বদরুদ্দীন উমর রচিত গ্রন্থ-
A
সংস্কৃতির সংকট
B
সংস্কৃতির ভাঙা সেতু
C
সংস্কৃতির চড়াই-উৎরাই
D
সংস্কৃতি কথা
উত্তরের বিবরণ
বদরুদ্দীন উমর ছিলেন একজন অধ্যাপক, রাজনীতিক ও প্রাবন্ধিক। তিনি ১৯৩১ সালের ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। সাহিত্য ও সমাজচিন্তায় তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ‘সংস্কৃতি’ সাময়িকীর সম্পাদক হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর চিন্তাধারা ছিল সমাজ, রাজনীতি ও সংস্কৃতির গভীর বিশ্লেষণভিত্তিক। তাঁর রচিত বিখ্যাত গ্রন্থের একটি হলো ‘সংস্কৃতির সংকট’।
বদরুদ্দীন উমর-এর প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে উল্লেখযোগ্য—
-
সাম্প্রদায়িকতা,
-
সংস্কৃতির সাম্প্রদায়িকতা,
-
পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি,
-
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালী সমাজ,
-
যুদ্ধপূর্ব বাঙলাদেশ,
-
যুদ্ধোত্তর বাঙলাদেশ,
-
ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ,
-
বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি,
-
সংস্কৃতির সংকট ইত্যাদি।
অন্যদিকে—
-
মোতাহের হোসেন চৌধুরী রচিত গ্রন্থ: সংস্কৃতি কথা।
-
শওকত ওসমান রচিত গ্রন্থ: সংস্কৃতির চড়াই-উৎরাই।
-
আখতারুজ্জামান ইলিয়াস রচিত গ্রন্থ: সংস্কৃতির ভাঙা সেতু।

0
Updated: 1 day ago
শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন-
Created: 2 months ago
A
ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা
B
যশলাভ, সদ্যোজাত, সংবর্ধনা
C
স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
D
ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত
সঠিক উত্তর:
গ) স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক।
অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধরূপ হলো-
• ভবিষ্যৎ, ভৌগোলিক, যক্ষ্মা।
• যশোলাভ, সদ্যোজাত, সংবর্ধনা।
• স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক।
• ঐকতান, কেবল, উপরিউক্ত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 months ago
'কালান্তর' - বলতে কী বোঝায়?
Created: 6 days ago
A
অন্য জন্ম
B
অন্য যুগ
C
অন্য লোক
D
অন্য কাল
‘অন্য কাল’ এর এক কথায় প্রকাশ হলো কালান্তর। এই শব্দ দ্বারা কোনো নির্দিষ্ট কালের পরিবর্তন বা পরবর্তী সময় বোঝানো হয়।
অন্যদিকে—
-
অন্য লোক — লোকান্তর
-
অন্য যুগ — যুগান্তর
-
অন্য জন্ম — জন্মান্তর

0
Updated: 6 days ago
'মন্ত্রিপরিষদ' - শব্দটি কোন ভাষা হতে আগত?
Created: 1 week ago
A
বাংলা
B
ফারসি
C
সংস্কৃত
D
আরবি
মন্ত্রিপরিষদ শব্দটি সংস্কৃত/তৎসম উৎস থেকে আগত এবং এটি একটি বিশেষ্য পদ।
-
শব্দের অর্থ: মন্ত্রীসভা
-
তৎসম শব্দের ব্যাখ্যা: প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত এবং বাংলা ভাষায় আগত যেসব শব্দের লিখিত রূপ সংস্কৃত শব্দের অনুরূপ, সেগুলোকে তৎসম শব্দ বলা হয়।
-
উদাহরণ: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ
-

0
Updated: 1 week ago