কোন বানানটি শুদ্ধ?
A
নিষ্প্রভ
B
নিষ্তব্ধ
C
নিষ্পন্দ
D
পুরষ্কার
উত্তরের বিবরণ
শুদ্ধ বানান: নিষ্প্রভ
অর্থ: প্রভাহীন, অনুজ্জ্বল বা দীপ্তিহীন। শব্দটি এমন কোনো বস্তুর অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়, যা আলো, উজ্জ্বলতা বা দীপ্তি হারিয়েছে।
অশুদ্ধ বানানগুলোর শুদ্ধ রূপ:
-
পুরস্কার
-
নিস্পন্দ
-
নিস্তব্ধ
বানানের নিয়ম:
-
বিসর্গযুক্ত অ-ধ্বনির সঙ্গে সন্ধি হলে সাধারণত ‘স’ যুক্ত হয়।
উদাহরণ: পুরঃ + কার = পুরস্কার। -
বিসর্গযুক্ত ই-ধ্বনির সঙ্গে সন্ধি হলে সাধারণত ‘ষ’ যুক্ত হয়।
উদাহরণ: বহিঃ + কার = বহিষ্কার।
সহজ নিয়মে মনে রাখার উপায়:
-
অ-যুক্ত বা মুক্ত বর্ণের পরে সাধারণত ‘স’ হবে।
উদাহরণ: নমস্কার, পুরস্কার, বনস্পতি, তিরস্কার, বাচস্পতি ইত্যাদি। -
ই-যুক্ত বর্ণের পরে সাধারণত ‘ষ’ হবে।
উদাহরণ: আবিষ্কার, নিষ্কলঙ্ক, পরিষ্কার, নিষ্ফল, নিষ্প্রভ, নিষ্পাপ, নিষ্পন্ন, নিষ্কর, জ্যোতিষ্ক ইত্যাদি। -
তবে ‘স্প’, ‘স্ত’, ‘স্থ’ থাকলে ‘ষ’ হয় না।
উদাহরণ: নিস্পন্দ, নিস্তব্ধ, দুস্থ ইত্যাদি।

0
Updated: 1 day ago
'ছিঁচকাঁদুনে' বাগ্ধারাটি কোন অর্থ নির্দেশ করে?
Created: 1 week ago
A
দুর্বল
B
বিপর্যস্ত
C
ব্যক্তিত্বহীন
D
সামান্যতে কেঁদে ফেলে
‘ছিঁচকাঁদুনে’ বাগ্ধারাটি এমন ব্যক্তিকে বোঝায়, যে সামান্য কারণেই কেঁদে ফেলে। এটি সাধারণত অতিরিক্ত আবেগপ্রবণ বা কান্নাকাটি স্বভাবের মানুষকে বোঝাতে ব্যবহৃত হয়।
অর্থ: সামান্য কারণে কান্না করে এমন ব্যক্তি
বাক্য: এম.এ. পাশ করেও মেয়েটার ছিঁচকাঁদুনে স্বভাব গেল না
অন্যদিকে, কয়েকটি বাগ্ধারার অর্থ নিচে দেওয়া হল—
উনপাঁজুরে: দুর্বল ও ব্যক্তিত্বহীন ব্যক্তি
ঝড়ো কাক: বিপর্যস্ত বা অগোছালো অবস্থা
কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা ও তাদের অর্থ—
কড়ি কপালে, লগন চাঁদা: ভাগ্যবান বা সৌভাগ্যবান ব্যক্তি
কপাল ফেরা: সৌভাগ্যের পরিবর্তন বা উন্নতি হওয়া
ক-অক্ষর গোমাংশ: একেবারে মূর্খ বা অশিক্ষিত ব্যক্তি
কেউকেটা: তুচ্ছ বা অখ্যাত ব্যক্তি
আটাশে ছেলে: দুর্বল বা কাচা ধরনের ছেলে
আক্কেল সেলামি: নির্বুদ্ধিতার জন্য শাস্তি বা মূর্খতার ফল

0
Updated: 1 week ago
'উদর সম্পর্কিত' এক কথায় কী বলে?
Created: 1 month ago
A
ঔদনিক
B
ঔদ্ধারিক
C
ঔদবাহিক
D
ঔদরিক
ঔদরিক
-
প্রকার: বিশেষণ পদ
-
অর্থ: উদর-সম্বন্ধীয়, উদরসর্বস্ব, উদরপরায়ণ, পেটুক
-
উদাহরণ: ‘উদর সম্পর্কিত’ বিষয়কে এক কথায় বলা যায় ঔদরিক।
অন্যান্য সংশ্লিষ্ট শব্দ:
-
ঔদনিক: পাচক; সূপকার
-
ঔদবাহিক: বিবাহসংক্রান্ত, বৈবাহিকসূত্রে প্রাপ্ত
-
ঔদ্ধারিক: উদ্ধারবিষয়ক, ঋণ পরিশোধসংক্রান্ত
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
'মন্ত্রিপরিষদ' - শব্দটি কোন ভাষা হতে আগত?
Created: 1 week ago
A
বাংলা
B
ফারসি
C
সংস্কৃত
D
আরবি
মন্ত্রিপরিষদ শব্দটি সংস্কৃত/তৎসম উৎস থেকে আগত এবং এটি একটি বিশেষ্য পদ।
-
শব্দের অর্থ: মন্ত্রীসভা
-
তৎসম শব্দের ব্যাখ্যা: প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত এবং বাংলা ভাষায় আগত যেসব শব্দের লিখিত রূপ সংস্কৃত শব্দের অনুরূপ, সেগুলোকে তৎসম শব্দ বলা হয়।
-
উদাহরণ: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ
-

0
Updated: 1 week ago