'মাধ্যমিক' - শব্দটির সঠিক প্রকৃতি- প্রত্যয় কোনটি?
A
মাধ্য + মিক
B
মধ্যম + ইক
C
মাধ্যমিক + অ
D
মধ্যম + অ
উত্তরের বিবরণ
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী ‘মাধ্যমিক’ শব্দের প্রকৃতি-প্রত্যয় হলো ‘মধ্যম + ইক’।
‘মাধ্যমিক’ একটি বিশেষণ এবং এটি সংস্কৃতমূল শব্দ।
এর গঠন ও অর্থ নিচে দেওয়া হলো—
-
প্রকৃতি-প্রত্যয়: মধ্যম + ইক
-
অর্থ:
-
মধ্যবর্তী,
-
মধ্যস্থ,
-
মধ্যম সম্পর্কিত।
-

0
Updated: 1 day ago
নিচের কোন বানানটি অশুদ্ধ?
Created: 1 day ago
A
তিরস্কার
B
দুস্কর
C
পরিষ্কার
D
আবিষ্কার
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী ‘দুস্কর’ বানানটি অশুদ্ধ; এর শুদ্ধ রূপ হলো ‘দুষ্কর’। অর্থাৎ এখানে ‘উ’ ধ্বনির পর বিসর্গ যুক্ত থাকায় ‘ষ’ ব্যবহৃত হওয়া উচিত।
তথ্যসমূহ:
-
অশুদ্ধ বানান: দুস্কর
-
শুদ্ধ বানান: দুষ্কর
অন্যদিকে নিম্নলিখিত শব্দগুলোর বানান শুদ্ধ:
-
আবিষ্কার
-
পরিষ্কার
-
তিরস্কার
নিয়ম:
-
বিসর্গযুক্ত ই বা উ ধ্বনির পর ‘ষ’ হবে।
উদাহরণ:-
আবিষ্কার = (আবিঃ + কার)
-
পরিষ্কার
-
দুষ্কর
-
-
অ-যুক্ত বা মুক্ত বর্ণের পর ‘স’ হবে।
উদাহরণ:-
তিরস্কার
-
অতিরিক্ত তথ্য:
এই বানাননিয়ম বাংলা শব্দগঠনব্যবস্থায় সংস্কৃতমূল ব্যুৎপত্তি অনুযায়ী নির্ধারিত। বিসর্গ (ঃ) যখন মূল ধাতুর সঙ্গে যুক্ত থাকে, তখন পরবর্তী ধ্বনিতে সাধারণত ‘ষ’ ব্যবহৃত হয়। আর যখন কোনো যুক্তবর্ণ বা বিসর্গ থাকে না, তখন ‘স’ ব্যবহৃত হয়।

0
Updated: 1 day ago
নিচের কোনটি পারিভাষিক শব্দ?
Created: 1 month ago
A
ডাব
B
সচিব
C
কুচ্ছিত
D
বালতি
উপরোক্ত চারটি অপশনের মধ্যে "সচিব" পারিভাষিক শব্দ। secretary - সচিব

0
Updated: 1 month ago
বাংলা বানানে ’ণত্ব বিধান’ কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য?
Created: 4 weeks ago
A
তদ্ভব শব্দে
B
দেশি শব্দে
C
বিদেশি শব্দে
D
তৎসম শব্দে
ণত্ব বিধান:
- বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ণ ধ্বনির ব্যবহার নেই।
- বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ (ণ) লেখার প্রয়োজন হয় না।
- কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন-এর ব্যবহার আছে।
- তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়।
- তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্য

0
Updated: 4 weeks ago