How is Gloucester punished for his "treason"?
A
Burned
B
Blinded
C
Branded with a red letter
D
Exiled
উত্তরের বিবরণ
Gloucester তার রাজা Lear-কে সাহায্য করেছিল, যা রাজদ্রোহ (treason) হিসেবে গণ্য হয়। এর শাস্তি হিসেবে Cornwall অত্যন্ত নিষ্ঠুরভাবে তার চোখ উপড়ে নেয়। এই ঘটনাটি Shakespeare-এর King Lear নাটকের অন্যতম নির্মম দৃশ্য হিসেবে পরিচিত।
-
Gloucester Lear-কে আশ্রয় ও সাহায্য দিয়েছিল, যা Goneril ও Regan-এর চোখে অপরাধ বলে বিবেচিত হয়।
-
শাস্তিস্বরূপ Cornwall প্রকাশ্যে Gloucester-এর দুই চোখ নির্মমভাবে উপড়ে ফেলে, ফলে সে সম্পূর্ণ অন্ধ হয়ে পড়ে।
-
এই অন্ধত্ব শুধু শারীরিক নয়, বরং প্রতীকীভাবে তার পূর্বের অন্ধ বিশ্বাস ও ভুল বিচারবুদ্ধিরও প্রতিফলন (symbolic blindness)।
অতএব, Gloucester তার “treason”-এর শাস্তি হিসেবে অন্ধ (Blinded) হয়।

0
Updated: 1 day ago
How does Stephano plan to become ruler of the island?
Created: 1 month ago
A
By marrying Miranda
B
By killing Alonso
C
By killing Prospero with Caliban’s help
D
By magic
Stephano ও Trinculo Caliban-এর সঙ্গে মিলে Prospero-কে হত্যা করার পরিকল্পনা করে। Stephano ভাবে এতে সে দ্বীপের রাজা হতে পারবে। কিন্তু তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়। এই কাহিনি নাটকের হাস্যরসের পাশাপাশি লোভ ও বোকামির প্রতীক।

2
Updated: 1 month ago
Why is Gratiano’s presence important at the end of the play?
Created: 1 month ago
A
He comforts Othello
B
He kills Iago
C
He inherits Othello’s fortune
D
He takes Cassio’s position
গ্রাশিয়ানো, ব্র্যাব্যানশিওর আত্মীয়, নাটকের শেষে উপস্থিত থেকে ওথেলোর মৃত্যুর পর তার সম্পত্তির উত্তরাধিকারী হয়। যদিও তার ভূমিকা ছোট, তবু এই উপস্থিতি নাটকের সমাপ্তি এবং ভেনিসীয় সমাজে শৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠা বোঝায়।

1
Updated: 1 month ago
What is Iago's fate at the end of the play?
Created: 2 weeks ago
A
He is executed by Cassio on the spot.
B
He commits suicide out of remorse.
C
He escapes from Cyprus and is never found.
D
He is captured and left for Cassio to torture and execute.
এই অংশে দেখা যায় যে, Iago-এর দুর্দশা এবং অপরাধের পরিণতি প্রকাশ পায়। যখন তার villainy বা অসাধু কর্মকাণ্ড প্রকাশিত হয়, তখন Iago apprehended বা গ্রেপ্তার করা হয়। এরপর Lodovico নির্দেশ দেন যে Othello-এর successor, অর্থাৎ Cassio, Iago-এর শাস্তি নির্ধারণের দায়িত্বে থাকবেন, যা ইঙ্গিত দেয় যে শাস্তি slow and painful execution বা ধীর ও কষ্টদায়ক হতে পারে।
• Iago-এর অপরাধ প্রকাশের পর সে গ্রেপ্তার হয়।
• Lodovico নির্দেশ দেন যে Cassio, যিনি Othello-এর উত্তরাধিকারী, Iago-এর শাস্তি নির্ধারণ করবেন।
• এই শাস্তি বোঝানো হয়েছে যে এটি ধীর এবং কষ্টদায়ক execution হতে পারে।
• সুতরাং, সঠিক উত্তর হলো: He is captured and left for Cassio to torture and execute।

0
Updated: 2 weeks ago