মীর মশাররফ হোসেন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
A
১৮৬১ সালে
B
১৮২০ সালে
C
১৮৪৭ সালে
D
১৮৭৭ সালে
উত্তরের বিবরণ
মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্য ইতিহাসে একজন অগ্রগণ্য ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক হিসেবে পরিচিত। তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন। তাঁর লেখায় সমাজ, ধর্ম, মানবপ্রেম ও নৈতিকতার বিষয় গভীরভাবে প্রতিফলিত হয়েছে।
জীবনপরিচয়:
-
জন্ম: ১৮৪৭ সালের ১৩ নভেম্বর, কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে।
-
সাহিত্যগুরু: কাঙ্গাল হরিনাথ মজুমদার, ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকার সম্পাদক।
-
প্রথম গ্রন্থ: ‘রত্নাবতী’, যা তাঁর সাহিত্যজীবনের সূচনা করে।
-
ছাত্রাবস্থায় তিনি সংবাদ প্রভাকর ও গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন, যা তাঁর লেখালেখির প্রারম্ভিক ক্ষেত্র তৈরি করে।
-
তিনি পরবর্তীতে আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকা সম্পাদনা করেন।
-
মীর মশাররফ ছিলেন বঙ্কিমচন্দ্র যুগের অন্যতম শ্রেষ্ঠ গদ্যশিল্পী এবং উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের অগ্রদূত।
সাহিত্যকর্ম:
নাটক:
-
বসন্তকুমারী
-
জমিদার দর্পণ
-
বেহুলা গীতাভিনয়
প্রহসন:
-
টালা অভিনয়
-
এর উপায় কি
-
ফাঁস কাগজ
-
ভাই ভাই এইতো চাই
উপন্যাস:
-
বিষাদ-সিন্ধু — তাঁর শ্রেষ্ঠ ও সর্বাধিক জনপ্রিয় রচনা, যা কারবালার ঐতিহাসিক ট্র্যাজেডিকে অবলম্বন করে রচিত।
আত্মজীবনীমূলক রচনা:
-
উদাসীন পথিকের মনের কথা
-
গাজী মিয়াঁর বস্তানী
-
আমার জীবনী
-
কুলসুম জীবনী ইত্যাদি

0
Updated: 1 day ago
সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়?
Created: 1 month ago
A
দ্বিগু
B
অব্যয়ীভাব
C
বহুবীহি
D
কর্মধারয়
সংখ্যাবাচক শব্দ + বিশেষ্য = দ্বিগু সমাস

0
Updated: 1 month ago
'লেখক' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Created: 1 day ago
A
√ লেখ্ + অক
B
√ লিখ্ + অক
C
√ লেখ + অক
D
√ লিখ্ + য়ক
স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটা খোলা বা বন্ধ থাকে, তার ওপর ভিত্তি করে স্বরধ্বনিগুলোকে চার ভাগে ভাগ করা হয়। ঠোঁটের উন্মুক্ততা যত কম, ধ্বনি তত সংবৃত; আর ঠোঁটের উন্মুক্ততা যত বেশি, ধ্বনি তত বিবৃত হয়।
তথ্যসমূহ:
-
সংবৃত স্বরধ্বনি: [ই], [উ] — এই স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট সবচেয়ে কম খোলে।
-
অর্ধ-সংবৃত স্বরধ্বনি: [এ], [ও] — এই স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট কিছুটা খোলে, তবে সম্পূর্ণ নয়।
-
বিবৃত স্বরধ্বনি: [আ] — উচ্চারণের সময় ঠোঁট সম্পূর্ণভাবে খোলা থাকে।
-
অর্ধ-বিবৃত স্বরধ্বনি: [অ্যা], [অ] — এখানে ঠোঁট তুলনামূলকভাবে কম খোলে, কিন্তু সংবৃত স্বরের চেয়ে বেশি।
অতিরিক্ত তথ্য:
সংবৃত স্বরধ্বনিতে বায়ুপ্রবাহ মুখগহ্বরের সংকীর্ণ অংশ দিয়ে বের হয়, ফলে ধ্বনি সংক্ষিপ্ত ও তীক্ষ্ণ হয়। অন্যদিকে বিবৃত স্বরধ্বনিতে বায়ুপ্রবাহ মুক্তভাবে বের হয়, ফলে ধ্বনি স্পষ্ট ও প্রসারিত হয়।

0
Updated: 1 day ago
'Avocation' শব্দের সঠিক বাংলা পরিভাষা কোনটি?
Created: 2 weeks ago
A
বৃত্তি
B
ছুটি
C
কারিগরি
D
স্বশাসন
আইনি ও প্রশাসনিক পরিভাষায় ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ ব্যবহার ভাষাকে স্পষ্ট ও প্রাঞ্জল করে। কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ নিচে দেওয়া হলো।
-
Avocation : বৃত্তি
-
Etiquette : শিষ্টাচার
-
Modesty : শালীনতা
-
Ethics : নীতিবিদ্যা
-
Syntax : বাক্যপ্রকরণ
-
Progress : প্রগতি
-
Progressive : প্রগতিশীল
-
Illiterate : নিরক্ষ
-
Illiteracy : নিরক্ষরতা
উৎস:

0
Updated: 2 weeks ago