‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’ কবিতাটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ বন্দী শিবির থেকে-এর অন্তর্ভুক্ত। এই গ্রন্থে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা ও দেশপ্রেমের অনুভূতি প্রকাশ করেছেন।
-
বন্দী শিবির থেকে কাব্যগ্রন্থটি ১৯৭২ সালের জানুয়ারি মাসে কলকাতা থেকে প্রথম প্রকাশিত হয়।
-
গ্রন্থটিতে মোট ৩৮টি কবিতা সংযোজন করা হয়েছে।
-
এটি উৎসর্গ করা হয়েছে ১৯৭১ সালের শহীদদের প্রতি।
শামসুর রাহমানের কাব্যগ্রন্থ ‘বন্দী শিবির থেকে’ থেকে গুরুত্বপূর্ণ কবিতাসমূহ:
-
তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা
-
স্বাধীনতা তুমি
-
মধুস্মৃতি
-
রক্তাক্ত প্রান্তরে
শামসুর রাহমান
-
তিনি একজন বিশিষ্ট কবি ও সাংবাদিক।
-
জন্ম: ১৯২৯, পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলী।
-
পৈত্রিক নিবাস: ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রাম।
-
শৈশবে ডাক নাম: বাচ্চু।
-
মাত্র আঠারো বছর বয়সে প্রথম কবিতা রচনা শুরু করেন।
-
প্রথম কবিতা প্রকাশিত হয় ১৯৪৩ সালে ‘সোনার বাংলা’ পত্রিকায়।
-
মুক্তিযুদ্ধকালে ‘মজলুম আদিব’ ছদ্মনামে লেখালেখি করতেন।
-
প্রাপ্ত পুরস্কারসমূহ: আদমজি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার।
-
মৃত্যু: ২০০৬, ঢাকা।
শামসুর রাহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ:
-
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
-
উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ
-
এক ফোঁটা কেমন অনল
-
বুক তাঁর বাংলাদেশের হৃদয়
-
স্বপ্নে ও দুঃস্বপ্নে বেঁচে আছি
-
প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে
-
রৌদ্র করোটিতে
-
বিধ্বস্ত নীলিমা
-
বন্দী শিবির থেকে
-
কৃষ্ণপক্ষে পূর্ণিমার দিকে
-
না বাস্তব না দুঃস্বপ্ন