কোন শব্দে শুদ্ধ প্রয়োগ ঘটেছে?
A
নিরপরাধী
B
অহর্নিশি
C
নির্দোষ
D
দিবারাত্রি
উত্তরের বিবরণ
শুদ্ধ প্রয়োগ: নির্দোষ।
বাংলা ভাষায় অনেক শব্দ সমাসের ফলে গঠিত হলেও ব্যবহারিক কারণে তাদের মধ্যে কিছু অশুদ্ধ রূপ প্রচলিত রয়েছে। প্রমিত নিয়ম অনুযায়ী এসব শব্দের নির্ভুল বা শুদ্ধ রূপ ব্যবহার করা আবশ্যক।
সমাস-ঘটিত কিছু অশুদ্ধ শব্দ ও তাদের শুদ্ধরূপ:
-
নিরপরাধী → নিরপরাধ
-
অহর্নিশি → অহর্নিশ
-
নিরহঙ্কারী → নিরহঙ্কার
-
নির্দোষী → নির্দোষ
-
পিতাহারা → পিতৃহারা
-
অর্ধরাত্রি → অর্ধরাত্র
-
নিরভিমানী → নিরভিমান
-
দিবারাত্রি → দিবারাত্র
-
নীরোগী → নীরোগ

0
Updated: 1 day ago
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Created: 2 months ago
A
কেবল মাত্র তুমি যাবে
B
এতে আশ্চার্য হলাম
C
বিবিধ জিনিস কিনলাম
D
এ সংবাদে সন্তোষ হলাম
প্রথমে প্রশ্নের উত্তর দেওয়া যাক:
শুদ্ধ বাক্য:
✅ গ) বিবিধ জিনিস কিনলাম — এই বাক্যটি শুদ্ধ।
এখন বাক্যগুলোর বিশ্লেষণ নিচে দেওয়া হলো:
ক) কেবল মাত্র তুমি যাবে
❌ ভুল — এখানে "কেবল মাত্র" বলা ভুল। এটি দুটি একই অর্থবোধক শব্দ একসঙ্গে ব্যবহৃত হয়েছে (Plonasm)।
শুদ্ধ রূপ: "কেবল তুমি যাবে" বা "মাত্র তুমি যাবে"
খ) এতে আশ্চার্য হলাম
❌ ভুল — "আশ্চর্য হওয়া" নয়, শুদ্ধ রূপ "আশ্চর্য হওয়া গেল" বা "আমি বিস্মিত হলাম"।
শুদ্ধ রূপ: "এতে আমি বিস্মিত হলাম" / "এতে আশ্চর্য হতে হলো"
গ) বিবিধ জিনিস কিনলাম
শুদ্ধ — "বিবিধ" মানে নানা রকম। তাই "বিবিধ জিনিস কিনলাম" বললে অর্থ ঠিক থাকে।
ঘ) এ সংবাদে সন্তোষ হলাম
❌ ভুল — "সন্তোষ হলাম" বলাটা ভুল, কারণ "সন্তোষ" হয় অনুভূতি, ব্যক্তি নয়।
শুদ্ধ রূপ: "এ সংবাদে আমি সন্তুষ্ট হলাম"

0
Updated: 2 months ago
সাধুভাষা’ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন–
Created: 1 month ago
A
রাজা মনি মোহন রায়
B
ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগর
C
রাজা রামমোহন রায়
D
অক্ষয় কুমার দত্ত
‘সাধুভাষা’ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। বাংলার আদি গদ্যরূপকে তিনি ‘সাধুভাষা’ নামে আখ্যায়িত করেছিলেন। এই সাধুভাষা পরবর্তীকালে দীর্ঘদিন বাংলার গদ্যের প্রধান রূপ হিসেবে ব্যবহৃত হয়।

0
Updated: 1 month ago
'অজপাড়াগাঁ' শব্দে 'অজ' কোন ধরনের উপসর্গ?
Created: 1 month ago
A
বিদেশি উপসর্গ
B
সংস্কৃত উপসর্গ
C
খাঁটি বাংলা উপসর্গ
D
ফারসি উপসর্গ
খাঁটি বাংলা উপসর্গ
-
উদাহরণ – অজ:
-
খাঁটি বাংলা উপসর্গ ‘অজ’ যোগে গঠিত শব্দ যেগুলো নিতান্ত (মন্দ) অর্থ প্রকাশ করে:
-
অজপাড়াগাঁ
-
অজমূর্খ
-
অজপুকুর
-
-
-
খাঁটি বাংলা উপসর্গের তালিকা:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হালক্ষ্য: আ, সু, বি, নি – এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম–দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 month ago