'অতিথি' এর সমার্থক শব্দ কোনটি?
A
অভ্যাগত
B
কুটুম
C
কুটুম্ব
D
উপরের সবগুলোই
উত্তরের বিবরণ
‘অতিথি’ শব্দের প্রতিশব্দ হলো এমন সব শব্দ, যা কাউকে আগন্তুক বা আগমনকারী হিসেবে নির্দেশ করে। এরা সকলেই কোনো গৃহ, সমাজ বা স্থানে আগত ব্যক্তিকে বোঝায়।
‘অতিথি’-এর প্রতিশব্দসমূহ:
-
অভ্যাগত
-
মেহমান
-
নিমন্ত্রিত
-
আমন্ত্রিত
-
কুটুম
-
কুটুম্ব
-
আগন্তুক
এসব শব্দে অর্থের সূক্ষ্ম পার্থক্য থাকলেও মূলত এরা সকলেই আগত বা আমন্ত্রিত ব্যক্তিকে প্রকাশ করে।

0
Updated: 1 day ago
‘কমা’ কোথায় বসে?
Created: 6 days ago
A
কোন অপূর্ণ বাক্যের জন্যv
B
সম্বোধন পদের পরে
C
প্রশ্ন বোঝানোর জন্য
D
বাক্যের মাঝে কোন পদ ব্যাখ্যা করার জন্য
কমা বা পাদচ্ছেদ চিহ্ন (,) অল্পক্ষণ বিরামের জন্য ব্যবহৃত হয়। এটি এমন এক চিহ্ন, যেখানে উচ্চারণের সময় ‘এক’ গণনার সমান সময় বিরতি নিতে হয়। লেখায় স্বল্প বিরাম বা ভাবের সামান্য বিভাজন বোঝাতে এর ব্যবহার করা হয়। নিচে এর কিছু সাধারণ প্রয়োগ দেওয়া হলো—
-
বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ-বিভাগ বোঝানোর জন্য, যেখানে স্বল্প বিরতির প্রয়োজন হয় সেখানে কমা ব্যবহৃত হয়।
যেমন— সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। -
পরস্পর সম্পর্কযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ একসঙ্গে বসলে, শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরে কমা বসানো হয়।
যেমন— সুখ, দুঃখ, আশা, নৈরাশ্য একই মালিকার পুষ্প। -
সম্বোধনের পরে কমা ব্যবহার করা হয়।
যেমন— রশিদ, এদিকে এসো।

0
Updated: 6 days ago
২৮) 'কান্তার' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
হাত
B
কন্যা
C
স্ত্রী
D
বন
যুক্তবর্ণ
সংজ্ঞা:
একাধিক বর্ণ একত্রিত হয়ে যে বর্ণ তৈরি হয়, তাকে যুক্তবর্ণ বলে। যুক্তবর্ণের বর্ণগুলোকে দেখে কখনো সহজে চিনা যায়, আবার কখনো সহজে চেনা যায় না।
প্রকারভেদ: স্বচ্ছ ও অস্বচ্ছ।
১. স্বচ্ছ যুক্তবর্ণ
উদাহরণ: ক্ট, জ্জ, জ্ব, ড্ড, ন্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, দ্ম, ষ্ঠ, ন্স, প্ট, প্ত, প্প, ন্স, ব্দ ইত্যাদি।
২. অস্বচ্ছ যুক্তবর্ণ
উদাহরণ:
-
ক্ত (ক্ + ত), ক্ম (ক্ + ম), ক্র (ক্ + র), ক্ষ (ক্ + ষ), ক্ষ্ম (ক্ + ষ + ম), ক্স (ক্ + স)
-
গু (গ্ + উ), ন্ধ (গ্ + ধ), ঙ্ক (ঙ্ + ক)
-
জ্ঞ (জ্ + ঞ), ঞ্চ (ঞ্ + চ), ঞ্জ (ঞ্ + জ)
-
ট্র (ট্ + ট), ত্ত (ত্ + ত), ত্থ (ত্ + থ), ত্র (ত্ + ত্র)
-
দ্ধ (দ্ + ধ), ন্ধ (ন্ + ধ), ব্ধ (ব্ + ধ), ভ্র (ভ্ + র), ভ্রূ (ভ্ + র + ঊ)
-
রু (র্ + উ), রূ (র্ + ঊ), শু (শ্ + উ), ষ্ণ (ষ্ + ণ), হু (হ্ + উ), হ্ম (হ্ + ম)
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 1 month ago
গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন—
Created: 2 months ago
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
রামরাম বসু
C
রামনারায়ণ তর্করত্ন
D
রাজা রামমোহন রায়
গৌড়ীয় ব্যাকরণ বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ। রচয়িতা রাজা রামমোহন রায়। তিনি ইংরেজিতে ১৮২৬ সালে Bengali Grammar in the English Language নামের একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন। পরবর্তীতে ১৮৩৩ খ্রিস্টাব্দে গৌড়ীয় ব্যাকরণ নামে প্রকাশিত হয়। এটি তাঁর সর্বশেষ গ্রন্থ।

0
Updated: 2 months ago