'উড়নচণ্ডী' বাগ্ধারার অর্থ হলো অমিতব্যয়ী। এর পাশাপাশি আরও কিছু বাগ্ধারা আছে যেগুলোর অর্থ ভিন্ন ভিন্ন।
-
উনপাঁজুরে: দুর্বল ও ব্যক্তিত্বহীন
-
কূপমণ্ডুক: সীমাবদ্ধ জ্ঞান
-
গোঁফ খেজুরে: অত্যন্ত অলস
উৎস:
'মেঘ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
A
জলধর
B
পয়োধর
C
জলদ
D
উদক
উত্তরের বিবরণ
‘মেঘ’ শব্দের বাংলা ভাষায় একাধিক সমার্থক শব্দ রয়েছে, যেগুলোর প্রত্যেকটি মেঘের বিভিন্ন রূপ, গুণ বা ভাবকে প্রকাশ করে। একইভাবে, ‘জল’ শব্দেরও বহু সমার্থক রূপ রয়েছে, যা প্রাচীন ও আধুনিক উভয় সাহিত্যেই বহুল ব্যবহৃত।
‘মেঘ’-এর সমার্থক শব্দসমূহ:
বারিদ
জলধর
অম্বুদ
পয়োধর
নীরদ
জলদ
জীমূত
তোয়দ
পর্জন্য
পয়োদ
বলাহক
তোয়ধর
‘জল’-এর সমার্থক শব্দসমূহ:
অম্বু
জীবন
নীর
পানি
সলিল
উদক
বারি
অপ
তোয়
অর্ণঃ
0
Updated: 1 day ago
কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ?
Created: 1 week ago
A
বিদ্বান
B
গায়ক
C
কোকিল
D
দাদা
গায়ক - গায়িকা, কোকিল - কোকিলা, দাদা - দাদি এগুলো লিঙ্গের সাধারণ নিয়মে গঠিত হয়েছে। 'বিদ্বান - বিদুষী' - ব্যতিক্রম।
0
Updated: 1 week ago
শাহ মুহম্মদ সগীর কার শাসন আমলে 'ইউসুফ জোলেখা' কাব্যের বাংলা অনুবাদ করেন?
Created: 2 weeks ago
A
শামসউদ্দিন ইলিয়াস শাহ
B
আলাউদ্দিন হোসেন শাহ
C
গিয়াসউদ্দিন আজম শাহ
D
ফখরুদ্দিন মুবারক শাহ
• ইউসুফ-জোলেখা কাব্য:
- 'ইউসুফ-জোলেখা' শাহ মুহম্মদ সগীর রচিত কাহিনি কাব্যগ্রন্থ যা রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কাব্য। তিনি পারস্যের জামী রচিত 'ইউসুফ জোলেখা' কাব্যের বাংলা অনুবাদ করেন যা এই ধারার আদি গ্রন্থ।
- গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৮৯-১৪০৯ খ্রিষ্টাব্দ) এ গ্রন্থ রচিত হয়েছিল বলে প্রমাণ মিলেছে। সে-বিচারে কাব্যটি পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকের রচনা এবং শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হিসেবে গণ্য।
- বাইবেল ও কোরানে ইউসুফ-জোলেখার কাহিনি বর্ণিত আছে। ইরানের কবি ফেরদৌসিও (মৃত্যু ১০২৫ খ্রিষ্টাব্দ) এই নামে কাব্য রচনা করেছেন। শাহ মুহম্মদ সগীর কোরান ও ফেরদৌসির কাছ থেকেই কাহিনিসূত্র গ্রহণ করে ইউসুফ ও জোলেখার প্রণয়কাহিনি লেখেন।
- তৈমুস বাদশার কন্যা জোলেখার আজিজের সঙ্গে বিয়ে হয়। ক্রীতদাস ইউসুফের (নবি) প্রতি প্রেমাসক্ত হয়ে জোলেখা তাকে আকর্ষণ করে। নানা ঘটনায় ইউসুফ মিশরের অধিপতি হয় এবং তার মনেরও পরিবর্তন ঘটে। ধর্মান্তরের মধ্য দিয়ে ইউসুফ-জোলেখার মিলন হয়। সুফিরা ইউসুফকে পরমাত্মা জোলেখাকে জীবাত্মার প্রতীক বিবেচনা করেন। সর্গীরও তাই করেছেন। তবে বর্ণনায় প্রেমের আবহটি প্রধান হয়েছে।
- সগীর ছাড়া একই কাহিনি নিয়ে আবদুল হাকিম, গরীবুল্লাহ, ফকির মুহম্মদ প্রমুখ কাব্য লিখেছেন। তবে এ কাব্য শাহ মুহম্মদ সগীরই প্রথম লেখেন।
উৎস:
0
Updated: 2 weeks ago
'অমিতব্যয়ী' অর্থ বুঝাতে কোন বাগ্ধারাটি ব্যবহৃত হয়?
Created: 2 weeks ago
A
উনপাঁজুরে
B
উড়নচণ্ডী
C
কূপমণ্ডুক
D
গোঁফ খেজুরে
0
Updated: 2 weeks ago