উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে? 

A

নাইট্রোজেনের 

B

ফসফরাসের 

C

ইউরিয়ার 

D

পটাসিয়ামের

উত্তরের বিবরণ

img

🔹 নাইট্রোজেনের অভাব

  • নাইট্রোজেন পাতায় সবুজ রঙ (ক্লোরোফিল) তৈরি করতে সাহায্য করে।

  • এর ঘাটতি হলে পাতার সবুজ রঙ ফিকে হতে শুরু করে এবং ধীরে ধীরে পাতাগুলো হলুদ হয়ে যায়।

  • এই হলুদ হওয়াকে বলা হয় ক্লোরোসিস


🔹 ফসফরাসের অভাব

  • ফসফরাসের অভাবে পাতায় বেগুনি রঙ দেখা যায়।

  • পাতায় শুকিয়ে যাওয়া অংশ বা মৃত দাগ তৈরি হয়।

  • ফল, ফুল এমনকি পাতাও ঝরে পড়তে পারে।

  • গাছের বৃদ্ধি থেমে যেতে পারে।


🔹 পটাশিয়ামের অভাব

  • পটাশিয়ামের অভাবে পাতার মাথা ও ধারে হলুদ ছোপ দেখা দেয়।

  • পরে সেসব জায়গায় পোড়া দাগের মতো বাদামি রঙ হয় এবং পাতা কুঁকড়ে যায়।

  • গাছের বৃদ্ধি কমে যায় এবং ফুল বা ফলের কুঁড়ি শুকিয়ে যেতে পারে।


বুঝে রাখার মতো বিষয়:

  • নাইট্রোজেনের অভাবে সাধারণত পুরনো পাতা পুরোপুরি হলুদ হয়।

  • আর পটাশিয়ামের অভাবে পাতার ধারে পোড়া দাগের মতো চিহ্ন দেখা যায়, পুরো পাতা না।

উৎস: নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান বই।

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

গ্রিন হাউজে গাছ লাগানো হয় কেন? 

Created: 1 month ago

A

উষ্ণতা থেকে রক্ষার জন্য 

B

অত্যধিক ঠাণ্ডা থেকে রক্ষার জন্য 

C

আলো থেকে রক্ষার জন্য 

D

ঝড়-বৃষ্টি থেকে রক্ষার জন্য

Unfavorite

0

Updated: 1 month ago

সুষম খাদ্যের উপাদান কয়টি? 

Created: 3 weeks ago

A

৪ টি 

B

৬ টি 

C

৫ টি 

D

৮ টি

Unfavorite

0

Updated: 3 weeks ago

ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো- 

Created: 1 month ago

A

এ রোগ মানবদেহের কিডনী নষ্ট করে। 

B

চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়। 

C

এ রোগ হলে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়। 

D

ইনসুলিনের অভাবে এ রোগ হয়।

Unfavorite

0

Updated: 1 month ago

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD