Which one is the correct sentence?
A
No sooner had we heard the noice we had rushed to the spot.
B
No sooner had we heard the noise than we rushed to the spot.
C
No sooner we had heard the noice we rushed to the spot.
D
No sooner we had heard the noice then we rushed to the spot.
উত্তরের বিবরণ
No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as — এই চারটি গঠনই মূলত ‘করতে না করতেই’ বা ‘হতে না হতেই’ অর্থ প্রকাশ করে। এগুলো দুটি ঘটনার মধ্যে একটির পরপরই অন্যটি সংঘটিত হওয়ার ধারণা প্রকাশ করে।
তথ্যসমূহ:
-
No sooner had ব্যবহৃত হলে পরবর্তী অংশে than (not then) ব্যবহৃত হয়।
-
Hardly had ব্যবহৃত হলে পরবর্তী অংশে when (not than) বসে।
-
Scarcely had ব্যবহৃত হলেও পরবর্তী অংশে when (not than) বসে।
-
As soon as ব্যবহৃত হলে দুটি clause-এর মাঝে শুধু কমা (,) ব্যবহৃত হয়।
বাক্যগঠন:
-
No sooner had + subject + past participle + than + subject + verb (past form)
উদাহরণ: No sooner had we heard the noise than we rushed to the spot.
এখানে প্রথম clause-এর ক্রিয়াটি past perfect (had + past participle) এবং দ্বিতীয় clause-এর ক্রিয়াটি simple past tense এ ব্যবহৃত হয়েছে।
অর্থাৎ—
-
No sooner had → সাথে than
-
Hardly had / Scarcely had → সাথে when
-
As soon as → সাথে কমা (,)
উদাহরণ বিশ্লেষণ:
-
No sooner had we heard the noise than we rushed to the spot.
অর্থ: আমরা শব্দটি শোনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে গেলাম।
এখানে দুটি কাজই পরপর ঘটেছে — শব্দ শোনা এবং ছুটে যাওয়া।

0
Updated: 1 day ago
Question No. 70-72 are incomplete sentence. Fill in the gaps by choosing one word from the choices given. 70) To stay healthy, we must plan to have a balanced____.
Created: 2 months ago
A
food
B
diet
C
outlook
D
figure
• Complete sentence: To stay healthy, we must plan to have a balanced diet.
- Bangla meaning: সুস্থ থাকতে হলে আমাদের সুষম খাদ্য খাওয়ার পরিকল্পনা করতে হবে।
• balanced diet - সুষম পথ্য/ খাদ্য।
• বাক্যে have অর্থ হলো খাওয়া। এক্ষেত্রে balanced food এবং balanced diet ব্যবহারের সম্ভবনা রয়েছে।
- diet এবং food - এর মধ্যে balanced food -এ জাতীয় phrase -এর ব্যবহার দেখা যায় না।
- তাছাড়া food -এর আগে a বসানো যায় না, diet -এর আগে বসে।
• সুতরাং, উত্তর হবে diet।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

0
Updated: 2 months ago
Which is the correct form of the sentence?
Created: 1 month ago
A
I am sorry, for I, you, and he are to blame.
B
I am sorry, for He, I, and you is to blame.
C
I am sorry, for I and he and you is to blame.
D
I am sorry, for You, he, and I is to blame.
• Correct Sentence: 'I am sorry, for I, you, and he are to blame.'
-
Bangla Meaning: আমি দুঃখিত, কারণ আমি, তুমি এবং সে দোষী।
• ব্যাখ্যা:
-
দোষ স্বীকার বা উল্লেখের ক্ষেত্রে personal pronoun-এর ক্রম সাধারণত 1st person → 2nd person → 3rd person (I, you, he/she/they)।
-
Incorrect sentence: You, he, and I are to blame.
-
Correct sentence: I, you, and he are to blame.
• Personal Pronoun:
-
কোন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে pronoun ব্যবহৃত হয়।
-
উদাহরণ:
-
ব্যক্তির নামের পরিবর্তে: I did it. You can do everything. They are students.
-
বস্তুর নামের পরিবর্তে: He did it.
-
-
• Pronoun-এর সঠিক ক্রম:
-
যখন 1st, 2nd, 3rd person pronoun একসাথে ব্যবহৃত হয়:
-
সাধারণভাবে 2nd person → 3rd person → 1st person (231 order) ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
Incorrect: He, I, and you went there.
-
Correct: You, he, and I went there.
-
Incorrect: Rahim and you did it.
-
Correct: You and Rahim did it.
-
-
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

0
Updated: 1 month ago
Choose the correct sentence.
Created: 2 months ago
A
No sooner have they started the meeting than the fire alarm went off.
B
No sooner had they started the meeting than the fire alarm had went off.
C
No sooner had they started the meeting then the fire alarm went off.
D
No sooner had they started the meeting than the fire alarm went off.
Complete sentence: No sooner had they started the meeting than the fire alarm went off.
- Bangla Meaning: মিটিং শুরু হতেই ফায়ার এলার্মটা বাজতে লাগল।
• No sooner had.....than হচ্ছে Correlative conjunction.
- No sooner had.....than যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form).
• No sooner had, Hardly had, Scarcely had সবগুলোই "করতে না করতেই/ হতে না হতেই" এ রকম অর্থে ব্যবহৃত হয়।
• নিয়মানুযায়ী,
- No sooner had থাকলে পরের অংশে than (then নয়) ব্যবহৃত হয়।
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
- Scarcely had থাকলে পরের অংশে when (than নয়) ব্যবহৃত হয়।

0
Updated: 2 months ago