সুকান্ত ভট্টাচার্যের জীবিতাবস্থায় প্রকাশিত একমাত্র কবিতা সংকলন কোনটি?
A
ছাড়পত্র
B
ঘুম নেই
C
আকাল
D
পূর্বাভাস
উত্তরের বিবরণ
আকাল
-
আকাল (১৯৪৩) একটি কবিতাসংকলন।
-
এটি পঞ্চাশের মন্বন্তরের সময়কালীন কবিতাগুচ্ছের সংকলন।
-
বিভিন্ন পত্রিকা থেকে কবিতাগুলো সংগ্রহ ও সম্পাদনা করে সংকলনের মূল্যবান ভূমিকা লিখেছিলেন সুকান্ত ভট্টাচার্য।
-
১৯৬৬ সালে সুভাষ মুখোপাধ্যায়ের ভূমিকাসহ সংকলনের নতুন সংস্করণ প্রকাশিত হয়।
-
এটি সুকান্ত ভট্টাচার্যের জীবিতাবস্থায় প্রকাশিত একমাত্র গ্রন্থ।
সুকান্ত ভট্টাচার্য
-
জন্ম: ১৫ আগস্ট ১৯২৬, কলকাতা, মাতুলালয়; পৈত্রিক নিবাস: কোটালিপাড়া, গোপালগঞ্জ জেলা।
-
ছিলেন মার্কসবাদী ও প্রগতিশীল কবি।
-
দৈনিক স্বাধীনতা পত্রিকার ‘কিশোর সভা’ বিভাগ সম্পাদনা করতেন।
-
কবিতায় সাধারণ মানুষের জীবনসংগ্রাম, যন্ত্রণা ও প্রতিবাদকে মূল বিষয়বস্তু হিসেবে উপস্থাপন করেছেন।
-
বিখ্যাত উক্তি: “এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি”।
-
মৃত্যু: ২৯ বৈশাখ ১৩৫৪ / ১৩ মে ১৯৪৭।
রচিত গ্রন্থসমূহ:
-
ছাড়পত্র
-
ঘুম নেই
-
পূর্বাভাস
-
মিঠে কড়া
-
অভিযান
-
হরতাল
-
গীতিগুচ্ছ

0
Updated: 1 day ago
কাজী নজরুল ইসলাম রচিত 'মানুষ' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Created: 1 month ago
A
অগ্নিবীণা
B
ফণিমনসা
C
বিষের বাঁশী
D
সাম্যবাদী
'মানুষ' — কবিতা
– কাজী নজরুল ইসলাম, সাম্যবাদী কাব্যগ্রন্থ (১৯২৫)
কবিতার অংশবিশেষ (সংক্ষিপ্ত):
গাহি সাম্যের গান—
মানুষের চেয়ে বড়ো কিছু নাই, নহে কিছু মহীয়ান!
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,
সব দেশে, সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
'সাম্যবাদী' কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা:
-
ঈশ্বর
-
মানুষ
-
পাপ
-
চোর-ডাকাত
-
বারাঙ্গনা
-
মিথ্যাবাদী
-
নারী
-
রাজা-প্রজা
-
সাম্য
-
কুলিমজুর
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; সাম্যবাদী কাব্যগ্রন্থ।

0
Updated: 1 month ago
“তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা”- পঙক্তিটির লেখক কে?
Created: 1 month ago
A
হুমায়ুন আজাদ
B
আল মাহমুদ
C
শামসুর রাহমান
D
হুমায়ূন আহমেদ
কবিতা: তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা
কবি: শামসুর রহমান
-
যুদ্ধকালীন লেখা, মুক্তিযুদ্ধ শেষে ‘বন্দী শিবির থেকে’ গ্রন্থে প্রকাশিত
-
কবিতার কিছু অংশ:
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন?
তুমি আসবে বলে, হে স্বাধীনতা
শামসুর রহমান
-
বিশ শতকের দ্বিতীয়ার্ধের বাংলা সাহিত্যের অন্যতম কবি
-
জন্ম ১৯৪৩; প্রথম কবিতা ‘উনিশ শ’উনপঞ্চাশ’ প্রকাশিত
-
সাংবাদিকতা জীবন শুরু ১৯৫৭, ইংরেজি দৈনিক মর্নিং নিউজ-এর সহসম্পাদক হিসেবে
-
জনপ্রিয় কবিতা: ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, আমি অনাহারী, প্রতিদিন ঘরহীন ঘরে, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয়

0
Updated: 1 month ago
'দোলনচাঁপা' কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা নয় কোনটি?
Created: 1 month ago
A
আজ সৃষ্টি সুখের উল্লাসে
B
বেলাশেষে
C
অবেলার ডাক
D
কাণ্ডারী হুঁশিয়ার
'কাণ্ডারী হুঁশিয়ার' — কবিতা
-
প্রেক্ষাপট: সাম্প্রদায়িক দাঙ্গা
-
উৎস: সর্বহারা কাব্যগ্রন্থ
'দোলনচাঁপা' — কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা:
-
আজ সৃষ্টি সুখের উল্লাসে
-
পূজারিণী
-
বেলাশেষে
-
চোখের চাতক
-
অবেলার ডাক
-
অভিশাপ
-
ইত্যাদি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; দোলনচাঁপা ও সর্বহারা কাব্যগ্রন্থ।

0
Updated: 1 month ago