Laertes duel with Hamlet illustrates-
A
That revenge is inevitable in a corrupt court
B
Hamlet's philosophical indecision versus Laertes' impulsiveness
C
The entanglement of personal vendetta with societal expectation
D
That both characters are morally equivalent in their pursuit of justice
উত্তরের বিবরণ
এই দ্বন্দ্বযুদ্ধটি আসলে শুধু দুই ব্যক্তির প্রতিহিংসার লড়াই নয়, বরং একটি বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটের প্রতিফলন।
-
প্রথমত, Laertes ও Hamlet-এর মধ্যে দ্বন্দ্ব ব্যক্তিগত প্রতিশোধের ভিত্তিতে শুরু হলেও তা রাজদরবারের আনুষ্ঠানিক আকারে পরিণত হয়। অর্থাৎ, ব্যক্তিগত ক্রোধ ও রাজকীয় নিয়ম একে অপরের সঙ্গে মিশে যায়, যা দেখায় কিভাবে ব্যক্তিগত আবেগ সামাজিক বা রাজনৈতিক কাঠামোর অংশ হয়ে ওঠে।
-
দ্বিতীয়ত, দরবারের লোকচক্ষুর আড়ালে থাকা প্রতারণা ও ষড়যন্ত্র এই ঘটনাকে আরও জটিল করে তোলে। ফেন্সিং ম্যাচের আড়ালে প্রতিশোধের ফাঁদ পাতা হয়, যা দেখায় যে সমাজে “honour” বা সামাজিক মর্যাদা রক্ষার নামে কিভাবে নৈতিকতা বিকৃত হতে পারে।
সবশেষে, এই দৃশ্যটি Shakespeare-এর সমাজচেতনার প্রতিফলন, যেখানে ব্যক্তিগত প্রতিশোধ, নৈতিক দ্বন্দ্ব এবং রাজদরবারের প্রভাব একসাথে গাঁথা থাকে। অর্থাৎ, ব্যক্তিগত ‘vendetta’ কখনোই সমাজের বাইরে নয়—এটি সবসময় সমাজ ও রাজনীতির সঙ্গে জড়িত।

0
Updated: 1 day ago
Claudius is a character from:
Created: 6 days ago
A
Comedy of Errors
B
As you like it
C
Macbeth
D
Hamlet
Hamlet এবং William Shakespeare
Hamlet (Tragedy):
-
Hamlet হল Shakespeare রচিত tragedy-এর অন্যতম প্রধান নাটক।
-
কাহিনি শুরু হয় যখন Hamlet জার্মানি থেকে ফিরে আসে তার বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে তার চাচা Claudius তার মা Gertrude কে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
-
Hamlet এরপর তার বাবার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং নানা ঘটনা প্রবাহের মাধ্যমে tragedy-এর কাহিনি এগিয়ে চলে।
-
নাটকে antagonist বা ভিলেন হিসেবে দেখানো হয়েছে Claudius কে।
-
শেষাংশে Hamlet-এর মৃত্যু এর মধ্য দিয়ে নাটক সমাপ্ত হয়।
Characters of Hamlet:
-
Hamlet
-
Ophelia (Heroine)
-
Claudius
-
Gertrude
-
Horatio (Hamlet-এর বিশ্বস্ত বন্ধু)
-
Polonius (Ophelia-এর পিতা)
-
Laertes (Ophelia-এর চাচা) ইত্যাদি
Famous quotations from Hamlet:
-
Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
-
To be or not to be, that is the question.
-
Frailty, thy name is woman.
-
Brevity is the soul of wit. Listen to many, speak to a few.
-
Though this be madness, yet there is method in't.
-
Conscience doth make cowards of us all.
-
There is divinity that shapes our end.
William Shakespeare (1564-1616):
-
William Shakespeare একজন English poet, dramatist, এবং actor।
-
তাকে 'English National Poet' বলা হয়।
-
Stratford-upon-Avon-এ জন্মগ্রহণের কারণে তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
-
Shakespeare-কে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
-
তিনি মূলত Drama এবং Sonnet-এর জন্য পরিচিত।
-
মোট লিখেছেন ৩৭টি play এবং ১৫৪টি sonnet, এছাড়া কিছু Long narrative poem।
Notable Works of Shakespeare:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream ইত্যাদি

