মক প্রভাবকে অনেকাংশে কমিয়ে দেয়।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 3 weeks ago
উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র-
Created: 1 month ago
A
ওডোমিটার
B
ক্রনমিটার
C
ট্যাকোমিটার
D
ক্রেসকোগ্রাফ
ক্রেসকোগ্রাফ
-
উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের যন্ত্রকে ক্রেসকোগ্রাফ বলা হয়।
-
এটি আবিষ্কার করেছিলেন জগদীশচন্দ্র বসু।
-
বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তিনি দেখিয়েছিলেন যে, উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক মিল রয়েছে।
অন্যান্য পরিমাপ যন্ত্র
-
উড়োজাহাজের গতি মাপার যন্ত্র: ট্যাকোমিটার
-
মোটরগাড়ির গতি মাপার যন্ত্র: ওডোমিটার
-
সমুদ্রের দ্রাঘিমা পরিমাপের যন্ত্র: ক্রোনোমিটার
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্রিটানিকা বিশ্বকোষ।

0
Updated: 1 month ago