'অঙ্কুশ তাড়না' বাগ্ধারার অর্থ কী?
A
অতি ব্যস্ত
B
অন্তর্গত আঘাত
C
তেজঃপূর্ণ
D
ছটফটানি
উত্তরের বিবরণ
অঙ্কুশ তাড়না বাগ্ধারার অর্থ হলো অন্তর্গত আঘাত।
অন্যান্য সমজাতীয় শব্দের অর্থ:
-
অগ্নিগর্ভ: বলিষ্ঠ বা তেজঃপূর্ণ।
-
অন্তব্যস্ত: অতি ব্যস্ত।
-
অকটবিকট: ছটফটানি বা উদ্বিগ্ন অবস্থা।

0
Updated: 1 day ago
'সপ্তকাণ্ড রামায়ণ' বাগ্ধারার অর্থ কী?
Created: 3 weeks ago
A
রামায়ণের সাত পর্ব
B
রামায়ণে বর্ণিত বৃক্ষ
C
রামায়ণে বর্ণিত সাতটি সমুদ্র
D
বৃহৎ বিষয়
‘সপ্তকাণ্ড রামায়ণ’ বাগ্ধারাটি সাধারণত বৃহৎ বিষয় বোঝাতে ব্যবহৃত হয়। বাংলায় কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারার অর্থ নিচে দেওয়া হলো:
-
ঢাকের বাঁয়া – অকেজো বা অর্থহীন।
-
ঢেঁকির কুমির – অপদার্থ বা অযোগ্য।
-
ঢাক পেটানো – প্রচার করা বা ব্যাপকভাবে জানান।
-
উড়নচণ্ডী – বেহিসেবি বা অপ্রয়োজনীয়ভাবে আচরণ করা।
-
হাড়হদ্দ – সবকিছু বা সর্বোচ্চ।
-
ঢাকঢাক গুড় গুড় – লুকোচুরি বা গোপন কার্যকলাপ।
-
দিবাস্বপ্ন – অলীক কল্পনা বা বাস্তব নয় এমন চিন্তা।

0
Updated: 3 weeks ago
‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী?
Created: 1 week ago
A
অপদার্থ
B
মূর্খ
C
সক্রিয় দর্শক
D
নিষ্ক্রিয় দর্শক
‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ নিষ্ক্রিয় দর্শক। বাক্য: সাক্ষী গোপাল হয়ে থাকলে এ সংসারে শুধু ঠকতেই হয়। গুরুত্বপূর্ণ বাগধারা: হস্তিমূর্খ – নিরেট বোকা। লেফাফা দূরস্ত – পরিপাটি। রাবণের চিতা – চির অশান্তি। বুদ্ধির ঢেকি – নির্বোধ। ব্যাঙের সর্দি – অসমভব বস্তু।

0
Updated: 1 week ago
‘ইদুর কপালে’ বাগধারাটি কোন অৰ্থে ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
মন্দ বাক্য
B
হাস্যকর চেহারা
C
ইদুরাকৃতি কপাল
D
মন্দ ভাগ্য
ইঁদুর কপালে একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - হতভাগ্য বা নিতান্ত মন্দ ভাগ্য। যেমন: আমার মতো ইঁদুর কপালে লোকের দাম এক কানাকড়িও না।

0
Updated: 1 month ago