0
Updated: 6 days ago
Which of the following is the swan song of William Shakespeare?
Created: 7 hours ago
A
As You Like It
B
Hamlet
C
The Tempest
D
Julius Caesar
The Tempest হলো William Shakespeare-এর সর্বশেষ একক রচনা, যাকে প্রায়ই তাঁর “swan song” বা শেষ সৃষ্টিশীল বিদায়বার্তা হিসেবে বিবেচনা করা হয়। অনেক সাহিত্য সমালোচক মনে করেন, Shakespeare এই নাটকের মাধ্যমে থিয়েটার জগত থেকে তাঁর বিদায় ও আত্মসমর্পণের প্রতীকী অভিব্যক্তি প্রকাশ করেছেন। নাটকটির মূল সুরে বিদায়, ক্ষমা, পুনর্মিলন ও মানবতার জাগরণ ফুটে উঠেছে।
The Tempest একটি পাঁচ অঙ্কের নাটক, যা প্রথম লেখা ও অভিনীত হয় ১৬১১ সালের দিকে, এবং পরবর্তীতে ১৬২৩ সালের First Folio-তে প্রকাশিত হয়। এতে জাদু, প্রেম, বিশ্বাসঘাতকতা, ন্যায়বিচার ও পুনর্মিলনের বিষয়গুলো শিল্পিতভাবে প্রকাশ পেয়েছে।
Main Characters:
-
Prospero – Milan-এর Duke; নাটকের কেন্দ্রীয় চরিত্র।
-
Miranda – Prospero-র কন্যা ও নাটকের নায়িকা।
-
Ariel – অতিপ্রাকৃত সত্তা; শুভ চরিত্র।
-
Caliban – অতিপ্রাকৃত সত্তা; অসৎ বা দুষ্ট প্রকৃতির।
-
Antonio – Prospero-র ভাই ও নাটকের খলনায়ক।
-
Ferdinand – নায়ক; Miranda-র প্রেমিক।
-
Gonzalo – একজন বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ উপদেষ্টা।
Famous Quotes from The Tempest:
-
“Misery acquaints a man with strange bed-fellows.”
-
“What's past is prologue.”
-
“How beauteous mankind is! O brave new world,
That has such people in’t!” -
“We are such stuff
As dreams are made on, and our little life
Is rounded with a sleep.”
William Shakespeare (1564–1616):
-
তিনি একজন কবি, নাট্যকার ও অভিনেতা; ইংল্যান্ডের “জাতীয় কবি” এবং বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পরিচিত।
-
তাঁর রচনায় মানবজীবনের আবেগ, সংঘাত, প্রেম, বিশ্বাসঘাতকতা, ক্ষমতা ও মানবিক দুর্বলতা অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটে উঠেছে।
-
Shakespeare ছিলেন তীক্ষ্ণ বুদ্ধি, কাব্যিক কল্পনা ও দূরদর্শী দৃষ্টিভঙ্গির অধিকারী, যা তাঁর নাটককে যুগান্তকারী করে তুলেছে।
-
তাঁর ভাষা, রূপক ও চিত্রকল্প এমনভাবে গঠিত যে পাঠক ও দর্শক সহজেই আবেগে সম্পৃক্ত হন।
-
তাঁর সৃষ্ট চরিত্রগুলো মঞ্চে জীবন্ত হয়ে ওঠে, যা মানুষকে ভাবায়, সহানুভূতি জাগায় ও অংশগ্রহণে উদ্বুদ্ধ করে।
Notable Works of William Shakespeare:
-
A Midsummer Night’s Dream
-
All’s Well That Ends Well
-
Antony and Cleopatra
-
As You Like It
-
Hamlet
-
Henry IV, Part 1 & 2
-
Henry V
-
Henry VI, Part 1–3
-
Julius Caesar
-
King John
-
King Lear
-
Love’s Labour’s Lost

0
Updated: 7 hours ago
Where is the setting of Shakespeare's play 'Macbeth'?
Created: 3 weeks ago
A
Scotland
B
England
C
Denmark
D
Denmark
‘Macbeth’ – Setting and Summary
১. Setting
-
Shakespeare’s Macbeth is set in Scotland.
-
Key locations include royal palaces, battlefields, and Scottish landscapes.
-
The time period corresponds roughly to the early medieval Scottish monarchy.
২. Plot Summary
-
Three witches meet General Macbeth and predict he will become King of Scotland.
-
Their prophecy ignites ambition in Macbeth.
-
Encouraged by Lady Macbeth, he murders King Duncan to claim the throne.
-
Once king, Macbeth is haunted by guilt and paranoia, committing more murders to secure power.
-
Lady Macbeth eventually goes mad and dies.
-
Macbeth is killed by Macduff, restoring peace to Scotland.
-
The play explores ambition, moral corruption, and the consequences of unchecked power.
৩. Main Character
-
Macbeth – Tragic hero, General of Scotland.
-
Lady Macbeth – Ambitious wife of Macbeth.
-
King Duncan – The murdered king.
-
Macduff – Nobleman who defeats Macbeth.
-
Three Witches – Prophetic instigators.
৪. William Shakespeare (1564–1616)
-
English poet, dramatist, and actor.
-
Known as the Bard of Avon and English National Poet.
-
Wrote 154 sonnets and 37 plays, along with long narrative poems.
-
Regarded as one of the greatest writers in world literature.
৫. Notable Works
Tragedies:
-
Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar
Comedies:
-
As You Like It, The Tempest, Twelfth Night, The Merchant of Venice, A Midsummer Night's Dream

0
Updated: 3 weeks ago