বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়? 

Edit edit

A

ওয়াট আওয়ারে 

B

ওয়াটে 

C

ভোল্টে 

D

কিলোওয়াট ঘণ্টায়

উত্তরের বিবরণ

img

  • বিদ্যুৎ শক্তি পরিমাপের ব্যবহারিক একক হলো কিলোওয়াট ঘণ্টা (kWh)

  • আমাদের বিদ্যুৎ বিল এই কিলোওয়াট ঘণ্টার উপর ভিত্তি করেই হিসাব করা হয়।

  • এক কিলোওয়াট ঘণ্টা মানে হচ্ছে ৩.৬ × ১০⁶ জুল শক্তি

  • বৈদ্যুতিক মিটার নামে একটি যন্ত্র দিয়ে বাড়িতে কত বিদ্যুৎ খরচ হচ্ছে তা মাপা হয়।

  • যত বিদ্যুৎ খরচ হয়, সেই পরিমাণ মিটারে লেখা হতে থাকে।

  • মিটার থেকে তার দুটি মেইন সুইচে চলে যায়।

  • এই মেইন সুইচ ব্যবহার করে বাড়ির পুরো বিদ্যুৎ সরবরাহ চালু বা বন্ধ করা যায়।

  • মেইন সুইচের সঙ্গে ফিউজ যুক্ত থাকে, যা নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়।

  • এরপর সেই তার দুটি বণ্টন বাক্সে পৌঁছে এবং সেখান থেকে বিভিন্ন শাখা লাইনে ভাগ হয়ে বাড়ির প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছায়।


উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

Unfavorite

0

Updated: 6 days ago

Related MCQ

Get Our App

Download our app for a better experience.

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD