১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?
A
৬
B
৮
C
৯
D
৭
উত্তরের বিবরণ
প্রশ্ন: ১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
সমাধান:
মৌলিক সংখ্যা (Prime Number) হলো এমন সংখ্যা যা ১ এবং নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়।
১ থেকে ২০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে এই শর্ত পূরণ করে এমন সংখ্যা হলো—
২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯
∴ ১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা মোট ৮টি।

0
Updated: 1 day ago
কোন বাক্যটি শুদ্ধ?
Created: 1 month ago
A
আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত
B
আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত
C
আবশ্যকীয় ব্যয়ে কার্পন্য অনুচিত
D
আবশ্যক ব্যয়ে কার্পন্য অনুচিত
আবশ্যক মানে হলো ― যা অত্যন্ত জরুরি, অপরিহার্য, প্রয়োজনীয়।
-
আবশ্যকীয় শব্দটি প্রমিত বাংলা অভিধান অনুযায়ী ব্যবহারযোগ্য নয়; এটি অপ্রচলিত ও অশুদ্ধ রূপ।
-
কার্পণ্য অর্থ কৃপণতা, অতি কঞ্জুসি।
-
কার্পন্য শব্দটিও অশুদ্ধ, এর সঠিক রূপ হলো কার্পণ্য।
তাই শুদ্ধ বাক্য হবে:
“আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।”

0
Updated: 1 month ago
বাংলা ভাষার প্রথম ও সম্পূর্ণ ব্যাকরণ গ্রন্থ রচনা করেন কে?
Created: 3 weeks ago
A
রাজা রামমোহন রায়
B
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
C
মানোএল দা আসুম্পসাঁউ
D
উইলিয়ম কেরী
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড ছিলেন একজন ইংরেজ প্রাচ্যবিদ ও বৈয়াকরণ। ওয়ারেন হেস্টিংসের অনুরোধে তিনি বাংলা ভাষার ব্যাকরণ রচনায় উদ্যোগী হন এবং এর মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
-
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড ছিলেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণগ্রন্থ রচয়িতা।
-
তাঁর রচিত A Grammar of the Bengal Language গ্রন্থটি ১৭৭৮ সালে প্রকাশিত হয়।
-
এটি বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণগ্রন্থ হিসেবে স্বীকৃত।
-
বাংলা সংস্কৃতি ও ভাষার ইতিহাসে হ্যালহেডের সবচেয়ে বড় অবদান হলো তাঁর এই ব্যাকরণগ্রন্থ রচনা।
উৎস:

0
Updated: 3 weeks ago
নিচের কোনটিতে সাধুভাষা সাধারণত অনুপযোগী?
Created: 1 month ago
A
কবিতায়
B
গানে
C
ছোটগল্পে
D
নাটকে
বাংলা লেখ্য সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসারণ করে চলে এমন পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী।

0
Updated: 1 month ago